বেশ কয়েক দশক ধরে ট্র্যাফিক জটে জর্জরিত জাকার্তা আর জাভার সাধারণ মানুষ। সেই সমস্যা থেকে উদ্ধার করতেই এই ব্যবস্থা। প্রথম এক বছর ব্যাবসায়িক ক্ষেত্রে যুক্ত মানুষদের পরিষেবা দেওয়া শুরু করেছিল এই সংস্থা। তা সফল হতেই সাধারণ মানুষের জন্য চালু করল এই পরিষেবা।
এই ব্যবস্থামূলত গ্রেটার জাকার্তা আর পশ্চিম জাভার বানদুং-এর যাত্রীদের জন্য। এই দু'টি জায়গাই যান জটের জন্য বলা যায় কুখ্যাত হয়ে উঠেছে।
এই পরিষেবা চালুর পর যাতায়াতের সময় কমেছে অনেকটাই। গাড়ি করে জাকার্তা থেকে বানদুং যেতে স্বাভাবিক অবস্থায় সময় লাগে ৪ ঘণ্টা।
ছুটির দিনে এই সময় বেড়ে হয়ে যায় ৮ ঘণ্টা। আর এই হ্যালিকপটার ট্যাক্সি করে যেতে সময় লাগে মাত্র ৪০ মিনিট। অভাবনীয়।
উবর আর গ্র্যাবের মতো কয়েকটা সংস্থা এই সমস্যা সমাধানের চেষ্টা করে আসছে গত কয়েক বছর ধরে। কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। হোয়াইটস্কাই-ই প্রথম সফল ভাবে এই ব্যবস্থা চালু করল।
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.