পুলিশের কাছে এমন অভিযোগই করেছেন ওই তরুণী। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চার জনকেই গ্রেফতার করা হয়েছে। ভারতের ছত্তিশগড়ের রায়পুরের ঘটনা।
ঘটনার তদন্তকারী এক কর্মকর্তা জানিয়েছেন, ওই তরুণী রায়পুরের একটি স্থানীয় হোটেল কাজ করেন। সুরেশ সাহু নামে বছর চব্বিশের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়।
পুলিশের কছে ওই তরুণী দাবি করেন, গত শনিবার সুরেশ তাকে কাপা এলাকার একটি রেল ইয়ার্ডে দেখা করতে বলেন। এরপর সেখানেই তাকে ধর্ষণ করেন প্রেমিক। ওই তরুণীর চিৎকারে ঘটনাস্থলে আসেন তিন যুবক। ওই তিন জনের কাছে সাহায্য চান তিনি।
তরুণীর দাবি, এর পরেই সুরেশকে হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন তারা। কিন্তু তাকে উদ্ধারের পরিবর্তে গণধর্ষণ করে ওই তিন জন। ওই তরুণীর আরও দাবি করেন, ঘটনার কথা জানালে তার ফল ভালো হবে না বলে রীতিমতো হুমকিও দেয় হয়।
ঘটনার পরের দিন পঁডরি থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তার অভিযোগের ভিত্তিতে সুরেশ সাহু, হরীশ চন্দ্রশেখর, ত্রিনাথ মহানন্দ ও বিনয় যাদব নামে চার যুবককে গ্রেফতার করা হয়েছে বলে বুধবার জানিয়েছে পুলিশ।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই চার জনেরই বয়স চব্বিশ-পঁচিশের মধ্যে। চারজনের বিরুদ্ধেই ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।সূত্র: আনন্দবাজার।
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.