2017

Kiribati dancers perform to welcome the first sunrise of the new
বাংলাদেশে ২০১৭ সাল শেষ হতে আরও কয়েক ঘণ্টা বাকি। এরই মধ্যে বিশ্বের প্রথম দেশ হিসেবে ইংরেজি নববর্ষ ২০১৮ কে স্বাগত জানালেন দ্বীপরাষ্ট্র কিরিবাতির জনগণ।

নারকেল ফুলের মালা, প্রবাল শুভেচ্ছা আর সামুদ্রিক উত্তাল হাওয়ায় ভর করে আরও একটি নতুন বছরে পৌঁছে গেল দুনিয়া।

বাংলাদেশ সময় রবিবার বিকাল ৪টায় কিরিবাতির ঘঁড়ির কাটা ৩১ ডিসেম্বর ২০১৭ (রাত ১২টা) পেরিয়ে ১ জানুয়ারি ২০১৮-কে বরণ করে নেয়।


প্রথা হিসেবে নারকেল ফুল, ঝিনুক ও প্রবালের শুভেচ্ছায় বর্ষ বরণ করেছেন কিরিবাতির দ্বীপবাসী। ঝিনুকে ঘেরা ছোট্ট একরত্তি দেশ কিরিবাতি। ৩৮৮ বর্গ কিলোমিটারের কিছু বেশি এলাকা নিয়ে ক্ষুদে এক দেশ কিরিবাটি।


 অক্ষাংশ, দ্রাঘিমাংশ, কৌণিক অবস্থান, চাঁদ-সূর্যের ওঠা নামা সব মিলিয়ে বিশ্ববাসীর পক্ষ থেকে সবার আগে ‘হ্যাপি নিউ ইয়ার’ বলার অধিকারী এই দেশটি।

নববর্ষ আনুক অনেক শান্তি। কল্যাণ হোক সকলের। ঝিনুক ঘেরা সুন্দর ছোট্ট কিরিবাতি থেকে এমনই মঙ্গল বার্তা ছড়িয়ে পড়েছে দুনিয়ার সর্বত্র।

Sadia Jahan Prova in a drama
বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মিডিয়া জগতে তার প্রবেশ মডেলিংয়ের মাধ্যমে। ব্যক্তিগত কিছু ঘটনার কারণে দীর্ঘ সময় পর্দার বাইরে থাকার পর বেশ কিছুদিন ধরে আবারও নিয়মিত কাজে ফিরেছেন তিনি।

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরলেও এখনো নিজের অতীতের জন্য তাকে পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। একটা অনিচ্ছাকৃত ভুলের জন্য ভিত্তিহীন নানা গুজবের সম্মুখীন হতে হয় এই অভিনেত্রীকে।

তাই এসব থেকে মুক্তি পেতে শনিবার বিকেলে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাকে বাঁচতে দেয়ার আকুতি জানান প্রভা।

ফেসবুকে দেয়া প্রভার সেই স্ট্যাটাসটি  পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল-


'আমি সাদিয়া জাহান প্রভা। জীবনে কোনোদিন মাদক সেবন করি নাই। টাকা বা কাজের বিনিময়ে কারও সাথে রাত কাটাই নাই। সজ্ঞানে কোনোদিন কারও ক্ষতি করি নাই।


 একটা সশিক্ষিত পরিবারের সন্তান আমি। জীবনে অনেক বড় বড় পরীক্ষা দিয়েছি কিন্ত হার মানিনি। কারণ আমি নির্দোষ তাই।

আমাকে নিয়ে ভ্রান্ত ধারনাগুলো বন্ধ করুন। খুবই সাধারণ জীবন আমার। আজকে অনেক অসহায় হয়ে আমার নিজের জীবনের স্টেটমেন্ট দিলাম। বাঁচতে দিন আমাকে।
' সূত্র : ইত্তেফাক ও আরটিভি

Russian Liana Klevtsova braves sub-zero temperatures in Siberia to protect fir trees

নগ্ন হয়ে সবার বা প্রচার মাধ্যমের নজর কেড়ে নেওয়া বর্তমানে নতুন কিছু নয়। কিন্তু সাইবেরিয়ায় এক রাশিয়ান মডেল নগ্ন হয়ে তুলে ধরলেন এমন এক বার্তা, যার জন্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার বেশ কয়েকটি ছবি।

শীতের মৌশুমকে উপভোগ করতে এবং তার পাশাপাশি বৃক্ষ সংরক্ষণের বার্তাও উঠে এসেছে ২১ বছর বয়সী লিয়ানা ক্লেভসোভার এই ফটোশ্যুটে। সোশ্যাল নেটওয়ার্কে নিজের পেজে লিয়ানা লেখেন-

to fell trees to get into festive mood”.

তবে এর আগেও গ্যাসোলিনর দামবৃদ্ধি, বাস ভাড়া এমনই বিভিন্ন ইস্যু নিয়ে প্রতিবাদে লিয়ানা শরীরী প্রদর্শনে খবরে উঠে এসেছিলেন।

Sheikh Hasina Wazed is the current Prime Minister of Bangladesh
আজকের শিশুদের মধ্যে থেকেই আগামী দিনের প্রধানমন্ত্রী ও মন্ত্রী হবে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ শনিবার গণভবনে ২০১৮ শিক্ষাবর্ষে বিনামূল্যের বই বিতরণ কার্যক্রমের অানুষ্ঠানিক উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশুরা, আমার সোনার ছেলেমেয়েরাই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবে। আজকের শিশুদের মধ্যে থেকেই আগামী দিনের প্রধানমন্ত্রী ও মন্ত্রী হবে।

এদিকে, প্রধানমন্ত্রী গণভবনে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশের পর এক বক্তৃতায় বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আমাদের শিক্ষিত জনগোষ্ঠী দরকার।

শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া কোনো দেশ দারিদ্র্যমুক্ত হতে পারবে না।


তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রযুক্তির যুগে বিশ্ব খুব কাছের হয়ে গেছে। মানুষও বেশ তাড়াতাড়ি তা গ্রহণ করতে পারছে এবং শিখতে পারছে।

The midfielder shared a hug with Napoli's modern midfield superstar Marek Hamsik

আর্জেন্টাইন কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার কাছ থেকে উপহার পেয়েছেন মারেক হামসিক। সিরিআ লিগে নাপোলির হয়ে সর্বোচ্চ গোল করায় তাকে এ উপহার দেন ম্যারাডোনা।

প্রসঙ্গত, গত সপ্তাহে ক্রোটোনের বিপক্ষে শুক্রবার ১-০ গোলের জয়ের ম্যাচটিতে টেবিলের শীর্ষে থাকা নাপোলির হয়ে ক্যারিয়ারের ১১৭তম গোলটি করেন হামসিক। 


আর তাতেই ম্যারাডোনার দীর্ঘদিনের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙেন নাপোলির এই অধিনায়ক।


এ ব্যাপারে স্তাদিও এজিও শিডাতে ম্যাচের আগে স্কাই স্পোর্ট ইতালিয়াকে ৩০ বছর বয়সী এই স্লোভাকিয়ান বলেছেন, ‘ম্যারাডোনার রেকর্ডকে ছাড়িয়ে যাওয়া অসাধারণ একটি অর্জন। 


কিন্তু এখন গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিটি ম্যাচে জয়লাভ করে পূর্ণ তিন পয়েন্ট ছিনিয়ে নেয়া। ম্যারাডোনা আমাকে উপহার দিয়েছেন, কিন্তু সেটা কি তা বলা যাবেনা।’

ইতালিয়ান টেবিলে এ পর্যন্ত ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে নাপোলি।

Krishna Shroff goes topless again to set the MOOD on Instagram! Tiger Shroff's sister is bold n beautiful or publicity stunt
'জ্যাকিশ্রফ কন্যা 'কৃষ্ণাশ্রফের' (Krishna Shroff)বলিউডে অভিষেক হয়নি এখনও। তবে নতুন বছরেই বলিউডে পা রাখার কথা রয়েছে তার।

তবে তার আগেই বেশ কয়েকবার ব্যাপক খোলামেলা হয়ে ক্যামেরাবন্দি হয়ে আলোচনায় এসেছেন তিনি। আর সেই সুর ধরেই চলতি বছরের শেষে নেটদুনিয়ায় আবারও উষ্ণতা ছড়ালেন এ গ্ল্যামারাস কন্যা।

তবে এবার ঘটনাটা একটু ভিন্ন। এবার কৃষ্ণাশ্রফে কেবল খোলামেলা নয়, বরং একেবারে নগ্ন হয়েই পোজ দিয়েছেন। বিছানায় শুয়ে তার নগ্ন পোজ দেয়া ছবি সামনে এসেছে। 


আর নেটদুনিয়ায় তা ইতোমধ্যে ভাইরালও হয়ে গেছে।


এ নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকেই বলেছেন জ্যাকিশ্রফ কন্যার এমন আচরণ একেবারেই মানানসই নয়।

আবার অনেকে বলছেন বলিউডে পা দেয়ার আগে আলোচনায় আসার জন্যই এ কাজ করেছেন কৃষ্ণা। '

Glamour model spends £30k on plastic surgery to look like a blow-up SEX DOLL
'নারীদের সুপার ওয়েম্যান-সেক্স বম্ব হওয়ার সাধের কথা প্রায়ই শোনা যায়। কিন্তু মডেল ভিক্টোরিয়া ওয়াইল্ডের ইচ্ছেটাই ছিল অন্যরকম। এই মডেল তার শরীরটাকে 'সেক্স ডল' আকৃতির মতো করতে চেয়েছিলেন।

 এমন ইচ্ছায় সফলও হয়েছেন তিনি। তবে এজন্য সময় ও অর্থ দুটাই ব্যয় করতে হয়েছে তাকে। জনপ্রিয় এক মার্কিন ওয়েবসাইট সূত্রে এই খবর মিলেছে।


সেক্স ডলের আকৃতি পেতে ভিক্টোরিয়া কয়েক বছর ব্যয় করেছেন। সেই সঙ্গে প্লাস্টিক সার্জারি বাবদ খরচ করেছেন ৩০ হাজার পাউন্ড। 


তবে কেন তিনি এ কাজ করেছেন এ ব্যাপারে কারুর কোনও আন্দাজ না থাকলেও তিনি কিন্তু খুব খুশি! কারণ রাস্তায় বের হলেই যে লোকজন তার দিকে লোলুপ ও স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকছে।

এমনটাই তিনি চেয়েছিলেন। একথা ভিক্টোরিয়া নিজেই জানিয়েছেন।

ওয়েবসাইটে তিনি বলেন, বিম্বো ডলের মত লুক-ব্যবহার পেতে কে না চায়? এটায় চরম সেক্সি লুক রয়েছে।

ভিক্টোরিয়া আরও বলেন, লোকজন রাস্তায় আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। যেভাবে আমি মানুষের চোখে নিজেকে দেখতে চাই, আমি সে রকম লুকই পেয়েছি।

উল্লেখ্য, মার্কিন মুলুকে এক ধরনের পুতুলকে বিম্বো ডল বলা হয়।'

Daughter freezes to death in locked chamber
মেয়ে মানসিক ভারম্যহীন। তাই তাকে ঘরেই আটকে রাখতেন বাবা-মা। গত ১৫ বছর বাড়ির বাইরে বের হতে দেননি তারা।

আর তাই কাল হয়ে দাঁড়াল। শেষ পর্যন্ত মৃত্যু হয়েছে সেই যুবতীর। ঘটনাটি ঘটেছে জাপানের টোকিও শহরে। 


খবর অনুযায়ী, সেই যুবতীর নাম আইরি। তার বাবা ইয়াসাতুকা কাকিমোতো এবং মা ইউকারিকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের দাবি, আইরি মানসিকভাবে অসুস্থ ছিলেন।

হিংস্র আচরণ করতেন। সে কারণেই ১৫-১৬ বছর বয়স থেকে তাঁকে ঘরে আটকে রাখতেন বাবা-মা। দিনে মাত্র ১ বার খাবার পেতেন আইরি। 


বছরের পর বছর বাইরের আলো-হাওয়া থেকে দূরে থাকার ফলে অসুস্থ হয়ে পড়েছিলেন আইরি। বিভিন্ন রোগ ও অপুষ্টির কারণে তার ওজন কমে ১৯ কেজি হয়ে গিয়েছিল। শেষে অতিরিক্ত ঠান্ডা লেগে তার মৃত্যু হয়।

আইরির মৃত্যু হওয়ার পর প্রথমে বেআইনিভাবে দেহ লোপাটের চেষ্টার অভিযোগে তার বাবা-মাকে গ্রেফতার করে পুলিশ। 


পরে তদন্তে জানা যায়, ইচ্ছের বিরুদ্ধেই সেই ঘরে আটকে রাখা হত আইরিকে। তাই আইরির বাবা-মার বিরুদ্ধে আরও জোরদার মামলা করার পরিকল্পনা করেছে টোকিও পুলিশ।

CT man pleads guilty to having sex with dead girlfriend

মৃত প্রেমিকের সঙ্গে যৌনতায়  লিপ্ত হলেন প্রেমিক। তার উদ্দেশ্য, বেঁচে উঠবেন তার প্রেমিকা। শেষ পর্যন্ত যখন তেমন কিছুই ঘটেনি, তখন তিনি ভয় পেয়ে প্রতিবেশীকে ডাকেন। 


এরপর পুলিশ এসে তাকে আটক করে।


জানা যাচ্ছে, সেই যুবকের নাম অ্যারন গ্রেসার। মার্কিন আমেরিকার কানেক্টিকাটের বাসিন্দা ৩৯ বছরের অ্যারন জানিয়েছেন, তার বান্ধবী তার সঙ্গে মিলিত হতে মোটেই পছন্দ করতেন না। তাই অ্যারনের ধারণা হয়েছিল, মিলিত হতে গেলেই জেগে উঠবেন সদ্যমৃত বান্ধবী।

অ্যারনের দাবি, মৃত্যুর পরে তার প্রেমিকার শরীর থেকে অদ্ভুত শব্দ আসছিল। তার মনে হয়েছিল হয়তো দৈহিক মিলন করলে তিনি বেঁচে উঠবেন। ময়না তদন্তের পরে অ্যারনের বান্ধবীর শরীর থেকে নানা রকম মাদক পাওয়া গিয়েছে।

অতিরিক্ত মাদক সেবনের ফলেই তার মৃত্যু হয়েছে। আপাতত অ্যারন শ্রীঘরে। ১ বছরের জন্য তাকে হাজতবাসের সাজা শুনিয়েছে পুলিশ। 

Fans in Kochi leave Sunny Leone
ফোনে‌ নোংরা ম্যাসেজ পেয়েছে সানি লিওন। আর কেউ নয়, সেই ম্যাসেজ সানিকে পাঠিয়েছিলেন তারই গাড়ির চালক। তবে এই ঘটনা নাকি ভুল করেই করে ঘটিয়ে ফেলেছিলেন সেই চালক।

এমনটাই জানালেন সানি লিওন নিজেই। 


এই প্রসঙ্গে সানি বলেন, ‘‌পরে গাড়ির চালক অত্যন্ত লজ্জিত হয়ে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন।’ তবে মেসেজে কী লেখা ছিল সেটা জানাননি সানি।

তিনি বলেছেন, ‘‌অনেকেই ঘনিষ্ঠ মহলে বা বন্ধুদের মধ্যে আদিরসাত্মক কথা এবং ম্যাসেজ আদান প্রদান করে থাকেন। আমি এটাকে দোষণীয় বলে মনে করি না, যতক্ষণ না  এই ধরনের রসিকতা কাউকে ব্যক্তি আক্রমণ করে বা বিব্রত করার জন্য করা হয়।

 স্মার্টফোনের যুগে আমরা সকলেই জানি, কী ধরনের ছবি, ভিডিও বা চুটকি চালাচালি হয়। কেউ ভুল করে কাউকে ফরওয়ার্ড করে ফেলতেই পারেন।’‌

সানির মতে, অনেকেই হয়তো এধরনের ম্যাসেজ দেখা মাত্র রেগে যেতেন। কিন্তু সানি ঠান্ডা মাথায় বিষয়টি নিয়ে চিন্তা করেন। 


তিনি বলেন, ‘‌আমি আমার চালককে দীর্ঘদিন ধরে চিনি। জানি, উনি আমাকে বিব্রত করার জন্য এমন ম্যাসেজ পাঠাবেন না। পরে তিনি নিজের থেকে এসে ক্ষমা চাওয়ায় আমি ভুলটা বুঝতে পারি।’‌

Just over three weeks after a pregnant woman was held at knife-point by her ride-sharing driver, another similar crime has taken place in the same
দক্ষিণ-পশ্চিম দিল্লির পালাম এলাকার এবার বৃদ্ধের লালসার শিকার দুই নাবালিকা। জানা গেছে, রবিবার দিল্লির পালাম এলাকায় খেলছিল ক্লাস ফাইভ এবং ক্লাস নাইনের দুই ছাত্রী।

 এসময় তাদের মিষ্টি দেয়ার নাম করে ডেকে নিয়ে যান বছর ৬০-এর এক বৃদ্ধ।

পরে নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাদের উপর অত্যাচার করা হয় বলে অভিযোগ উঠেছে। ওই সময় আচমকাই কাঁদতে শুরু করে ক্লাস ফাইভের ওই ছাত্রী।

 তার জন্য ২ পড়ুয়াকে ৫ টাকা করে হাতে ধরিয়ে দেয় ওই বৃদ্ধ। কিন্তু, ক্লাস ফাইভের ওই ছাত্রীর কান্না বন্ধ হয়নি।

এদিকে মেয়েকে কাঁদতে দেখে সন্দেহ হওয়ায়, তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তাদের মা। এরপরই সামনে আসে বছর ষাটের ওই বৃদ্ধের কাণ্ড। শুধু তাই নয়, ওই দু’জনের গোপনাঙ্গে আঘাতের চিহ্নও চোখে পড়ে বলে খবরে জানা গেছে।

এরপর ডাক্তারি পরীক্ষার জন্য ওই দু’জনকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।

সূত্র: জি নিউজ

News Sussex happy for Mustafizur to have a break
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএর) ১১তম আসরে প্রতিটি দলকে তিনজন দেশি ও দুইজন বিদেশি প্লেয়ার ধরে রাখার আদেশ দিয়েছে কর্তৃপক্ষ। তাই বেশ বেগ পোহাতে হবে প্রতিটি দলকে।

নিয়মের মারপ্যাঁচে পড়ে বিপাকে দলগুলো। কারণ কাকে রেখে কাকে বাদ দেবে সেই চিন্তা বিভোর সবাই।

কঠিন এই নিয়মের বলি হচ্ছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএলের এই পর্যন্ত দুটি আসর খেলেছেন কাটার মাস্টার। কিন্তু ২য় আসরের তেমন একটা পারফর্ম করতে না পারলেও ১ম আসরে তিনি ঠিকেই দেখিয়েছেন নিজের বোলিং কারিশমা। ১ম আসরে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন তিনি। ৬.৯০ গড় ছিল তার।

নতুন নিয়ম অনুযায়ী পেসার হিসাবে ভারতের ভুবনেশ্বর কুমারকে রেখে দিয়েছে হায়দ্রাবাদ। দলের আরেক গুরুত্বপূর্ণ পেসার আশীষ নেহেরা অবসরে। বাকি এখন শুধু মোস্তাফিজ।

 এছাড়া আইপিএলে নবম অাসরে হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর তিনি। 

আর সেই হিসেবে হায়দ্রাবাদে মোস্তাফিজের অবস্থান করার জন্য দুইটি সুযোগ। একটি হচ্ছে অভিজ্ঞ আশীষ নেহরার ফিল আপ কখনোই ভুবি একা করতে পারবে না।

তাই হায়দ্রাবাদ নিলামের প্রতি রিক্স না নিয়ে মোস্তাফিজের উপর ভরসা রাখতে পারে। 

দ্বিতীয় পয়েন্ট হচ্ছে- হায়দ্রাবাদ গত ২ আসরে বিদেশি বোলারদের নিয়ে সফল, আর সেইখানে রশিদ খান অথবা মোস্তাফিজ। দু'জনের মধ্যে একজনকে নিতেই হবে হায়দ্রাবাদকে। সেই হিসেবে মোস্তাফিজের উপর ভরসা রাখতেই পারে হায়দ্রাবাদ। কেননা রশিদ খানের চেয়ে মোস্তাফিজের অভিজ্ঞতা হায়দ্রাবাদে বেশি।

How Lady Superstar Nayanthara helped nab a cell phone thief
নয়নতারা, ভারতের তামিল সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী। এবার সেই নয়নতারা 'প্রেমের ফাঁদে' ফেলে এক দুর্ধর্ষ সন্ত্রাসীকে পাকড়াও করেছে স্থানীয় বিহার পুলিশ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দেশটির জনতা পার্টির (বিজেপি) নেতা সঞ্জয় কুমারের একটি ফোন চুরি হয়। সেই মামলার দায়িত্ব পড়ে বিহারের পুলিশ মধুবালা দেবীর কাছে।

পরবর্তী সময়ে কল রেকর্ড খুঁজে দেখা যায় ফোনটি ব্যবহার করছে এক বড় সন্ত্রাসী। তাকে ধরতে ফন্দি আঁটেন মধুবালা।

 তার সঙ্গে মিথ্যা প্রেমের সম্পর্ক গড়ার চেষ্টা করেন। শুরুতে পাত্তা না দিলেও কয়েকদিন পর ঠিকই ফাঁদে পা দেয় ওই সন্ত্রাসী। এরপর তাদের নিয়মিত যোগাযোগ হতে থাকে।

এক সময় ছবি দেখতে চাইলে সন্ত্রাসীর কাছে মধুবালা অভিনেত্রী নয়নতারার ছবি পাঠিয়ে দেন। এরপর তাদের দেখা হয়। এ সময় বোরকা পরে গিয়েছিলেন মধুবালা। সে কারণে তাকে চিনতে পারেনি সেই সন্ত্রাসী। তখন পুলিশ তাকে সহজেই আটক করে।

মধুবালা জানান, ‘ছবি দেখে সে আনন্দে পাগল হয়ে যায় এবং আমার সঙ্গে দেখা করতে চায়। পরে যখন সে জায়গা মতো পৌঁছায় অন্যান্য পুলিশের সহযোগিতায় আমরা তাকে গ্রেফতার করি।’

পুলিশের কাছে পরবর্তীতে অপরাধ স্বীকার করে সন্ত্রাসী জানায়, অন্য এক চোরের কাছ থেকে সাড়ে চার হাজার রুপিতে ফোনটি কিনেছিল সে। তার দেয়া তথ্য অনুযায়ী ওই চোরকেও আটক করে পুলিশ। মধুবালা দেবীর জন্য পুরস্কার ঘোষণা করেছে বিহার পুলিশ বিভাগ।

The project called "The Wrong Turn" appeared in his online portfolio in recent days before being taken down
সংগৃহীত
টিভিতে সুযোগ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক মডেলকে "গণধর্ষণের" অভিযোগ উঠল তিন ব্যক্তির বিরুদ্ধে। গত ২৫ ডিসেম্বর দিল্লির সরোজিনী নগরীতে এ ঘটনা ঘটে।

২৬ ডিসেম্বর ওই মডেল পুলিশের কাছে বিষয়টি জানিয়ে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত ওই তিন জনকে বুধবার গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই মডেল বিহারের বাসিন্দা। দিল্লিতে কাজের খোঁজে এসেছিলেন। তখনই আলাপ হয় অভিযুক্ত তিন জনের সঙ্গে।

নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, গত ১৫-২০ দিন আগে মুম্বাইয়ের এক টেলিভিশন ডিরেক্টরের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় ওই তিন জন।

তাদের সঙ্গে দেখা করতে একটি শপিং মলে আসতে বলা হয় ওই মডেলকে। সেই মতো গত ২৫ ডিসেম্বর দিল্লির একটি শপিং মলে ওই তিন ব্যক্তির সঙ্গে দেখা করেন তিনি। অভিযোগ, সেখান থেকে তাকে একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ওই তিন অভিযুক্ত।

A newly-discovered asteroid the size of a bus will fly past Earth at a distance close enough to be considered a near miss by astronomers
পৃথিবীর দিকে ঘন্টায় ৩৪ হাজার কিলোমিটার বেগে ধেয়ে আসছে একটি গ্রহাণু৷ আজ বৃহস্পতিবার রাতেই পৃথিবীর উপরে এটি আছড়ে পড়তে পারে৷ বিজ্ঞানীরা জানাচ্ছেন, এটি পৃথিবীর সবচেয়ে কাছে আসতে চলেছে আজই৷

বিজ্ঞানীদের মতে, এই বিশেষ গ্রহাণুটির নাম ২০১৭ YZ4৷ বড়দিনের দিন এটি প্রথম পৃথিবীর খুব কাছে আসে৷ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় ২লক্ষ ২৪ হাজার কিলোমিটার৷ সেই একই দূরত্বে চলে এসেছিল গ্রহাণুটিও৷ বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই বিশেষ গ্রহাণুটি ১৫ মিটার চওড়া৷

 আজ রাতে এটি পৃথিবীর সবচেয়ে কাছে আসবে৷ নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, এটি পৃথিবীর পক্ষে বেশ বিপজ্জনক হতে পারে৷ যদি এটি নির্ধারিত দূরত্ব পেরিয়ে আরও কাছে এসে যায় পৃথিবীর৷

বিজ্ঞানীরা আরো জানাচ্ছেন, যদি পৃথিবী এবং গ্রহাণুটির মধ্যেকার দূরত্ব ৭ লক্ষ ৪০ হাজার ৩০০ কিলোমিটারের কাছাকাছি চলে আসে তাহলে তা যেকোন মুহূর্তে পৃথিবীর উপরে আঘাত আনতে পারে৷

আরিজনাতে মাউন্ট লেমন সার্ভে পরীক্ষা কেন্দ্রে প্রথম ধরা পরে এই গ্রহাণুর ছবি৷ এই নিয়ে ৫২তম বার এটি পৃথিবীর এত কাছে আসতে চলেছে৷ পৃথিবীর আশেপাশে মোট ১৭হাজার ৩৮৯টি গ্রহাণু ঘোরাফেরা করছে বলে জানাচ্ছেন নাসার বিজ্ঞানীরা৷

এই বছর মাত্র ১৯৮৫টি নয়া গ্রহাণুর আবিষ্কার করতে পেরেছেন বিজ্ঞানীরা৷ গত বছর ১৮৮৮টি গ্রহাণু এবং ২০১৫ সালে ১৫৭১টি গ্রহাণুর আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা৷ পৃথিবী থেকে ৬ মিলিয়ন মাইল দূরত্বের মধ্যে কোন গ্রহাণু থাকলেই তা পৃথিবীর কাছের গ্রহাণু হিসেবে ধরা হয়৷

এর আগে নাসা জানিয়েছে, ২০৩৬ সালে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হতে চলেছে একটি গ্রহাণুর। তাতেই ধ্বংস হয়ে যেতে পারে মানব সভ্যতা। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, ওই গ্রহাণুটির নাম অ্যাপোফিস। ২০০৪ সালেই প্রথম নজরে পড়েছিল গ্রহাণুটি।

এরপর গত ১৭ বছর ধরেই গ্রহাণুটির দিকে নজর রাখছিলেন নাসার বিজ্ঞানীরা। আর শেষ পর্যন্ত তারা জানান, ২০৩৬ সালে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হবে গ্রহাণুটির। এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন ডুয়েন ব্রাউন নামে ওয়াশিংটন হেডকোয়ার্টারের এক কর্মকর্তা। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

Diabetes And Blood Sugar May Be Ruining Your Sex Life
খাদ্যাভ্যাস ও দৈহিক শক্তির মাঝে একটি নিবিড় সম্পর্ক রয়েছে। কখনো এটি শরীরকে চাঙ্গা করে তোলে। আবার এমন কিছু খাবার রয়েছে যা খেলে হিতে বিপরীত হয়।

সম্প্রতি দেখা গেছে, অধিকাংশ পুরুষই যৌন মিলনের আকাঙ্ক্ষা কম হওয়ার সমস্যায় ভুগে থাকেন। খাদ্যাভাসের মারাত্মক ক্ষতিকর প্রভাবের কারণেই পুরুষরা এ ধরনের সমস্যায় ভুগেন বলে দাবি করছে সাম্প্রতিক গবেষণা।

গবেষণায় দেখা যায়, খাদ্যাভাস লিবিডোতে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যখন বয়স বাড়তে থাকে তখন এই ক্ষতিকর প্রভাব পড়ার সম্ভাবনা বেড়ে যায়।

তাই যেসব খাবার দৈহিক শক্তি কমিয়ে দেয় বা এই ক্ষমতা নষ্ট করে সেগুলো খাবারের তালিকা থেকে বাদ দেওয়াই ভালো। জেনে নিন এমন পাঁচটি খাবারের নাম-

১.অ্যালকোহল :


অ্যালকোহল স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। শরীর দুর্বল করে, চেহারা-সুরতেও ফেলে বাজে ছাপ। এছাড়া দৈহিক শক্তিতেও মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। আর তাছাড়া অ্যালকোহল আর রিচ ফুড সবসময় আপনাকে তন্দ্রাচ্ছন্ন করে রাখে, ফলে আপনি মিলনের ব্যাপারে আর উৎসাহ বোধ করেন না।

২.সয়া:


সয়াবিন থেকে তৈরি বেশিরভাগ পণ্যই সাইটোয়েস্ট্রোজেন নামে একটি রাসায়নিক পদার্থ থাকে। এটি পুরুষ ও নারীর দেহে হরমোনের ভারসাম্যে বিরূপ প্রভাব ফেলে।

একটি গবেষণায় দেখা গেছে, বিশ্বব্যাপী যারা সয়া পণ্য ভোগ করে তাদের মধ্যে মিলনের আগ্রহ কম। তাই যেসব পুরুষ সন্তান গ্রহণের কথা ভাবছেন তারা খাদ্য তালিকা থেকে সয়া একদম বাদ দিয়ে দিন। কারণ সয়া শুক্রাণুর পরিমাণও কমিয়ে দেয়।

৩.পুদিনা পাতা:


সুগন্ধির জন্য পুদিনা পাতা অনেক বেশি জনপ্রিয়। কিন্তু এটি মোটেও ভালো নয়। এটি শরীরিক উদ্দীপনা সৃষ্টিকারী হরমোন টেসটোসটের মাত্রা কমিয়ে দেয় যা শরীরকে ঠাণ্ডা করে দেয় এবং আগ্রহ কমিয়ে দেয়।

তাই সুগন্ধির জন্য পুদিনা বাদ দিয়ে আদা খাওয়ার অভ্যাস করা যেতে পারে। আদা অনেক ভালো।

৪.কফি :

কফি আপনার শরীরিক সম্পর্কের ইচ্ছা বাড়ানোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কফিতে যে ক্যাফেইন থাকে তা আপনার মুড কার্যকর রাখে। তবে অতিমাত্রায় কফি খেলে হতে পারে বিপত্তি! এটি মূত্রথলির ক্ষতি করে এবং যৌন ও থাইরয়েড হরমোন ভারসাম্যহীনতা তৈরি করে।

৫.পনির :

গরুর দুধ থেকে তৈরি পনির এখন সুপার মার্কেটে খুবই সহজলভ্য। পনির ছাড়া অনেকের নাশতাই যেন জমে না। পনিরকে হরমোন ও অ্যান্টিবডি তৈরির কৃত্রিম উৎসও মনে করা হয়।
তবে বেশি মাত্রায় পনির খেলে শরীরে এস্ট্রোজেন-জাতীয় পদার্থের নিঃসরণ হয়, যা মানুষের যৌন আকর্ষণ কমিয়ে দেয়। এমনকি এর প্রভাবে দৈহিক শক্তি লোপ পেতেও পারে।

The four men allegedly raped the widow near a railway yard in the Kapa area
প্রেমিকের উপর ভরসা করে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু, সে ভরসার দাম যে এভাবে মেটাতে হবে তা ভাবতেও পারেননি বছর চব্বিশের তরুণী। প্রথমে সেই প্রেমিকের কাছে ধর্ষণ। তারপর তিন 'উদ্ধারকারীর' কাছে গণধর্ষণের শিকার হতে হল তাকে।

পুলিশের কাছে এমন অভিযোগই করেছেন ওই তরুণী। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চার জনকেই গ্রেফতার করা হয়েছে। ভারতের ছত্তিশগড়ের রায়পুরের ঘটনা।

ঘটনার তদন্তকারী এক কর্মকর্তা জানিয়েছেন, ওই তরুণী রায়পুরের একটি স্থানীয় হোটেল কাজ করেন। সুরেশ সাহু নামে বছর চব্বিশের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়।

পুলিশের কছে ওই তরুণী দাবি করেন, গত শনিবার সুরেশ তাকে কাপা এলাকার একটি রেল ইয়ার্ডে দেখা করতে বলেন। এরপর সেখানেই তাকে ধর্ষণ করেন প্রেমিক। ওই তরুণীর চিৎকারে ঘটনাস্থলে আসেন তিন যুবক। ওই তিন জনের কাছে সাহায্য চান তিনি।

তরুণীর দাবি, এর পরেই সুরেশকে হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন তারা। কিন্তু তাকে উদ্ধারের পরিবর্তে গণধর্ষণ করে ওই তিন জন। ওই তরুণীর আরও দাবি করেন, ঘটনার কথা জানালে তার ফল ভালো হবে না বলে রীতিমতো হুমকিও দেয় হয়।

ঘটনার পরের দিন পঁডরি থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তার অভিযোগের ভিত্তিতে সুরেশ সাহু, হরীশ চন্দ্রশেখর, ত্রিনাথ মহানন্দ ও বিনয় যাদব নামে চার যুবককে গ্রেফতার করা হয়েছে বলে বুধবার জানিয়েছে পুলিশ।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই চার জনেরই বয়স চব্বিশ-পঁচিশের মধ্যে। চারজনের বিরুদ্ধেই ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।সূত্র: আনন্দবাজার।

South Sudan Teen, Anok Yai Becomes A Viral Sensation
ফ্যাশন জগতে সাদা চামড়ার জয়জয়কার হলেও এখন কালোর মাঝেও অদেখা সৌন্দর্য তুলে ধরতে চান অনেকে। তবুও নাওমি ক্যাম্পবেলের ভাগ্য আর কয়জনের কপালে ফেরে।

 এদের ভিড়ে সুদানের "আনোক ইয়াই" (Anok Yai)এর কথা না বললেই নয়।

আনোক ইয়াই। সুদানের বাসিন্দা ১৯ বছর বয়সী এই তরুণীকে ভালবেসে মানুষ নাম দিয়েছে কৃষ্ণ সুন্দরী। রূপকথার মতো এই সুন্দরী রাতারাতি বনে গেছেন বিশ্ব তারকা। নজড় কেড়েছেন আন্তর্জাতিক র‍্যাম্প মডেল হিসেবে। কিন্ত তার দৈনন্দিন আয়ের হিসেব শোনার পর চোখ কপালে উঠার মতো।

এমনিতেই ইনস্টাগ্রামে তার ছবিগুলো অসংখ্য ফলোয়ার এনে দিয়েছে। এবার বিশ্বের সব নামিদামি ফ্যাশন ব্র্যান্ডগুলো নতুন আবিষ্কৃত এই কৃষ্ণ সুন্দরীকে মডেল হিসেবে পেতে চায়।

আসলে ওয়াশিংটনের হাওয়ার্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসে ১৯ বছর বয়সী এই তরুণীর ছবি তোলেন এক ফটোগ্রাফার। এটা ইনস্টাগ্রামে দেওয়ার পরই মডেলিংয়ের প্রস্তাব আসে তার।

 সেই উত্থান, আর পিছে ফিরে তাকাতে হয়নি।

এখন আনোক একের পর এক ফটোশুটে পোজ দিচ্ছেন। আর প্রতিঘণ্টার জন্যে তার পারিশ্রমিক ১৫ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১২ লাখ টাকা! অর্থাৎ, সাধারণ কর্মদিবসের হিসেবে যদি তিনি দিনে ৮ ঘণ্টা এ কাজে সময় দেন তো প্রতিদিনের আয় প্রায় কোটি টাকার সমান!

Post to your Instagram account from your desktop

বর্তমান এই প্রযুক্তি নির্ভর যুগে মানুষের জীবন অনেকটাই সহজ করে দিয়েছে গুগল। এটি এমন একটা টুল যা প্রায় সর্বজ্ঞানের ভাণ্ডার হয়ে দাঁড়িয়েছে।

 কোনো প্রশ্নের উত্তর পাচ্ছেন না, তখনই যদি আপনি  করেন তাহলে সেই প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায়। আবার এক্ষেত্রে এমন অনেক প্রশ্নই আছে যা সবাইকে জিজ্ঞাস করা যায় না কিংবা প্রয়োজন হয় না। তখন গুগলই হতে পারে সেরা বন্ধু।

তবে জানেন কি নারীরা গোপনে গুগলে কী বেশি সার্চ করেন? সম্প্রতি এক গবেষণায় সে তথ্যই উঠে এসেছে।

১. ফর্সা ত্বক পাব কীভাবে?

উত্তর: নারীরা প্রায়ই ত্বক ফর্সা করার জন্য প্রচুর পরিমাণে কসমেটিকস কেনেন। যেমন, পাউডার, ফাউন্ডেশন এবং আরো নানা ধরনের প্রসাধনী কেনেন। কিন্তু ত্বক ফর্সা হওয়ার জন্য স্বাস্থ্যকর জীবন যাপনই মূল চাবিকাঠি। এজন্য প্রচুর পরিমাণে পানি খেতে হবে, ফল ও জুস খেতে হবে, ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস মেনে চলতে হবে এবং শরীর চর্চা করতে হবে। এর পাশাপাশি পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত ঘরোয়া দাওয়াই ব্যবহার করা যেতে পারে।

২. দেহের অবাঞ্ছিত লোম অপসারণে নিরাপদ উপায় কোনটি?

উত্তর: দেহের লোম অপসারণের আছে একাধিক উপায়। আপনি কোন উপায়টি ব্যবহার করবেন তা নির্ভর করছে আপনার ত্বকের ধরন এবং লোম গজানোর তীব্রতার ওপর। চোখের ভ্রুর জন্য থ্রেডিং এবং টোয়েকিং ভালো কাজ করে। হাত বা পায়ের জন্য ওয়াক্সিং সবচেয়ে ভালো পদ্ধতি। আর আপনি যদি লেজার হেয়াল রিমুভাল পদ্ধতি ব্যবহার করতে চান তাহলে অভিজ্ঞ কোনো কসমেটিক সার্জনের সঙ্গে যোগাযোগ করুন।

৩. চুল কীভাবে দ্রুত গজানো যায়?

উত্তর: সারাদিন চুলের সঙ্গে নিষ্ঠুর সব আচরণ করে দিনশেষে এসে চুল কীভাবে দ্রুত গজানো সম্ভব তা নিয়ে গুগলে সার্চ করার কোনো মানে হয় না। চুল দ্রুত গজাতে চাইলে চুলকে ভালো যথেষ্ট পরিমাণে পুষ্টি সরবরাহ করতে হবে এবং প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করতে হবে।

আর চুল দ্রুত গজানোর কোনো পদ্ধতি ব্যবহার করার সময় আপনাকে ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে। একদিনেই এর কোনো সমাধান সম্ভব নয়। অনেকে আবার এসময় চুল ছাটা বন্ধ করে দেন। কিন্তু সময় মতো চুল ছাটা হলে তা চুলের বৃদ্ধিতে বরং আরো সহায়ক হয়।

৪. চোখের নিচের ফোলাভাব দূর করব কীভাবে?

উত্তর: শসা ও আলুর ফালি এবং আইস বা ঘুমের রুটিন বদলে আপনি আইব্যাগ বা চোখের ফোলাভাব থেকে মুক্ত হতে পারেন। তবে কর্কশ কিছু ব্যবহার করবেন না। কারণ তা আপনার চোখের দৃষ্টির ক্ষতি করতে পারে। আর তাতেও যদি আইব্যাগ দূর না হয় তাহলে একজন ত্বক বিশেষজ্ঞর সঙ্গে যোগাযোগ করুন।

৫. ট্যাটু কি ত্বকের জন্য ক্ষতিকর?

উত্তর: সবার জন্য যে ট্যাটু ক্ষতিকর এমন নয়। তবে যারা স্থায়ী ট্যাটু এঁকেছেন তাদের অনেকেই অভিযোগ করেছেন, এর ফলে তাদের ত্বকের সমস্যা বেড়েছে। অর্থাৎ ট্যাটুতে ঝুঁকি আছে। সুতরাং আপনি যদি পুরোপুরি নিরাপদ থাকতে চান তাহলে ট্যাটু না করানোই ভালো। আর যদি ট্যাটু করাতেই হয় তাহলে ভালো কোনো পার্লার এবং ভালো কোনো শিল্পীকে দিয়ে তা করান।

সূত্র: বোল্ডস্কাই

Madhuri Dixit Was Forced To Do A Rape Scene, Twitter Stands With The Actress
সস্তা জনপ্রিয়তা পেতে অনেক সময়েই সিনেমায় ধর্ষণ দৃশ্য জুড়ে দেওয়া হয়। অভিনেত্রী সেই দৃশ্য শ্যুট করতে না চাইলেও তাকে ছাড়া হয় না।

তিন দশক আগে এমনই পরিস্থিতির শিকার হয়েছিলেন "মাধুরী দীক্ষিত"।

বাপুর পরিচালনায় একটি সিনেমার শ্যুটিং চলছিল। একটি দৃশ্য ছিল মাধুরীকে ধর্ষণ করবেন সিনেমার খলনায়ক রঞ্জিত। সেই দৃশ্যে অভিনয় করতে চাননি মাধুরী।

পরিচালক জোর দিয়ে বলেছিলেন, 'ধর্ষণ দৃশ্য তো থাকবেই' (‌রেপ সিন তো হোগা)‌।‌ পরে সেই দৃশ্য তোলাও হয়।

পরিচালক থেকে ক্রু- সকলেই শ্যুটিংয়ের পরে হাততালি দিয়ে ওঠেন। মাধুরী কথা বলার মতো অবস্থায় ছিলেন না। সেই অভিজ্ঞতার কথাই সম্প্রতি একটি রেডিও চ্যানেলে বর্ণনা করছিলেন অন্নু কাপুর। আর অনুর কথা বলার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের একটি সংবাদপত্র।

সংবাদপত্রের মতে, ঘটনার বর্ণনা রসিয়ে রসিয়ে করেছেন অভিনেতা অন্নু। তাতে নারীদের সম্মানহানি হয়েছে। এতটাই যে 'রেপ সিন তো হোগা' মন্তব্যের পরে ক্যাবের ড্রাইভার হেসে ওঠেন।

কাজমি বলেছেন, তার সহযাত্রী অস্বস্তিতে পড়লে সে কথা চালককে জানান। চালক না হাসার কোনও কারণ দেখেননি। বরং 'রেপ সিন তো হোগা' বলে আবার হেসে ওঠেন।

 স্ত্রীর উপস্থিতিতেই কলগার্ল নিয়ে ফূর্তি বিশ্ববিদ্যালয় শিক্ষকের
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনসহ নানা অভিযোগ করেছেন তার স্ত্রী মোছা. জান্নাত আরা ফেরদৌস।

মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। জান্নাত আরা ফেরদৌস যশোর সরকারি এমএম কলেজের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে তিনি বলেন, ২০১৫ সালের ২৭ মার্চ খুবির গণিত ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামানের সঙ্গে পারিবারিক ও আনুষ্ঠানিকতার সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের পর খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় তোলা হয়।

সেখানে মাস চারেক ভালোভাবে সংসার চলে। তারপর শুরু হয় অশান্তি। তার রুক্ষ ও কর্কশ ব্যবহার, কৃপণতা এবং সব ব্যাপারে লুকোছাপা ভাব সত্ত্বেও আমি তার সাথে মানিয়ে চলার চেষ্টা করি।

বিয়ের আগে তার শিক্ষক এবং এই বিয়ের প্রস্তাবক ও ঘটক খুবির গণিত বিভাগের অধ্যাপক (বর্তমানে বরখাস্তকৃত) মো. শরীফ উদ্দিনের আশ্বাসে জান্নাতের মা-বাবা রাজি হন। তার আগ্রহের কারণে সব কিছু বিবেচনা করে বিয়ে হয়।

জান্নাত বলেন, এ অবস্থায় দু’মাস পর তার ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে তার গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুরে আমাকে নিয়ে যায়। শ্বশুরালয়ে গিয়ে আমি কঠিন বাস্তবতার মুখোমুখি হই। আমার মুদি দোকানি শ্বশুর যৌতুকলোভী।

ছোট ছেলের শ্বশুর বাড়ি থেকে বিয়ের আগেই তার ঘর ফার্নিচার দিয়ে সাজিয়ে দেয়ার প্রতি ইঙ্গিত করে আমার শ্বশুর বলেন, এই বউ কেন খালি হাতে এসেছে? শাশুড়িসহ পরিবারের অন্যরাও নানান কটূকথা বলতে থাকে।

ওয়াহিদুজ্জামানের স্ত্রী বলেন, কোনরকম দেনা-পাওনা ছাড়াই আমার বিয়ের কথা হওয়ায় এবং তার স্কলারশিপ নিয়ে বিদেশ যাওয়ার কথা থাকায় আমরা সেভাবে চিন্তাও করিনি। অপমানজনক এ পরিস্থিতি থেকে আমার মা-বাবা ও অন্যান্য আত্মীয়স্বজন সেখানকার অনুষ্ঠান শেষ করে চলে আসেন।

তিনি বলেন, এরপর আমার স্বামী আমাকে গাজীপুর থেকে আমার বাবার বাড়ি যশোরে রেখে খুলনায় যায়। অনেক অনুরোধের পর আমাকে খুলনায় নিয়ে আসে। কিন্তু তার সবকিছুতে পরিবর্তন লক্ষ্য করি। আমার সঙ্গে অহেতুক কর্কশ ব্যবহার করতে থাকে।

 সাংসারিক প্রয়োজনে টাকা চাইলে বলে আমাকে তালাক দিয়ে দাও। আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না। এসব ঘটনা ঘটক অধ্যাপক শরীফ ভাইকে জানালে তিনি আমাকে সহ্য করা এবং চুপ থাকার উপদেশ দেন।

তিনি বলেন, ইতিমধ্যে আমি সন্তানসম্ভবা হই। এটা শোনার পর সে (স্বামী) ধীরে ধীরে দূরে চলে যেতে থাকে। এ অবস্থায় সে আমাকে বাবার বাড়ি অথবা শ্বশুর বাড়িতে চলে যেতে বলে।

 দীর্ঘ ভ্রমণে ডাক্তারের নিষেধ সত্ত্বেও শ্বশুর বাড়ির লোকজন গাজীপুর যাওয়ার জন্য চাপ দিতে থাকে। আমি যেতে অস্বীকৃতি জানালে সে আমার উপর শারীরিক-মানষিক নির্যাতন চালায়।

খুবি শিক্ষকের স্ত্রী বলেন, এরপর ঈদ উপলক্ষে আমি বাবার বাড়িতে চলে যাই। ঈদ শেষে ফিরে আসার জন্য যোগাযোগ করা হলে সে এড়িয়ে যেতে থাকে।

 এক পর্যায়ে আমি ফিরে এলে সে সেপারেশনের সুবিধার্থে বাচ্চা নষ্ট করার কথা বলে। কয়েকবার বাচ্চা নষ্ট করার জন্যে আমাকে আঘাতও করে।ওয়াহিদুজ্জামান বাজারের খরচ বন্ধ করে এবং কাজের মহিলাকে বিদায় করে সংসারের সব কাজ করতে বাধ্য করেন।

জান্নাত দাবি করেন, আমি বাসায় থাকা অবস্থায় সে (ওয়াহিদুজ্জামান) এবং অধ্যাপক শরীফ মিলে "কলগার্ল বাসায় এনে ফূর্তি করে"। এ কারণে অধ্যাপক শরীফ বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত হন।

তিনি বলেন, পরিস্থিতির এরকম পর্যায়ে বাবা-মা এসে আমাকে নিয়ে যান। এরপর সে আমার কোনো খোঁজ নিত না। সন্তান প্রসবের জন্য ক্লিনিকে ভর্তি হবার পর সে গেলেও বিল দিতে হয় আমার আত্মীয়দের।

খুবি শিক্ষকের স্ত্রী অভিযোগ করেন, কিছুদিন পর আমাকে সন্তানসহ গাজীপুরে নিয়ে একরকম আটকে রেখে নির্যাতন এবং যৌতুক দাবি করা হয়।

 পরে আমার পরীক্ষার জন্য খুলনা আসি। কিন্তু এসে প্রচণ্ড নির্যাতনের শিকার হতে হয়। অস্ট্রেলিয়া যাওয়ার জন্য সরাসরি ১০ লাখ টাকা দাবি করা হয়।

তিনি অভিযোগ করেন, অস্বীকৃতি জানালে সন্তানসহ আমাকে মেরে বাড়ি থেকে বের করে দেয়া হয়। আমি বাবার বাড়ি যেতে বাধ্য হই। পরে আমরা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তার ডিসিপ্লিন প্রধানের কাছে অভিযোগ করলে সে (স্বামী) একটি ভুয়া ডিভোর্স লেটার দেখায়।

 পরে আমরা আদালতে যাই। কোর্টে তার ডিভোর্স প্রমাণ না করতে পারায় আদালত আমাকে গত ১৩ সেপ্টেম্বর সুরক্ষা দিয়েছে। সেটা বানচাল করতে সে জজকোর্টে রিভিশন করেছে।

এই অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য সরকার, মানবাধিকার সংস্থা, মহিলা বিষয়ক মন্ত্রণালয় ও  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জান্নাত আরা ফেরদৌসের বড় বোন মাহফুজা খানম, ভাই হোজায়ফা আল মাহমুদ ও শিশুপুত্র জাবির জাওয়াদ।

তবে জান্নাতের স্বামী খুবির গণিত বিভাগের সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, যৌতুক দাবি করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কোনো নির্যাতন করিনি। বরং আমার উপর নির্যাতন হয়েছে। এ ব্যাপারে আমি গত বছরের ২১ অক্টোবর খুলনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। এছাড়া গত ২০ মার্চ তাকে আইনিভাবে তালাক দিয়েছি।

PM: Bangladesh Army is skilled and smarter now

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা মাথা উঁচু করে চলতে চাই। কারো কাছে হাত পেতে নয়।

বুধবার দুপুরে চট্টগ্রামের ভাটিয়ারিস্থ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৭৫তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি প্যারেডে প্রধান অতিথির ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী।

নতুন কমিশনপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ত্যাগের বিনিময়ে অর্জিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সজাগ ও সদাপ্রস্তুত থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘মনে রাখবে অনেক রক্ত আর ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। কাজেই এ দায়িত্ব পালনে তোমাদের সজাগ ও সদা প্রস্তুত থাকতে হবে। যাতে এই স্বাধীনতা নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আজকের দিনটি তোমাদের জীবনে অত্যন্ত আনন্দের এবং গুরুত্বপূর্ণ। আজ থেকে তোমাদের উপর ন্যাস্ত হচ্ছে দেশমাতৃকার মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই হবে তোমাদের জীবনের প্রথম ও প্রধান ব্রত।’

নতুন কমিশনপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের জনগণের পাশে থাকার এবং দেশ সেবার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তোমরা নিঃস্বার্থভাবে জনগণের পাশে থাকবে এবং দেশের সেবা করবে। উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি অনুগত এবং অধীনস্তদের প্রতি সহমর্মী হতে হবে তোমাদের। তোমাদের জন্য রইল আমার শুভকামনা।

সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মুহম্মদ শফিউল হক এবং বিএমএ কমান্ড্যান্ট মেজর জেনারেল সাইফুল আলম এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ,জাতীয় সংসদের সদস্যবৃন্দ, নৌবাহিনী প্রধান, সরকারের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, কূটনৈতিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, তোমাদের মনে রাখতে হবে, তোমরা এদেশের সন্তান। জনগণের অবিচ্ছেদ্য অংশ। তাই তোমাদের সকলকেই সাধারণ মানুষের সুখ-দুঃখ ও হাসি-কান্নার সমান অংশীদার হতে হবে। দাঁড়াতে হবে যে কোন দুর্যোগ ও দুঃসময়ে বিপন্ন মানুষের পাশে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্য আশ্রয়কেন্দ্র স্থাপন, সুশৃঙ্খলভাবে ত্রাণ বিতরণ এবং তাদের পরিচয়পত্র তৈরিতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী দুর্গম পার্বত্য এলাকায় সড়ক ও অবকাঠামো নির্মাণ, ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে মহাসড়ক, সেতু ও ফ্লাইওভার নির্মাণ, ভোটার তালিকা ও মেশিন রিডেবল পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও দক্ষতা দেখিয়েছে।

সরকার প্রধান বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের সেনাবাহিনীর জন্ম। স্বাধীন দেশের উপযোগী একটি শক্তিশালী এবং প্রশিক্ষিত সেনাবাহিনী গড়ে তোলার জন্য জাতির পিতা ১৯৭৪ সালে প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন।
বিভিন্ন সেনানিবাসের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি একটি বিশ্বমানের মিলিটারি একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন তিনি। ১৯৭৪ সালে কুমিল্লা সেনানিবাসে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির উদ্বোধন করেন।

১৯৭৫ সালের ১১ জানুয়ারি বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপন অনুষ্ঠানে জাতির পিতা উপস্থিত ছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী তার সেদিনের ভাষণের অংশ বিশেষ উদ্বৃত করেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐদিন তার বক্তৃতায় নবীন সামরিক অফিসারদের পেশাগতভাবে দক্ষ, নৈতিক গুণাবলিসম্পন্ন এবং দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে গড়ে উঠার আহ্বান জানিয়েছিলেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ মিলিটারি একাডেমি প্যারেড গ্রাউন্ডে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে অতিথি হিসেবে উপস্থিত হয়ে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন শেখ হাসিনা প্রধান। এসময় তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

কুচকাওয়াজের মাধ্যমে ৩৪৩ জন বাংলাদেশি, পাঁচজন ফিলিস্তিনি ও দুইজন শ্রীলঙ্কান ক্যাডেটসহ মোট ৩৫০ জন ক্যাডেট কমিশন লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের মধ্যে ৭৫তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ২৯৩ জন পুরুষ ও ৫০ জন নারী রয়েছেন।

Actor Shakib Khan ending marriage with Apu Biswas
শাকিব খান বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র বলে মনে করেন তারই স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। মঙ্গলবার এফডিসিতে বাংলাদেশ ফিল্ম ক্লাব কর্তৃক দেওয়া সম্মাননা গ্রহণ করে একথা বলেন তিনি।

বাংলা চলচ্চিত্রের অন্ধকার যুগ-পরবর্তী সময়ে শাকিব-অপু জুটি দেশীয় চলচ্চিত্রের জন্য ইতিবাচক ভূমিকা রাখে। এ সময়ে তাদের করা ৭৩টি ছবির বেশির ভাগই ‘হিট’ তকমাও পায়।

 আর এই কারণে শাকিব-অপুকে বিশেষ সম্মাননা দিয়েছে ক্লাবটি।

মঙ্গলবার শাকিব-অপু শ্রেষ্ঠ জুটির পুরষ্কার নিতে অপু বিশ্বাস অনুষ্ঠানে হাজির থাকলেও ছিলেন না শাকিব খান। তাই শাকিবের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার স্ত্রী অপু বিশ্বাস।বাংলাদেশ ফিল্ম ক্লাবের ২০ বছর পূর্তি উপলক্ষে এফডিসির আট নম্বর ফ্লোরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাকিবের প্রশংসা করে অপু বিশ্বাস আরও বলেন, তার সঙ্গে আমার প্রায় প্রতিটি ছবিই দর্শক ভালোবেসে গ্রহণ করেছে। শ্রেষ্ঠ জুটি হিসেবে আমাদের সম্মাণিত করায় আমি ফিল্ম ক্লাবের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শাকিবপত্নী বলেন ‘আমি আমার নিজের জন্য, শাকিব খানের জন্য এবং আমাদের সন্তান জয়ের জন্য সবার কাছে দোয়া চাইছি। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমরা যেন ভালো থাকি।’

Model & actress Poonam Pandey Christmas Jedi
ভারতীয় মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে ও বিতর্ক যেন হাত ধরাধরি করেই চলে। আরও একবার বিতর্ক উস্কে দিলেন এই দুঃসাহসী মডেল ও অভিনেত্রী।

টুইটারে পুনম গত ক’দিন ধরে ছবি পোস্ট করে চলেছেন। সব ছবিতেই তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দৃশ্যমান। এর মধ্যে ২৩ তারিখের ছবিটিতে তার উর্ধ্বাঙ্গ পুরোপুরি উন্মোচিত অবস্থায় দেখা যাচ্ছে।

 এই সবগুলি ছবিই তার নতুন ভিডিও-র স্ক্রিনশট বলে জানিয়েছেন পুনম। ভিডিওটি নিয়ে যে নেটিজেনদের মধ্যে হইচইয়ের সূচনা হয়ে গিয়েছে তা বলাই বাহুল্য।

২০১৬ সালে ‘জিঙ্গল বুবস’ নামের একটি ভিডিও ইউটিউবে পোস্ট করেছিলেন তিনি। যথারীতি সেখানেও স্বল্প পোশাকে অবতীর্ণ হয়েছিলেন তিনি। এবার তাই ভক্তদের অপেক্ষা, নতুন কোন চমক দেন পুনম।

বিশেষ করে একটি ছবিতে যখন অর্ধনগ্ন হয়ে দেখা দিয়েছেন! পোশাক খুলে ফেলার প্রবণতা অবশ্য পুনমের নতুন নয়। ২০১১ বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হলে তিনি নগ্ন হবেন বলে জানিয়েছিলেন।

 যদিও সে বার বিসিসিআই বারণ করায় পোশাক খুলতে পারেননি পুনম। সে প্রতিশ্রুতি পূরণ তিনি করেন পরের বছর। ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্স আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পরে গায়ে সুতো না থাকা ছবি পোস্ট করেছিলেন পুনম।

২৬ বছরের পুনমের প্রথম ছবি ছিল ‘নাশা’। ২০১৩ সালের সেই ছবিতেও যথারীতি বিতর্ক হয়েছিল প্রবল। পোস্টার থেকে শুরু করে ছবির বিষয়— সবেই ছিল আমিষ গন্ধ। পোস্টারে কেবল দু’টি প্লে কার্ডের দ্বারা শরীর ঢাকা ছিল তাঁর।

 বাকি শরীর ছিল উন্মুক্ত। ছবিতে পুনম ছিলেন এক শিক্ষিকার ভূমিকায়, যিনি নিজের ছাত্রের সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছিলেন।  আসলে পুনম এই বিতর্ক ভালোবাসেন।

 না হলে গত বারের ‘জিঙ্গল বুবস’ ভিডিও-র কথা মনে করিয়ে দিয়ে আগে থেকেই কেন জানতে চাইবেন, আবার ওই রকম ভিডিও চাই কিনা! স্বাভাবিক ভাবেই ভক্তরা উচ্ছ্বসিত হয়ে জানান, তারা অপেক্ষায় রয়েছেন পুনমের নতুন ভিডিও-র।

সংশ্লিষ্ট মহলের বক্তব্য, আসলে পুনম জানেন, নিজেকে শিরোনামে রাখার আর কোনও উপায় নেই। দু’টি হিন্দি ছবিতে তিনি অভিনয় করেছেন। অভিনয় করেছেন একটি তেলুগু ছবিতেও। চলেনি কোনটিই। এমনকি, টিভি সিরিয়ালেও ট্রাই করেছেন। কিন্তু কোনটাতেই সফল হননি তিনি। অভিনেত্রী হিসেবে তাঁর ভবিষ্যৎ বলে যে কিছু নেই, এ কথা তিনি ভালোই বোঝেন। তাই নিজেকে লাইম লাইটে রাখতে পোশাক খোলা ছাড়া তাঁর উপায় নেই। তাই আবারও আসর সরগরম করে তুলেছেন ছবি পোস্ট করে। তার নতুন ভিডিও নিয়ে শুরু হয়েছে জল্পনা।  অভিনয়ের পরীক্ষায় ‘ডাহা ফেল’ পুনমের এখন তাই ওই একটিই তুরুপের তাস। শরীর প্রদর্শন। এবেলা।

Shakib Al Hasan is one of the most distinct personalities n Bangladesh
ভারত-শ্রীলংকা টি ২০ সিরিজ শেষে নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আর এ তালিকায় ব্যাটসম্যান ও বোলারদের শীর্ষ স্থানের লড়াইতে রদবদল হলেও সাকিবকে হঠিয়ে বিশ্ব সেরা অলরাউন্ডারের খেতাব কেড়ে নিতে পারেননি কোনও ক্রিকেটার।

নতুন র‌্যাংকিং প্রকাশের আগে ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস। তাকে সরিয়ে শীর্ষস্থান দখলে নিলেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। তার রেটিং এখন ৭৮৪।

৪ রেটিং কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন লুইস। ব্যক্তিগত কারনে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজে অংশ না নেয়া ভারতের অধিনায়ক বিরাট কোহলি নেমে গেছেন তৃতীয়স্থানে। তার রেটিং ৭৭৬। লুইসের সাথে কোহলির রেটিং ব্যবধান ৪। 

বোলারদের র‌্যাংকিং-এ শীর্ষস্থান হারালেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। শ্রীলংকার বিপক্ষে প্রথম দু’ম্যাচে উইকেটশুন্য ছিলেন তিনি। ফলে তৃতীয় ম্যাচে দলে সুযোগই হয়নি বুমরাহর।

ভারতের ডান-হাতি পেসার উইকেট না পাওয়ায়, কোন আন্তর্জাতিক ম্যাচ না খেলেও শীর্ষে উঠলেন পাকিস্তানের ইমাদ। ৭১৮ রেটিং নিয়ে সবার উপরে আছেন ইমাদ।

 ১ রেটিং কম নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান। শীর্ষস্থান হারিয়ে ৭০২ রেটিং নিয়ে তৃতীয়স্থানে নেমে গেছেন বুমরাহ। এই তালিকায় সপ্তম ও নবমস্থানে রয়েছেন যথাক্রমে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।

ব্যাটসম্যান ও বোলারদের তালিকার শীর্ষস্থানে পরিবর্তন হলেও, এই ফরম্যাটে অলরাউন্ডারদের শীর্ষস্থানে কোন পরিবর্তন হয়নি। ৩৫৩ রেটিং নিয়ে শীর্ষেই রয়েছেন সাকিব আল হাসান।  

লঘুচাপের প্রভাবে ঘন কুয়াশা পড়তে পারে
বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

 একই সঙ্গে দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।


সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

 এছাড়া আগামী তিনদিন রাতের তাপমাত্রা হ্রাস পাবে বলে জানানো হয়েছে।


এদিকে, সোমবার সকাল ৯টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে কম তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আর সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল টেকনাফে, ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

Bettie Bee is 11-days-old (pictured) and has become an internet
দক্ষিণ আফ্রিকায় গত ১২ ডিসেম্বর জন্মেছে এই অদ্ভুত দর্শন বিড়াল। তার দু’টি মুখে রয়েছে তিনটি চোখ, দু’টি করে নাক ও মুখ। সাধারণত এমন ধরনের কোন জীবই বেশিদিন বাঁচে না।

বেশির ভাগ ক্ষেত্রেই মৃত্যু হয় জন্মানোর অব্যবহিত পরেই। কিন্তু বেট্টির ক্ষেত্রে তেমন ঘটেনি। জন্মের পরে বেশ কয়েকদিন হয়ে গেল তার। সে রীতিমতো সুস্থ রয়েছে। চিকিৎসকদের আশা, দীর্ঘ ও সুস্থ জীবনই সে পাবে।

মেট্রো.কো.ইউকে-তে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, তার মা একসঙ্গে তিনটি শাবকের জন্ম দিয়েছিল। বাকি দু’টি স্বাভাবিক ভাবে জন্ম নিলেও বেট্টি জন্মায় জোড়া মুখ নিয়ে।

 এমন প্রাণী সচরাচর দেখা না গেলেও বিরল নয়। অন্যান্য প্রাণীদের মতো বিড়ালও জোড়া মুখ নিয়ে জন্মায়। বেট্টির মতো সুস্থ হয়ে জীবন কাটানোর ঘটনাও ঘটে।

এ প্রসঙ্গে বলা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্র্যাঙ্কেন লুইয়ের কথা। সেও কিন্তু জন্মেই মরে যায়নি। দীর্ঘ জীবন পেয়েছে সে।

কিন্তু কেন হয় এমন? জানা যাচ্ছে, এক ধরনের প্রোটিন অতিরিক্ত ভাবে শরীরে উপস্থিত থাকলে তার প্রভাবে দৈহিক বৃদ্ধির সময়ে মুখমণ্ডলে এমন বিকৃতি ঘটায়।

বেট্টি বি ফেসবুকে জনপ্রিয় হয়ে উঠছে। তার নামে বানানো ফেসবুক পেজটি পছন্দ করছে লোকে। মিষ্টি দু’মুখো খুদের কাণ্ডকারখানা দেখে আনন্দ পাচ্ছেন সবাই।

তবে এখনও চিকিৎসকের কাছেই রয়েছে সে। তার মালিক ঠিক করেছেন, আরেকটু বড় হলেই তাকে নিজের কাছে নিয়ে আসবেন তিনি। এবেলা।

North Korea claims to have successfully tested a new type of intercontinental ballistic missile, topped with
যুক্তরাষ্ট্রের আহ্বানে উত্তর কোরিয়ার ওপর জাতিসংষের সর্বশেষ নিষেধাজ্ঞাকে যুদ্ধের শামিল হিসেবে দেখছে কোরিয়া প্রশাসন। আর যদি সত্যি সত্যি পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ বেধে যায় তাহলে কি ঘটবে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারদিকে।

 এ বিষয়ে উত্তর কোরিয়ার দুই বিশেষজ্ঞ কথা বলেছেন বিবিসির সঙ্গে। তাদের মতে, যুদ্ধের তিন সপ্তাহ শেষ হতে না হতেই ২০ লাখেরও বেশি মৃত্যু হবে।

তবে সবচেয়ে বড় ঝড়টা বইয়ে যাবে যুক্তরাষ্ট্রের মিত্র দক্ষিণ কোরিয়ার ওপর দিয়ে। উত্তর কোরিয়ার একজন সেনানায়ক প্রথমে তার গোলন্দাজ বাহিনীর ক্ষমতার পূর্ণ ব্যবহার করতে পারেন।

 যার মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় যত বেশি সম্ভব মৃত্যু ও ধ্বংস ঘটানো যায়। এজন্য লক্ষ লক্ষ কামানের গোলা ও রকেট বৃষ্টির মতো পড়তে থাকবে দক্ষিণ কোরিয়ার ওপর।

বিশেষজ্ঞদের মতে, উত্তর কোরিয়ার রিজার্ভ বাহিনীর সংখ্যা প্রায় ৬০ লাখ। দেশটির সেনাবাহিনীর সমরাস্ত্র, খাদ্য, জ্বালানি ইত্যাদির যা মজুত আছে তাতে তারা দুই থেকে তিন সপ্তাহ যুদ্ধ করতে পারবে।

 তাদের পরিকল্পনার মূল কথাই হবে যে এই সময়ের মধ্যেই যা করার তা করে ফেলতে হবে। কারণ এরপর তাদের কিছুই থাকবে না।"

এরপর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সর্বশেষ আত্মরক্ষা ও পাল্টা আক্রমণ হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন। এর মাধ্যমে কয়েক লাখ আমেরিকানকে তো হত্যা করা যাবে, এমনই চিন্তা থেকে তিনি এটা করবেন।

সূত্র: বিবিসি

Valmiki community protests screening of Salman Khan starrer Tiger Zinda Hai in Rajasthan

বড়দিনে সালমান খানের ফ্যানেদের জন্য দারুণ খবর। এক কথায় বললে দাঁড়ায়, 'ভাই ইজ ব্যাক'। 'টিউবলাইট' ভালো ভাবে না জ্বলার দুঃখ ভুলে এখন শুধুই 'টাইগার'-এর দিন।

 মুক্তি পাওয়ার তিন দিনের মধ্যে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল 'টাইগার জিন্দা হ্যায়'। তিন দিনে ছবির সেঞ্চুরি করার কথা শেয়ার করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।

বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, ইতিমধ্যেই ১১৪ কোটি ৯৩ লাখ টাকা রোজগার করে ফেলেছে ছবিটি। সালমান খান ও ক্যাটরিনা কাইফের ক্রিসমাস স্পেশাল রিলিজ শুধুমাত্র রবিবারই দেশে আয় করেছে ৪৫ কোটি ৫৩ লাখ টাকা। আলি আব্বাস জাফরের এই ছবির আয় বড়দিনেই ১৪৫ কোটি পেরিয়ে যেতে পারে।

বক্স অফিস কালেকশনের দৌড়ে এ বছর যে ছবিগুলো এগিয়ে ছিল, তাদের মধ্যে শীর্ষস্থানে রয়েছে 'বাহুবলী টু: দ্য কনক্লুশন'। যদিও এই ছবি মুক্তি পেয়েছিল প্রায় ৯ হাজার স্ক্রিনে।

 সেই তুলনায় 'টাইগার জিন্দা হ্যায়' মুক্তি পেয়েছে প্রায় অর্ধেক স্ক্রিনে।

এবার 'টিউবলাইট'-এর ওপেনিং ডে কালেকশন ছিল প্রায় ২১ কোটি টাকা। বাহুবলী টু'-এর কালেকশন ছিল প্রায় ৪০ কোটি। 'গোলমাল এগেইন'-এর কালেকশন ছিল ৩০ কোটি।

 সেই হিসেবেও 'টাইগার জিন্দা হ্যায়' বেশ এগিয়ে। কারণ প্রথম দিনই এই ছবি প্রায় ৩৬ কোটি টাকা আয় করেছিল।

এ সপ্তাহের মধ্যেই যে 'টাইগার' ২০০ কোটির মাইলস্টোনও ছুঁয়ে ফেলতে পারে। এ বছরের সবচেয়ে রোজগার করা ছবির তালিকাতেও 'টাইগার' ও 'জোয়া'র গল্প রেকর্ড গড়ারই ইঙ্গিত দিচ্ছে।

What are the benefits riks of bathing with warm water, hot water, cold water, and water at room temperature
শীতকাল আসলেই অনেকের কাছে গোসল করাটাই যেন একটা বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়। পানি দেখলেই কেমন যেন বুক ধুকধুক করতে থাকে।

আর যদি সকালে গোসল করতে হয় তাহলে তো কোনও কথাই নেই। ঘুম থেকে উঠেই যেন কান্না পায়। এই কষ্টের হাত থেকে বাঁচতে অনেকেই গরম পানিতে গোসল করেন। যতই আরাম হোক না কেন, এই গরম পানির গোসল হতে পারে নানা ক্ষতির কারণ।

১। গরম পানি ত্বকের জন্য একেবারেই ভালো না। শীতকালে এমনিতেই ত্বক ও চুল রুক্ষ হয়ে যায়। আর ঠান্ডার হাত থেকে বাঁচতে অনেকেই গরম পানিতে গোসল করেন।

 কিন্তু, গরম পানি ত্বক ও চুলকে আরও রুক্ষ করে তোলে। তাই নিজের চুল ও ত্বকের কথা চিন্তা করে ঠান্ডা পানিকে হোসল করাই উত্তম।

২। ঠান্ডা পানি রক্তে শ্বেত কণিকা বাড়াতে সাহায্য করে। ঠান্ডা পানিতে গোসল করার ফলে ত্বকও ঠান্ডা হয়ে পড়ে। ফলে তা গরম করার জন্য ত্বক নিজেই তাপ উৎপাদন করতে শুরু করে। এই তাপ উৎপাদনের সময় শ্বেত রক্ত কণিকা জন্মাতে থাকে। যা রোগ প্রতিরোধে সাহায্য করে।

এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়লে সর্দি, কাশির মতো সমস্যা দেখা যায়।

৩। ঠান্ডায় ব্যথা যেন একটু বেড়ে যায়। ঠুক করে কোথাও লাগলেই ব্যথা করে। এছাড়া মাসেল পেন তো খুব স্বাভাবিক বিষয়। আর এই সমস্যার হাত থেকে বাঁচতে অবশ্যই ঠান্ডা পানিতে গোসল করুন। মাসেলের ব্যথা কমাতে সাহায্য করে ঠান্ডা পানি।

৪। ক্লান্তি দূর করতে সাহায্য করে ঠান্ডা পানি। সারাদিন কাজ করার পর হয়তো গরম পানিতে গোসল করে অনেকেই আরাম পান। কিন্তু, ক্লান্তি দূর করে শরীরকে চনমনে করে তুলতে অনেক বেশি সাহায্য করে ঠান্ডা পানি। করে দেখুন তাহলেই বুঝতে পারবেন।

৫। সকালে ঘুম থেকে উঠে কাজে যেতেই হবে কিছু করার নেই। ঠান্ডা বলে যে কাজে যাবেন না সেটা হবে না। সারাদিন ঘুম ঘুম ভাব থাকলেও কেমন যেন লাগে। গোটা দিনটাই বৃথা বলে মনে হয়। তাই ঘুমভাব কাটাতে শরীরকে সতর্ক করে তোলার জন্য ঠান্ডা পানিতে গোসল করুন। দেখবেন এক নিমেষে কেটে গেছে ঘুম। ঠান্ডা পানি শরীরকে অনেক বেশি সজাগ করে তোলে।

৬। এছাড়া ঠান্ডা পানিতে গোসল করলে পুরনো কিছু ব্যাথা কমে আসতে পারে। পাশাপাশি চুলকানি দূর হয়, চুলের স্বাস্থ্য বৃদ্ধি পায়, দেহের অস্বস্তিকর উত্তেজনা প্রশমিত হয় এবং কিছু স্নায়বিক দুর্বলতা দূর হয়।

Helicity helicopters sit in a hangar in Indonesia
এমন ব্যবস্থা যদি এদেশেও থাকত তা হলে মন্দ হতো না। আর ঢাকায় হলে তো কথাই নেই! ইন্দোনেশিয়ার হোয়াইটস্কাই অ্যাভিয়েশন নিয়ে এলো সাধারণ নাগরিকদের জন্য হেলিকপ্টার ট্যাক্সি সার্ভিস। এই আকাশচারী ট্যাক্সি পরিষেবার নাম হেলিসিটি।

বেশ কয়েক দশক ধরে ট্র্যাফিক জটে জর্জরিত জাকার্তা আর জাভার সাধারণ মানুষ। সেই সমস্যা থেকে উদ্ধার করতেই এই ব্যবস্থা। প্রথম এক বছর ব্যাবসায়িক ক্ষেত্রে যুক্ত মানুষদের পরিষেবা দেওয়া শুরু করেছিল এই সংস্থা। তা সফল হতেই সাধারণ মানুষের জন্য চালু করল এই পরিষেবা।

এই ব্যবস্থামূলত গ্রেটার জাকার্তা আর পশ্চিম জাভার বানদুং-এর যাত্রীদের জন্য। এই দু'টি জায়গাই যান জটের জন্য বলা যায় কুখ্যাত হয়ে উঠেছে।

এই পরিষেবা চালুর পর যাতায়াতের সময় কমেছে অনেকটাই। গাড়ি করে জাকার্তা থেকে বানদুং যেতে স্বাভাবিক অবস্থায় সময় লাগে ৪ ঘণ্টা।

 ছুটির দিনে এই সময় বেড়ে হয়ে যায় ৮ ঘণ্টা। আর এই হ্যালিকপটার ট্যাক্সি করে যেতে সময় লাগে মাত্র ৪০ মিনিট। অভাবনীয়।

উবর আর গ্র্যাবের মতো কয়েকটা সংস্থা এই সমস্যা সমাধানের চেষ্টা করে আসছে গত কয়েক বছর ধরে। কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। হোয়াইটস্কাই-ই প্রথম সফল ভাবে এই ব্যবস্থা চালু করল।

Tiger Zinda Hai Choreographed by Vaibhavi Merchant, the stills from this Salman Khan and Katrina Kaif number are proof that the song is going to grab a lot of eyeballs. Have a loo

মুক্তির প্রথম দিনই রেকর্ড গড়েছে সালমান-ক্যাটরিনা অভিনীত 'টাইগার জিন্দা হ্যায়' ছবিটি।  ব্লকবাস্টার হিট ছবি 'এক থা টাইগার' এর সিকুয়েল হিসেবে এটি নির্মাণ করেছেন আলী আব্বাস জাফর।


 চলতি বছর মুক্তির প্রথম দিনেই সবচেয়ে বেশি আয় করা বলিউড ছবির তালিকায় শীর্ষে আছে 'বাহুবলী'। এরপরের নামটি 'টাইগার জিন্দা হ্যায়'।

কিন্তু ছবিটি মুক্তির দিন শুক্রবারই আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সালমানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে রাজস্থানের বাল্মিকী সম্প্রদায়ের সদস্যরা। ভারতের জয়পুর, জোধপুর, কোটা, আজমের, বেহরোর, দৌসা, নাসিরাবাদে এ বিক্ষোভ চলছে।

বিক্ষোভকারীরা সালমানের পুতুল বানিয়ে পুড়িয়ে দিয়েছে। ছিঁড়ে ফেলেছে 'টাইগার জিন্দা হ্যায়' ছবির পোস্টার।


সিনেমা হল ভাঙচুরের চেষ্টা করা হয়েছে। বিক্ষোভের জেরে  জয়পুর ও কোটারে ছবির কয়েকটি শো বাতিল করেছে প্রশাসন। বিভিন্ন সিনেমা হলে পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সম্প্রতি একটি টেলিভিশন শোতে হাজির হয়েছিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। নাচের মুদ্রা বোঝানোর জন্য সালমান সেখানে আপত্তিকর শব্দ ব্যবহার করেন।

বাল্মিকী সম্প্রদায়ের সভাপতি বিক্রম বাল্মিকী বলেছেন, সালমান ক্ষমা না চাওয়া পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাব। ছবিটি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য জয়পুরে আমরা বৈঠক করব।

Despite studios seemingly not believing in female led superhero films, Wonder Woman has become one of the Summe
'জাস্টিস লিগ' ছবিটি করার পর থেকেই আলোচনায় ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাডট। তার 'ওয়ান্ডার ওম্যান' ছবিটিও বেশ আলোচিত হয়েছে।

এরপর থেকে নানা কারণে খবরের শিরোনাম হচ্ছেন তিনি।

কিন্তু এবার যে কারণে গ্যাল গ্যাডট আলোচনায় সেটি শুধু তার নয়, সবার কাছেই অপ্রত্যাশিত। তার পর্ন ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে।

এর আগে হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন ও গায়িকা টেইলর সুইফটেরও পর্ন ভিডিও ভাইরাল হয়েছিল।

গ্যাল গ্যাডটের ওই পর্ন ভিডিও নকল। তার মুখ কেটে লাগিয়ে দিয়ে হয়েছে। 'ডিপফেইকস' নামের এক রেডিট ইউজার এ জঘন্য কাজটি করেছে।

 গুগলে ওপেন সোর্স ম্যাশিন লার্নিং টুল সবার জন্য উন্মুক্ত হওয়ায় চাইলে সহজেই নকল পর্ন ভিডিও বানানো যায়। আর এতে বিব্রত হচ্ছেন নামীদামি তারকারা।

Honey is one of the best natural foods that we can have because of the endless list of nutrients present in it. here are a few benefits listed
আমরা জানি, মধু এমন একটি উপকারী জিনিস যার গুনাগুন বর্ননা করে শেষ করে যাবে না। বিশেষ করে শীতের দিনে মধু আরো বেশি উপকারী। সাধারণত শীতকালে সর্দি-কাশি বেশি হয়। এ সময় গলা খুসখুস, ব্যথাসহ আরও অনেক রকম অসুখ-বিসুখে মধু খেলে উপকার পাওয়া যায়।

শত শত বছর আগে থেকেই এই প্রাকৃতিক ওষুধের গুণ মানুষ জানে। প্রাচীন গ্রিক ও মিসরীয়রা ওষুধ হিসেবে মধু খেত। ভারতের আয়ুর্বেদ ও চীনের প্রাচীন চিকিত্সাশাস্ত্রে মধুর ব্যবহার দেখা যায়। মধুতে রয়েছে ভিটামিন বি, অ্যামিনো অ্যাসিড ও খনিজ পদার্থ।

এটা ঘন বলে গলা ফোলা ও ব্যথায় আরামদায়ক একটি প্রলেপের মতো কাজ করে। মধু ব্যাকটেরিয়া ধ্বংস করে, পেটের আলসার ভালো করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। জেনে নিন মধুর কিছু ব্যবহার:

১. সামান্য সর্দি-কাশিতে আমরা সাধারণত তুলসীপাতার রসের সঙ্গে মধু মিশিয়ে খাই। এতে উপকার পাওয়া যায়। কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খেলে কাশির প্রকোপ কমে। তবে এক বছরের কম বয়সী ছোট বাচ্চাদের মধু খাওয়াবেন না। কারণ, মধুতে ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম নামের রেণু থাকে। বয়স্কদের অন্ত্রে এগুলো বংশবিস্তার করতে পারে না, কিন্তু খুব ছোট বাচ্চাদের পেটে বেড়ে উঠে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে।

২. শরীরের কোথাও সামান্য কাটাছেঁড়া থাকলে মধুর প্রলেপ দেওয়া যায়। মধুতে উঁচু মাত্রার জীবাণুনাশক উপাদান থাকায় সহজে সংক্রমণ রোধ করা সম্ভব হয়। মৌমাছি ফুল থেকে যে মধু সংগ্রহ করে তাতে ৪০ থেকে ৬০ শতাংশ পানি থাকে। ওরা নিজেরা কিছু রস খেয়ে বাকিটা মৌচাকে জমা করে। সূর্যতাপে পরিশোধিত হয়ে মধু বিভিন্ন গুণ অর্জন করে। এর জলীয় অংশও অনেক কমে যায়। ফলে কাটাছেঁড়া স্থানে মধুর প্রলেপ দিলে প্রথমে সেখান থেকে জলীয় অংশ শুষে নেয় ও বাইরের জলীয় পদার্থ ঢুকতে দেয় না। জলীয় অংশ না থাকলে ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণু বাঁচতে পারে না। এভাবে মধু ক্ষত সারাতে সাহায্য করে।



৩. রাতে শোয়ার ঘণ্টা দুয়েক আগে কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খেলে ভালো ঘুম হয়।

৪. তবে একটানা বেশি দিন মধু খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। মাঝে বিরতি দিয়ে বছরের বিভিন্ন সময় মধু খাওয়া যেতে পারে।

৫. গ্যাস্ট্রিক-আলসারে মধু উপকারে আসে। ১০০ গ্রাম কুসুম গরম পানিতে এক টেবিল-চামচ মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।

৬. মধু ঠোঁটের ওপরের শুষ্ক ত্বক ও কালচে ভাব দূর করে ঠোঁটকে নরম ও গোলাপি করে তুলতে সহায়তা করে। রাতে ঘুমের পূর্বে নিয়মিত ঠোঁটে মধু লাগান। ঠোঁট হয়ে উঠবে নজর কাড়া সুন্দর।

এছাড়া মধু একটি সুন্নতি খাবার। রাসূল (সাঃ) এর কাছে মধু খুব পছন্দের জিনিস ছিল।

Sunny Leone once again courted controversy over her cancelled New Year event ‘Sunny Nights’ in Bengaluru. The entire hullabaloo was created as some Pro Kannada groups who claimed that Sunny doesn’t fit into the Kannada ‘culture’ and quoted her ‘history’ as their reason for protesting against the show. After the police denied to provide security, Sunny cancelled the show and came up with a perfect reply to the miscreants on social media. And now the actor has talked about her inspiration in life which comes from yesteryear Bollywood divas Sharmila Tagore, Dimple Kapadia, Mandakini, Rekha, Zeenat Aman and Madhubala who dared to go against the set norms back in their era. They taught her “it’s perfectly ok to be myself.”  Sunny, on Thursday, shared photos of the Bollywood beauties who broke out of the traditional ‘sanskari’ image of female actors and made choices which raised eyebrows back in the 70s and 80s. “A few women in Bollywood who have taught me that it’s perfectly ok to be myself. Sharmila Tagore…Mandakini…Dimple Kapadia…Zeenat Aman…,” tweeted Sunny. The list of actors mentioned by Sunny were the few ladies of Bollywood who made way for their next generation to flaunt their bodies with pride.
বলিউড মাতানো পূর্বসূরি অভিনেত্রীদের স্মরণ করে প্রশংসায় ভাসালেন সানি লিওন। এই তালিকায় রয়েছেন শর্মিলা ঠাকুর, মন্দাকিনী, ডিম্পল কাপাডিয়া, রেখা, জিনাত আমন, মধুবালা।

 সঙ্গে জিনাতের একটি ছবি পোস্ট করে বলিউড অভিনেত্রী লিখেছেন, ‘‌তোমরা শিখিয়েছো, নিজের মতো থাকার মধ্যে কোনো অন্যায় নেই। নিজেকে চেনাটা খুবই দরকার। এই শিক্ষাটা তোমাদের কাছ থেকে পেয়েছি। তোমাদের ধন্যবাদ।’‌

ভারতীয় গণমাধ্যম বলছে, সানি লিওন এমন এক সময় পূর্বসূরিদের প্রশংসা করলেন, যার কিছুদিন আগেই অশালীনতা ও ভারতীয় সংস্কৃতিকে আঘাত দেওয়ার অভিযোগে কর্নাটকে বাতিল করা হয়েছে সানির শো। এমনকি সেই শো নিয়ে তুমুল বিতর্কও তৈরি হয়েছিল।

তবে এটা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি সানি। অনেকেই মনে করছেন জিনাত, মন্দাকিনীদের মতো ‘‌হট ইমেজ’‌–এর নায়িকাদের নাম জড়িয়ে পোস্ট করে সেই বিতর্কেরই জবাব দিলেন সাবেক এই পর্নোস্টার।

Rakhi Sawant CRYING As Her Love Virat Kohli Married Anushka Sharma
আবারও খবরের উঠে এল রাখি সাওয়ান্তের নাম। বিতর্কে থাকা তার স্বভাব। বিতর্কের মাধ্যমে কী ভাবে খবরে থাকতে, সেই ব্যাপারে বিপুল জ্ঞান রাখির।

 এবারে নিজের কনডমের ব্র্যান্ড লঞ্চ করলেন তিনি। ব্র্যান্ডটির নাম ‘বি-বয়’ কনডম।

এখানেই শেষ নয়। কনডমের ব্র্যান্ড লঞ্চ করার সঙ্গে সঙ্গে এক বিস্ফোরক মন্তব্য করেছেন রাখি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, রাখি চান নবদম্পতি বিরাট কোহলি এবং অানুশকা শর্মাই প্রথম তার লঞ্চ করা কন্ডোম ব্যবহার করুক।

রাখির কথায়, ‘‘বিরাট কোহলি আর অানুশকা শর্মা সব থেকে সুন্দর যুগল। তারা সদ্য বৈবাহিক জীবনে পা রেখেছেন।

আমি চাই, তারা প্রথম এই কনডম ব্যবহার করুন এবং তার ফিডব্যাক জানান। আমি মনে করি, আমার ব্র্যান্ডের কনডম বিশেষ মানের। এই প্রথম এতগুলো ফ্লেভার নিয়ে কোনও কনডম ব্র্যান্ড বাজারে এল।’’

নিজের কনডম-কে কেন্দ্র করে বাবা রামদেবকেও ছাড়েননি রাখি। তিনি রামদেবের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। রাখির চ্যালেঞ্জ, রামদেবও বাজারে পতঞ্জলি কনডম নিয়ে আসুন। তা হলে তিনি একজন যোগ্য প্রতিযোগী পাবেন।

The 2-year-old Indian boy has become a subject of local intrigue after befriending a gang of langur monkeys
ভারতের কর্ণাটকের দুই বছরের শিশু সমর্থ। তাকে ঘিরে রাখে হনুমানের দঙ্গল। পুরো এলাকা রীতিমতো ভক্ত হয়ে উঠেছে  এই আশ্চর্য শিশুটির।

 মানুষের ভাষা এখনও তার পুরো আয়ত্ত্বে আসেনি। কেননা তার বয়স যে মাত্র দুই বছর। কিন্তু এই বয়সেই হনুমানদের কাছে সে পৌঁছে দিয়েছে তার ভালবাসার ভাষা।

সমর্থ কিন্তু জঙ্গলে থাকে না। সে বাবা-মার সঙ্গে গ্রামেই থাকে। তার সঙ্গে দেখা করতে হাজির হয় হনুমানের দল। কোনদিনই সেই হাজিরা দিতে ভুল হয় না তাদের। এমনই সম্পর্ক গড়ে উঠেছে তাদের মধ্যে।

তবে প্রথম প্রথম সকলেরই ভয় হয়েছিল দৃশ্যটা দেখে। এক খুদেকে ঘিরে রেখেছে প্রায় দুই ডজন হনুমান। যদি আঁচড়ে কামড়ে দেয়! কিন্তু আশ্চর্যের বিষয়, সে সব কিছুই ঘটেনি।

বরং ধীরে ধীরে তারা হয়ে ওঠে ছোট্ট সমর্থের বন্ধু। মা-বাবা মাঠে কাজে গেলে দিনের বেশ খানিকটা সময় এই হনুমানদের সঙ্গেই কাটে সমর্থের। নিজের খাবারের অংশ সে তুলে দেয় হনুমানদের হাতে। দূর থেকে মুগ্ধ হয়ে সে দৃশ্য দেখেন গ্রামবাসীরা। 

Geoami China's me electric scooter
জিওমি চীনের বাজারে নিয়ে আসছে মি ইলেকট্রিক নামে একটি স্কুটার। ভাঁজ করে বহন করা যায় এমন ডিজাইনের স্কুটারটি সাদা এবং কালো রঙের। স্কুটারটি ইতোমধ্যে চিনের বাজারে চলে এসেছে।

মি ইলেকট্রিক স্কুটারটি ২৯০ মার্কিন ডলারে বিক্রি হবে। জিওমির এই স্কুটারটি তৈরি করা হয়েছে বিমান গ্রেডের অ্যালুমিনিয়াম দিয়ে।

স্কুটারটির ওজন ১২.৫ কেজি। ইলেক্ট্রিক স্কুটারটি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২৫ কিলোমিটার চলে। এতে এলজি ১৮৫০ ইভি-লিথিয়াম আয়ন সেলসহ ২৮০ ওয়াট আওয়ার সাপোর্টেড ব্যাটারি আছে। এটি সর্বোচ্চ ৫০০ ওয়াট পর্যন্ত ক্ষমতা প্রদানে সক্ষম।

মজার বিষয় হলো মি ইলেক্ট্রিক স্কুটারটি একটি মাত্র বাটন চাপ দিয়েই ভাঁজ করা যায়। জিওমি সংস্থা জানিয়েছে, মাত্র তিন সেকেন্ডে এই স্কুটারটি ভাঁজ করা যাবে। সেক্ষেত্রে খুব সহজেই স্কুটারটি বহন করা যাবে।

Eat these 5 foods so that you can keep constipation away from your lives. Know how these foods can solve your constipation problems
কখনও কাজের ব্যস্ততা, কখনও আবার রাস্তায় পরিষ্কার শৌচালয়ের অভাব। নানা কারণে আপনিও হয়তো অনেক সময় প্রস্রাব চেপে রাখেন।

কিন্তু জানেন কি, প্রস্রাব চেপে রাখার ফল হতে পারে মারাত্মক। বেশ কয়েকটি ভয়ঙ্কর রোগে আক্রান্ত হতে পারেন আপনি।

প্রস্রাব চেপে রাখার ফলে অন্তত পাঁচটি রোগ মানুষের শরীরে বাসা বাঁধতে পারে। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে এক নজরে দেখে নিন,  প্রস্রাব চেপে রাখার ফলে কোন কোন সমস্যার বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা—

১। প্রস্রাবে ইউরিয়া এবং অ্যামিনো অ্যাসিডের মতো টক্সিক পদার্থ থাকে। বেশিক্ষণ প্রস্রাব চেপে রাখলে এই বিষাক্ত পদার্থগুলি কিডনিতে পৌঁছে কিডনি স্টোনের মতো সমস্যা দেখা দিতে পারে।

২। বেশিক্ষণ প্রস্রাব চেপে রাখলে ব্লাডারে জীবাণু জন্মাতে থাকে। যা থেকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন-এর মতো সমস্যা দেখা দিতে পারে।

৩। প্রস্রাব চেপে রাখার কারণে ব্লাডার ফুলে যেতে পারে। ফলে, প্রস্রাব করার সময়ে প্রচণ্ড ব্যথা অনুভব করতে পারেন।

৪। বেশিক্ষণ প্রস্রাব চেপে রাখলে কিডনির উপরে চাপ পড়ে। এর ফলে কিডনি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

৫। দীর্ঘক্ষণ প্রস্রাব না করার ফলে ব্লাডারের মাংসপেশিগুলি প্রসারিত হতে থাকে। যা থেকে ব্যথা হওয়ার সম্ভাবনা বাড়ে।

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget