![]() |
square toiletries ltd job |
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের
অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স ডিপার্টমেন্টে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী
১৭ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
পদের নাম
টেরিটরি ম্যানেজার
শিক্ষাগত যোগ্যতা
বিবিএ বা এমবিএ পাস
আরও পড়ুনঃ বার্জার পেইন্টসবাংলাদেশ লিমিটেডে চাকরির সুযোগ
কর্মস্থল
ঢাকা
বেতন
আলোচনা সাপেক্ষে
![]() |
square toiletries ltd job circular 2019 |
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের সদ্য
তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।
ঠিকানা : জেনারেল ম্যানেজার,
হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, স্কয়ার টয়লেট্রিজ
লিমিটেড, রূপায়ণ সেন্টার (১১তম তলা), ৭২ মহাখালী সিএ, ঢাকা-১২১২।
অথবা প্রার্থীরা জীবনবৃত্তান্ত
ই-মেইল করতে পারেন (hrd-stl@squregroup.com) এই ঠিকানায়। এ ছাড়া বিডিজবস অনলাইনের মাধ্যমেও
আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়
১৭ আগস্ট, ২০১৯ পর্যন্ত।
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.