মুক্তির প্রথম দিনই রেকর্ড গড়েছে সালমান-ক্যাটরিনা অভিনীত 'টাইগার জিন্দা হ্যায়' ছবিটি। ব্লকবাস্টার হিট ছবি 'এক থা টাইগার' এর সিকুয়েল হিসেবে এটি নির্মাণ করেছেন আলী আব্বাস জাফর।
চলতি বছর মুক্তির প্রথম দিনেই সবচেয়ে বেশি আয় করা বলিউড ছবির তালিকায় শীর্ষে আছে 'বাহুবলী'। এরপরের নামটি 'টাইগার জিন্দা হ্যায়'।
কিন্তু ছবিটি মুক্তির দিন শুক্রবারই আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সালমানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে রাজস্থানের বাল্মিকী সম্প্রদায়ের সদস্যরা। ভারতের জয়পুর, জোধপুর, কোটা, আজমের, বেহরোর, দৌসা, নাসিরাবাদে এ বিক্ষোভ চলছে।
বিক্ষোভকারীরা সালমানের পুতুল বানিয়ে পুড়িয়ে দিয়েছে। ছিঁড়ে ফেলেছে 'টাইগার জিন্দা হ্যায়' ছবির পোস্টার।
সিনেমা হল ভাঙচুরের চেষ্টা করা হয়েছে। বিক্ষোভের জেরে জয়পুর ও কোটারে ছবির কয়েকটি শো বাতিল করেছে প্রশাসন। বিভিন্ন সিনেমা হলে পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সম্প্রতি একটি টেলিভিশন শোতে হাজির হয়েছিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। নাচের মুদ্রা বোঝানোর জন্য সালমান সেখানে আপত্তিকর শব্দ ব্যবহার করেন।
বাল্মিকী সম্প্রদায়ের সভাপতি বিক্রম বাল্মিকী বলেছেন, সালমান ক্ষমা না চাওয়া পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাব। ছবিটি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য জয়পুরে আমরা বৈঠক করব।
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.