টমেটোর স্ক্রাবে দূর হবে ব্রণ !

টমেটোর স্ক্রাব নিয়মিত ব্যবহার করবেন কেন? টমেটোতে থাকা অ্যাসিডিক উপাদান ত্বকের মরা কোষ দূর করতে সাহায্য করে। ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর করে। বেকিং সোডা ত্বকের মরা চামড়া দূর করে। লেবুর রস প্রাকৃতিকভাবে ব্লিচ করে ত্বক। ফলে উজ্জ্বল ও সুন্দর হয় ত্বক। টমেটোর স্ক্রাব নিয়মিত ব্যবহার করলে ব্রণ ও ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর হয়। তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট

Tomato Scrub for Fairnes
Tomato Scrub for Fairnes

ত্বকের যত্নে টমেটো, বেকিং সোডা ও লেবুর রসের তৈরি স্ক্রাব নিয়মিত ব্যবহার করতে পারেন। এটি ত্বক উজ্জ্বল ও সুন্দর করে। পাশাপাশি দূর করে ব্রণ। 
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন টমেটোর স্ক্রাব

  • একটি পাত্রে ৩-৪ টেবিল চামচ টমেটোর রস নিন।
  • ৩ টেবিল চামচ বেকিং সোডা মেশান।
  • ১ চা চামচ লেবুর রস দিন মিশ্রণে।
  • স্ক্রাব অতিরিক্ত পাতলা হলে আরও খানিকটা বেকিং সোডা মিশিয়ে নেড়ে নিন।
  • মিশ্রণটি ত্বকে লাগান।
  • কয়েক মিনিট পর আলতো হাতে ম্যাসাজ করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • প্রতিদিন ব্যবহার করুন টমেটোর স্ক্রাব।  

টমেটোর স্ক্রাব নিয়মিত ব্যবহার করবেন কেন?

  • টমেটোতে থাকা অ্যাসিডিক উপাদান ত্বকের মরা কোষ দূর করতে সাহায্য করে।
  • ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর করে।
  • বেকিং সোডা ত্বকের মরা চামড়া দূর করে।
  • লেবুর রস প্রাকৃতিকভাবে ব্লিচ করে ত্বক। ফলে উজ্জ্বল ও সুন্দর হয় ত্বক।
  • টমেটোর স্ক্রাব নিয়মিত ব্যবহার করলে ব্রণ ও ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর হয়।   

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট 

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget