April 2018


Former Miss America Deidre Downs Gunn marries same-sex partner in Alabama wedding

দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন সাবেক 'মিস আমেরিকা'!

২০০৫ সালে মিস আমেরিকা হয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। খেতাব জেতার পরে খোলাখুলিই ঘোষণা করেছিলেন, ‘‌আমি উভকামী।’‌ সেই সময় তার এমন সাহসিকতার প্রশংসা করেছিলেন অনেকেই।

Deidre Downs wearing a dress: Miss America 2005 Deidre Downs, of Alabama

কেউ বা করেছিলেন সমালোচনা। তবে কোনও নিন্দা, বিদ্রুপে যে কান দেওয়ার পাত্রী তিনি নন, সেটা ফের বুঝিয়েদিলেন ডেইড্রি ডাউনস গান।

সম্প্রতি দীর্ঘদিনের বান্ধবী অ্যাবট জোন্সকে বিয়ে করেছেন তিনি। তাদের বিয়ের ছবি এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বর্তমানে পেশায় চিকিৎসক ডেইড্রির সঙ্গে পেশায় আইনজীবী অ্যাবটের প্রেম দীর্ঘদিনের। বহুদিন ধরেই তারা একসঙ্গে থাকছিলেন। এর আগে অবশ্য ২০০৮ সালে বিয়ে হয়েছিল ডেইড্রির। কিন্তু বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

তার একটি ৮ বছরের ছেলেও রয়েছে। ৩৭ বছর বয়সী ডেইড্রি বলেছেন, ‘‌আমাদের পরিবার ও বন্ধুরা আমাদের পাশে ছিল।

 তাদের সামনেই আমরা একসঙ্গে থাকার ও একে অপরকে ভালবাসার শপথ নিয়েছি। এটা আমার জীবনের অন্যতম সেরা দিন।

 অ্যাবটের মতো একজন সঙ্গিনীকে পাশে পেয়ে আমি অত্যন্ত গর্বিত।’‌

Boy escaped and killed the old father

বৃদ্ধ বাবাকে আছড়ে হত্যা করে পালিয়েছে ছেলে!

গাজীপুরে ভবন নির্মাণকে কেন্দ্র করে বৃদ্ধ বাবাকে আছড়ে হত্যা করেছে ছেলে। মৃত সেই বৃদ্ধের নাম গিয়াস উদ্দিন। তার বয়স ৭০ বছর। 


বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলার জয়দেবপুর থানার ভাওয়াল এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘাতক সেই ছেলের নাম  ছমির উদ্দিন (২৮)। ঘটনার পর থেকে ছমির উদ্দিন পলাতক রয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবন নির্মাণ নিয়ে গিয়াস উদ্দিনের সঙ্গে ছেলে ছমির উদ্দিনের ঝগড়া হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ ছেলে বৃদ্ধ পিতাকে উচু করে ধরে আছাড় দেয়। এতে ঘটনাস্থলেই গিয়াস উদ্দিনের মৃত্যু হয়।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাছেদ মিয়া জানান, খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

Separate arrangements for prayers at the movie in Saudi

Separate arrangements for prayers at the movie in Saudi

সৌদিতে সিনেমা হলে নামাজের জন্য আলাদা ব্যবস্থা!

চলতি বছরের ২১ এপ্রিল থেকে সৌদি আরবে চালু হয় সিনেমা হল। দীর্ঘ ৩৫ বছর পর হলিউডের ব্ল্যাক প্যান্থার ছবিটি দিয়ে দেশটির রাজধানী রিয়াদে সিনেমা হলের যাত্রা শুরুর মধ্যে দিয়ে সিনেমা হলগুলিতে দর্শকের উপচে পড়া ভিড় দেখা গেছে।

বিশ্ব সংস্কৃতিকর্মীরা সিনেমা হল চালুর মধ্য দিয়ে দেশটি নতুন এক সাংস্কৃতিক যুগের পথে যাত্রা করেছে বলে মনে করলেও অনেকেই ব্যাপারটিকে ধর্মীয় রীতিনীতি পালনের সঙ্গে সাংঘর্ষিক বলেও সমালোচনা করছেন।

 এবার সেই সমালোচনাকারীদের মুখ বন্ধ করতে হল মালিকপক্ষ সিনেমা চলাকালীন নামাজের সময় যেন হলে দর্শক নামাজ পড়তে পারে সেজন্য আলাদা রুমের ব্যবস্থা করছে বলে জানা গেছে।

গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব থিয়েটার ওনার্সের প্রেসিডেন্ট জন ফিথিয়ান জানান, আসন্ন রমজান মাস উপলক্ষেই এই ব্যবস্থা করা হচ্ছে।

এখন থেকে নতুন যে হলগুলো নির্মাণ করা হবে, সেগুলোর প্রতিটিতে অবশ্যই নামাজের জন্য নির্ধারিত রুম তৈরি করা হবে।

North Korean leader Kim Jong Un reacts during a celebration for nuclear scientists and engineers

North Korean leader Kim Jong Un 

অবশেষে জানা গেল কিমের পরমাণু পরীক্ষা বন্ধ রাখার কারণ!

পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন গত বছর পর্যন্ত পৃথিবীর কাউকে তোয়াক্কা করতেন না।


 কিন্তু তার পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধ রাখার কথায় বিস্মিত হয়েছিল গোটা বিশ্ব। তবে অবশেষে জানা গেল কিমের সেই সিদ্ধান্ত নেওয়ার পেছনের আসল কারণ। 

চীনা ভূতত্ত্ববিদদের দাবি,  উত্তর কোরিয়ার প্রধান পরমাণু অস্ত্র পরীক্ষাকেন্দ্রটিই ভেঙে পড়েছে। পুঙ্গেরিতে অবস্থিত সেই কেন্দ্রটির ওপর সবসময় নজর রাখা প্রয়োজন বলে জানা গেছে। কারণ, সেখান থেকে তেজস্ক্রীয় বিকিরণ বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

গত বছর সেপ্টেম্বরে উত্তর কোরিয়া তাদের সবচেয়ে বড় পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছিল। প্রতিঘাতে উত্তর-পূর্বে যে পাহাড়টির নিচে উত্তর কোরিয়া পরীক্ষা চালায়, সেই পাহাড়টি ঝুড়ঝুড়ে হয়ে গিয়েছিল বলে দাবি করেছিলেন পর্যবেক্ষকরা।

এবার চীনা বিজ্ঞানীরা জানালেন গোটা পাহাড়টিই ধসে গেছে।

পাহাড়টি ভেঙে তেজস্ক্রীয় পদার্থ উন্মুক্ত হয়ে পড়লে শুধু উত্তর কোরিয়া নয়, প্রতিবেশী চীনের বাতাসও দূষিত হবে। তাই তখন থেকে চীন এলাকাটির ওপর কড়ে নজর রাখে।

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়নার গবেষকরা বলছেন, বিস্ফোরণের সাড়ে আট মিনিট বাদেই প্রথম ভূমিকম্প হয়. তাদের মতে তখনই পরমাণু কেন্দ্রের ওপরের পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে।

উল্লেখ্য গত শনিবারই উত্তর কোরিয়া আলোচনায় বসার জন্য তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ রাখবে বলে ঘোষণা করেছে। যাকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ‘বড় অগ্রগতি’ হিসেবে দেখেছেন। এখন বোঝা যাচ্ছে একপ্রকার বাধ্য হয়েই এই পথে এসেছেন কিম।

Mumbai Girl Claims Shah Rukh Khan 'ruined' Her Life.

তরুণীর জীবন নষ্ট করে দিয়েছে শাহরুখ !
শাহরুখ খান। যাকে বলা হয় 'কিং অফ রোম্যান্স'। তার নাম শুনলেই আট থেকে আশি কুপোকাত হয়ে যায়, আর তিনিই কী না একটি তরুণীর জীবন নষ্ট করে দিয়েছেন! এমনটাই দাবি করেছেন এক ভারতীয় তরুণী।

সামাজিক মাধ্যমে এমনটা লিখে তোলপাড় করেছেন চারিদিক। 'এসআরকে'র ফ্যানরা তাকে কটাক্ষও করেছেন। পোস্টটিকে সম্পূর্ণ ভুল বুঝে সকলে ট্রোলিংয়ের তোপ ছুড়ে দিয়েছে মেয়েটির দিকে।

তবে পোস্টটি নিছক-ই মজার ছলে লেখা। আসলে নব্বইয়ের দশকে অসংখ্য মেয়ে শাহরুখের প্রেমে হাবুডুবু খেয়েছে। সিনেমা হলে বলিউড বাদশাহর প্রথম ঝলকে পাগলের মতো চিৎকার করে অগণিত ভক্ত।

 যারা শাহরুখের সিনেমা দেখে বড় হয়েছে, কোথাও না কোথাও কোন সময় পর্দায় দেখানো ভালোবাসাময় জীবনের স্বপ্ন দেখেছেন। তেমনই স্বপ্ন দেখেছিলেন মুম্বাইয়ের সেই তরুণী।

তিনি চেয়েছিলেন তার জীবনসঙ্গীও হবে 'রাজে'র (পর্দায় শাহরুখের করা চরিত্র) মতো। ব্যাকগ্রাউন্ডে ম্যান্ডুলিন বাজবে। রাজের প্রেমিকার মতো হাওয়ায় তারও চুল উড়বে এবং শেষে তার স্বপ্নের পুরুষ হাঁটু মুড়ে বসে আংটি পরিয়ে প্রেমের প্রস্তাব দেবে। পর্দার ওপারের 'রাহুল'এর মতো কাউকে না পেয়েই এমন মন্তব্য করে বসলেন সেই তরুণী। 

পোস্টের প্রথম লাইনে লেখা, 'এসআরকে রুইন্ড মাই লাইফ' (শাহরুখ আমার জীবনকে নষ্ট করে দিয়েছেন)।'  তাতেই এতো জলঘোলা। লেখাটি ঠাট্টার ছলে লিখে এখন ভাইরাল সেই তরুণী।

পোস্টটিতে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া এলেও শাহরুখ খান এখনও পর্যন্ত এ বিষয় কোন মন্তব্য করেননি।

UFO Sighting Alien Proof Evidence NASA ISS Video Space Station Earth

এলিয়ানদের সাক্ষাৎ পেতে চলেছে নাসা!
আর হয়তো বেশি দেরি নেই। খুব শিগগিরই নাসা এমন কতগুলো গ্রহকে চিহ্নিত করতে চলছে, যেগুলোতে এলিয়ান থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে। আর তাহলে ভিনগ্রহীদের সাক্ষাৎও হয়তো খুব একটা দূরে নেই।

নাসার প্ল্যানেট ফাইন্ডার ২ হাজার ৪০০ এলিয়ান প্ল্যানেটের খোঁজ চালাচ্ছে। শুধু সৌরজগৎ নয়। তার বাইরেও চলছে তল্লাশি। 

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে, নতুন আবিষ্কৃত গ্রহগুলোর প্রাণীজগৎ সম্পর্কে জানা সম্ভব নয়। কারণ সেগুলো সৌরজগৎ থেকে অনেক দূরে।

 ফলে মাটিতে বসানো টেলিস্কোপের সাহায্যে কোনও কিছুই ধারণা করা সম্ভব নয়। তবে নতুন এই গ্রহগুলো সমস্ত বিশ্বের ধারণা পাল্টে দেবে।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ব্র্যাড টুকার জানিয়েছেন, গ্রহ সম্পর্কে পৃথিবীর দৃষ্টিভঙ্গি বদলে দেবে এই আবিষ্কার। শুধু তাই নয় সৌরজগৎ সম্পর্কেও এটি বিশ্ববাসীর ধারণা বদলে দেবে।

ট্রান্সিটিং এক্সপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট (TESS) একটি SpaceX Falcon 9 লকেট লঞ্চ করেছে। কেপ ক্যানাভেরাল থেকে এটি লঞ্চ করা হয়। এই স্যাটেলাইটটি একটি আবিষ্কার মেশিন বলে মনে করা হচ্ছে।

এর মাধ্যমে বিপুল সংখ্যক গ্রহ আবিষ্কৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই স্যাটেলাইটের সাইজ একটি মিনিবাসের মতো। এতে ৪টি ওয়াইড-ফিল্ড ক্যামেরা বসানো থাকবে। এর সাহায্যে নক্ষত্র ও গ্রহগুলোকে নিরীক্ষণ করবে স্যাটেলাইটটি।

স্পেস ক্রাফ্টটি পৃথিবীর ১ লাখ কিলোমিটার পর্যন্ত চলাচল করবে ও ১ লাখ ৭০ নক্ষত্রের দিকে নজর রাখবে। সেই সাথে ২০ হাজার গ্রহের দিকেও এটি নজর রাখবে বলে জানিয়েছে নাসা।

জুপিটারের মতো বড় গ্রহ থেকে শুরু করে মঙ্গলের মতো ক্ষুদ্র গ্রহকে এটি নজর করতে পারবে।

Shakib Al Hasan's team beat Sunriser's Hyderabad today and Kings XI Punjab took one stroke

গেইলের দিনে পুরস্কার জিতলেন সাকিব!

দিনটা ছিল গেইলের। সেই গেইলের দিনেও যে পুরস্কার জেতা যায় তা প্রমাণ করলেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার রেকর্ড গড়ার হাতছানি সামনে নিয়ে মাঠে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।


এদিন সাকিব আল হাসান কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে কোনো উইকেট পাননি। বোলিংয়ে তার বিবর্ণ দিনে ঝড় তুলে দারুণ এক সেঞ্চুরি করেছেন ক্রিস গেইল।

টস জিতে ব্যাট করতে নেমে গেইল ঝড়ে ৩ উইকেটে ১৯৩ রান করে কিংস ইলেভেন পাঞ্জাব। রান তাড়ায় ৪ উইকেটে ১৭৮ রান করে হায়দরাবাদ। টুর্নামেন্টে এটাই তাদের প্রথম পরাজয়।

সপ্তম ব্যাটসম্যান হিসেবে নেমে সাকিব ছিলেন সফল। তিনি ক্রিজে আসার সময় ২০ বলে হায়দরাবাদের প্রয়োজন ছিল ৬১ রান। সাকিব করেন ১ চার ও ২ ছক্কায় সাকিব ১২ বলে অপরাজিত ২৪ রান।

 কিন্তু সাকিবের অপরাজিত বিধ্বংসী ইনিংসটি দলকে এনে দিতে পারেনি জয়। তবে হারের ব্যবধান কমিয়ে সম্মানজনক পরাজয়ের পেছনে ছিল সাকিবের অবদান।

আর এই অবদানের পুরস্কার হিসেবে 'সুপার স্ট্রাইকার অব দ্যা ম্যাচ' পুরস্কার জিতেন সাকিব।

Liverpool's Klavan, Clyne likely to miss Bournemouth clash


Liverpool's Klavan, Clyne likely to miss Bournemouth clash


Manager Juergen Klopp said on Friday that both players picked up knocks following Liverpool’s 2-1 victory at Manchester City in the second leg of their Champions League quarter-final.


Liverpool progressed to the next round with a 5-1 aggregate victory and will face AS Roma in the semi-finals.

“Unfortunately Raggy felt something muscle-wise. Clyne is probably out. He felt an injury in training the day after the game,” Klopp told a news conference.


Forward Roberto Firmino is available for the match despite experiencing discomfort in his neck earlier in the week. “Bobby had a little issue with his neck but should be OK, I think,” the German manager added.

Klopp said he was hopeful that midfielder Adam Lallana could return to action before the end of the season after picking up a muscle problem against Crystal Palace last month.

“It will be close. He can come back again. There’s no rush because it makes no sense. If Adam is available then we’ll see. I don’t want to close the door for the season.”

Liverpool is third in the table with 67 points, the same as fourth-placed Tottenham Hotspur, but have played one game more than the London side. Bournemouth is 11th in the standings.

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget