Add caption |
দিনের বেলায় শিশুরা টিভি দেখে। তাই কনডমের বিজ্ঞাপনগুলো তাদের ওপরে খারাপ প্রভাব ফেলতে পারে। এ কারণেই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে মন্ত্রণালয় জানাচ্ছে। দেশের সবকটি টিভি চ্যানেলের কাছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই নির্দেশনা পাঠিয়েছে।
জাতীয় শিশু সুরক্ষা কমিশনও কনডমের বিজ্ঞাপনের সময়সীমা বেঁধে দেওয়ার এই সরকারি নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন।
কেউ কেউ মনে করছেন যে, কনডমের বিজ্ঞাপনগুলো আজকাল একটু বেশিরকমেরই উত্তেজক হয়ে যাচ্ছে। পরিবার নিয়ন্ত্রণ বা এইডস্-এর মতো মারণ রোগের প্রতিরোধে কনডমের যে গুরুত্ব, সেই বার্তা কিছুটা খাটো হয়ে যাচ্ছে।
গত সেপ্টেম্বরে পর্নোস্টার সানি লিওন অভিনীত একটি কন্ডোমের বিজ্ঞাপনকে কেন্দ্র করে গুজরাটের সুরাট শহরে ব্যাপক প্রতিবাদ হয়। হিন্দু যুব বাহিনী ওই বিজ্ঞাপনটির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল।
Post a Comment