Oils to Shampoo |
রেগুলার শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিন পছন্দের যেকোনো তেল। নারকেল তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল অথবা জোজোবা অয়েল মেশাতে পারেন। তেলমিশ্রিত শ্যাম্পু ব্যবহার করুন সপ্তাহে দুইদিন। চুল হবে নরম ও ঝলমলে। সেই সঙ্গে চুল বাড়বেও দ্রুত।
যেভাবে ব্যবহার করবেন:
- একটি পাত্রে এক ভাগ তেলের সঙ্গে ৪ ভাগ ভেষজ শ্যাম্পু মেশান।
- ভালো করে মিশিয়ে শ্যাম্পুর বোতলে সংরক্ষণ করুন মিশ্রণটি।
- চুল ভিজিয়ে তেলমিশ্রিত শ্যাম্পু ব্যবহার করুন।
- আঙুল দিয়ে চুলের গোড়া ম্যাসাজ করুন।
- ২ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে নিন ভালো করে।
- সপ্তাহে দুইবার তেলমিশ্রিত শ্যাম্পু ব্যবহার করুন।
তেলমিশ্রিত শ্যাম্পু ব্যবহার করবেন কেন?
- তেলে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন রয়েছে। এগুলো চুল স্বাস্থ্যোজ্জ্বল করে।
- প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে তেলমিশ্রিত শ্যাম্পু।
- শ্যাম্পুর সঙ্গে তেল মিশিয়ে ব্যবহার করলে চুল হবে ঝলমলে ও সুন্দর।
- তেলে থাকা ভিটামিন ই, ফ্যাটি অ্যাসিড ও ওমেগা ৯ চুল নরম ও ঝলমলে করে।
- চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে তেল ও শ্যাম্পুর মিশ্রণ।
- ভেঙে যাওয়া প্রাণহীন চুলের যত্নে অতুলনীয় নারকেল ও অলিভ অয়েল তেল।
- নতুন চুল গজাতে সাহায্য করে ক্যাস্টর অয়েল।
তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট
Post a Comment