রেকর্ড ভেঙে ম্যারাডোনা থেকে উপহার পেল হামসিক!

The midfielder shared a hug with Napoli's modern midfield superstar Marek Hamsik

The midfielder shared a hug with Napoli's modern midfield superstar Marek Hamsik

আর্জেন্টাইন কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার কাছ থেকে উপহার পেয়েছেন মারেক হামসিক। সিরিআ লিগে নাপোলির হয়ে সর্বোচ্চ গোল করায় তাকে এ উপহার দেন ম্যারাডোনা।

প্রসঙ্গত, গত সপ্তাহে ক্রোটোনের বিপক্ষে শুক্রবার ১-০ গোলের জয়ের ম্যাচটিতে টেবিলের শীর্ষে থাকা নাপোলির হয়ে ক্যারিয়ারের ১১৭তম গোলটি করেন হামসিক। 


আর তাতেই ম্যারাডোনার দীর্ঘদিনের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙেন নাপোলির এই অধিনায়ক।


এ ব্যাপারে স্তাদিও এজিও শিডাতে ম্যাচের আগে স্কাই স্পোর্ট ইতালিয়াকে ৩০ বছর বয়সী এই স্লোভাকিয়ান বলেছেন, ‘ম্যারাডোনার রেকর্ডকে ছাড়িয়ে যাওয়া অসাধারণ একটি অর্জন। 


কিন্তু এখন গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিটি ম্যাচে জয়লাভ করে পূর্ণ তিন পয়েন্ট ছিনিয়ে নেয়া। ম্যারাডোনা আমাকে উপহার দিয়েছেন, কিন্তু সেটা কি তা বলা যাবেনা।’

ইতালিয়ান টেবিলে এ পর্যন্ত ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে নাপোলি।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget