টিভিতে সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে মডেলকে গণধর্ষণ!

A video of four teenage boys gang-raping a young girl has sparked outrage on social media with some demanding immediate police arrest of the perpetrators. The about six minutes video which is making rounds on social media shows a girl who appears to be underage pinned to a mattress by one of her

The project called "The Wrong Turn" appeared in his online portfolio in recent days before being taken down
সংগৃহীত
টিভিতে সুযোগ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক মডেলকে "গণধর্ষণের" অভিযোগ উঠল তিন ব্যক্তির বিরুদ্ধে। গত ২৫ ডিসেম্বর দিল্লির সরোজিনী নগরীতে এ ঘটনা ঘটে।

২৬ ডিসেম্বর ওই মডেল পুলিশের কাছে বিষয়টি জানিয়ে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত ওই তিন জনকে বুধবার গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই মডেল বিহারের বাসিন্দা। দিল্লিতে কাজের খোঁজে এসেছিলেন। তখনই আলাপ হয় অভিযুক্ত তিন জনের সঙ্গে।

নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, গত ১৫-২০ দিন আগে মুম্বাইয়ের এক টেলিভিশন ডিরেক্টরের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় ওই তিন জন।

তাদের সঙ্গে দেখা করতে একটি শপিং মলে আসতে বলা হয় ওই মডেলকে। সেই মতো গত ২৫ ডিসেম্বর দিল্লির একটি শপিং মলে ওই তিন ব্যক্তির সঙ্গে দেখা করেন তিনি। অভিযোগ, সেখান থেকে তাকে একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ওই তিন অভিযুক্ত।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget