নিজের ড্রাইভারের নোংরা ম্যাসেজ পেয়েছে সানি লিওন!

Fans in Kochi leave Sunny Leone

Fans in Kochi leave Sunny Leone
ফোনে‌ নোংরা ম্যাসেজ পেয়েছে সানি লিওন। আর কেউ নয়, সেই ম্যাসেজ সানিকে পাঠিয়েছিলেন তারই গাড়ির চালক। তবে এই ঘটনা নাকি ভুল করেই করে ঘটিয়ে ফেলেছিলেন সেই চালক।

এমনটাই জানালেন সানি লিওন নিজেই। 


এই প্রসঙ্গে সানি বলেন, ‘‌পরে গাড়ির চালক অত্যন্ত লজ্জিত হয়ে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন।’ তবে মেসেজে কী লেখা ছিল সেটা জানাননি সানি।

তিনি বলেছেন, ‘‌অনেকেই ঘনিষ্ঠ মহলে বা বন্ধুদের মধ্যে আদিরসাত্মক কথা এবং ম্যাসেজ আদান প্রদান করে থাকেন। আমি এটাকে দোষণীয় বলে মনে করি না, যতক্ষণ না  এই ধরনের রসিকতা কাউকে ব্যক্তি আক্রমণ করে বা বিব্রত করার জন্য করা হয়।

 স্মার্টফোনের যুগে আমরা সকলেই জানি, কী ধরনের ছবি, ভিডিও বা চুটকি চালাচালি হয়। কেউ ভুল করে কাউকে ফরওয়ার্ড করে ফেলতেই পারেন।’‌

সানির মতে, অনেকেই হয়তো এধরনের ম্যাসেজ দেখা মাত্র রেগে যেতেন। কিন্তু সানি ঠান্ডা মাথায় বিষয়টি নিয়ে চিন্তা করেন। 


তিনি বলেন, ‘‌আমি আমার চালককে দীর্ঘদিন ধরে চিনি। জানি, উনি আমাকে বিব্রত করার জন্য এমন ম্যাসেজ পাঠাবেন না। পরে তিনি নিজের থেকে এসে ক্ষমা চাওয়ায় আমি ভুলটা বুঝতে পারি।’‌

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget