স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য!

Some important information of the Satellite Bangabandhu-1 Finally, the dreams of Bangladesh are going to be fulfilled. Bangladesh is going to launch satellite in space as the 57th country in the world. The country's first satellite Bangabandhu-1 going to the United States on Thursday The first satellite Bangladesh is interested in learning about the general public. Let's know some of the important information. BBC News   Satellite type: There are over two thousand satellites in more than 50 countries in space. These include - Weather Satellite, Observer Satellite, Navigation Satellite etc. However, BS-1 is the Communication and Broadcast Satellite.   Criteria: The main function of the Bangabandhu Satellite is to ensure satellite television services. This can be done with DTH or Direct to Home Dish Service.   Apart from this, satellite can be used to provide optical cable or submarine cable in places where the Internet connection can be ensured.   Satellite footprint: The location of Bangabandhu satellite is 119.1 degrees east longitude orbit. Its footprint or coverage will extend from Indonesia to Tajikistan.   Through the strong KU and C band, it will cover the whole of Bangladesh, SAARC countries, Philippines and Indonesia.   Satellite operation: It will take 8-11 days for Satellite orbit to travel 35 thousand 786 kilometers from Earth station. And ready to be fully prepared in 3 months.   After three years, Bangladesh will look after it with the help of Thalass Allenia. After this it will be controlled from the Batbunia Earth Station in Gazipur and Rangamati, completely by Bangladeshi engineers. Satellite building: 3.7 ton weight Bangabandhu satellite design. This made France's company Thalass Alenya Space. And the rocket that is taking it into space has made it to the US SpaceX.   Launchpad is from the Launchpad in Florida. There are 40 transponders of Bangabandhu satellite. Of these, foreign currency earnings are possible for use in 20 countries and 20 fares. Apart from its own satellites, the reliability of global telecommunications will end. Bangabandhu Satellite-1 will play an important role in communication between telemedicine, e-learning, e-research, video conference, defense and disaster.

bangabandhu satellite bangladesh,bangabandhu satellite benefits,bangabandhu-1 launch,bangabandhu satellite launch date,bangladesh satellite news,bangabandhu-1 launch date,bangabandhu satellite company,bangabandhu satellite ground control station
Satellite Bangabandhu-1

স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য!


অবশেষে বাংলাদেশের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বিশ্বের ৫৭তম দেশ হিসেবে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে মহাকাশে যাচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১(Satellite Bangabandhu-1)।

 বাংলাদেশের প্রথম স্যাটেলাইট নিয়ে সাধারণ মানুষের জানার আগ্রহ চোখে পড়ার মতো। চলুন জেনে নেয়া যাক এর কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। খবর-বিবিসি'র।


স্যাটেলাইটের ধরণ : মহাকাশে প্রায় ৫০টির বেশি দেশের দুই হাজারের উপর স্যাটেলাইট বিদ্যমান। এগুলোর মধ্যে রয়েছে-আবহাওয়া স্যাটেলাইট, পর্যবেক্ষক স্যাটেলাইট, ন্যাভিগেশন স্যাটেলাইট ইত্যাদি। তবে বিএস-ওয়ান হল যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইট।

কর্মপরিধি : টিভি চ্যানেলগুলোর স্যাটেলাইট সেবা নিশ্চিত করাই বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রধান কাজ। এর সাহায্যে চালু করা যাবে ডিটিএইচ বা ডিরেক্ট টু হোম ডিশ সার্ভিস।

এছাড়া যেসব জায়গায় অপটিক কেবল বা সাবমেরিন কেবল পৌঁছায়নি সেসব জায়গায় এ স্যাটেলাইটের সাহায্যে নিশ্চিত হতে পারে ইন্টারনেট সংযোগ।

স্যাটেলাইটের ফুটপ্রিন্ট : বঙ্গবন্ধু স্যাটেলাইটের অবস্থান ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমার কক্ষপথে। এর ফুটপ্রিন্ট বা কভারেজ হবে ইন্দোনেশিয়া থেকে তাজিকিস্তান পর্যন্ত বিস্তৃত।

শক্তিশালী কেইউ ও সি ব্যান্ডের মাধ্যমে এটি সবচেয়ে ভালো কাভার করবে পুরো বাংলাদেশ, সার্কভুক্ত দেশসমূহ, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া।

স্যাটেলাইট অপারেশন : আর্থ স্টেশন থেকে ৩৫ হাজার ৭৮৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্যাটেলাইটটির কক্ষপথে যেতে সময় লাগবে ৮-১১ দিন। আর পুরোপুরি কাজের জন্য প্রস্তুত হবে ৩ মাসের মধ্যে।

এরপর প্রথম ৩ বছর থ্যালাস অ্যালেনিয়ার সহায়তায় এটির দেখভাল করবে বাংলাদেশ। পরে পুরোপুরি বাংলাদেশি প্রকৌশলীদের হাতেই গাজীপুর ও রাঙামাটির বেতবুনিয়া আর্থ স্টেশন থেকে নিয়ন্ত্রিত হবে এটি।

স্যাটেলাইট নির্মাণ : ৩.৭ টন ওজনের বঙ্গবন্ধু স্যাটেলাইটটির ডিজাইন। এটা তৈরি করেছে ফ্রান্সের কোম্পানি থ্যালাস অ্যালেনিয়া স্পেস। আর যে রকেট এটাকে মহাকাশে নিয়ে যাচ্ছে সেটি বানিয়েছে যুক্তরাষ্ট্রের স্পেসএক্স।

উৎক্ষেপণ হচ্ছে ফ্লোরিডার লঞ্চপ্যাড থেকে।

বঙ্গবন্ধু স্যাটেলাইটের ৪০টি ট্রান্সপন্ডার রয়েছে। এর মধ্যে ২০ দেশে ব্যবহারের জন্য এবং ২০টি ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা আয় সম্ভব। এ ছাড়া নিজস্ব স্যাটেলাইট থাকায় বৈশ্বিক টেলিযোগাযোগের ক্ষেত্রে পরনির্ভরশীলতার অবসান হবে। টেলিমেডিসিন, ই-লার্নিং, ই-গবেষণা, ভিডিও কনফারেন্স, প্রতিরক্ষা ও দুর্যোগপূর্ণ অবস্থায় জরুরি যোগাযোগের ক্ষেত্রেও ভূমিকা রাখবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।
Labels:

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget