কনডমের ব্যবসায় রাখি, প্রথম কাস্টমার বিরাট-আনুশকা!

Rakhi Sawant recently came up endorsing a condom brand named Beboy. Now the controversial diva wants newlywed Virat Kohli and Anushka Sharma to try her brand, and share their experience using it. Rakhi, who is known for making scandalous comments, now said that she wants to gift Virat and Anushka her condoms to "play safe". "Virat Kohli and Anushka Sharma are the loveliest couple. They have just step in to their married life. I want to gift them my condoms to play safe and share their feedback on the product experiencing it," Rakhi said in a statement. The model-turned-actress said that her condom brand offers a wide range of flavours, and is capable of giving more pleasure to the people using it. "I feel my condoms are special. They are first in market to give so many flavours. One can enjoy their sexual life with the taste they enjoy the most. It will help the couple to enjoy for long and will give more pleasure with pressure from the dotted texture," she added. Rakhi further added that endorsing a condom brand was one of the best decisions in her life, and she is open to endorsing any other better product that will be useful to the society. She even went on to challenge Baba Ramdev to come up with Patanjali condoms. Earlier, Rakhi had expressed excitement at being part of Beboy condom promotions, and had said that she feels endorsing such a product is no less than a social activity.

Rakhi Sawant CRYING As Her Love Virat Kohli Married Anushka Sharma
আবারও খবরের উঠে এল রাখি সাওয়ান্তের নাম। বিতর্কে থাকা তার স্বভাব। বিতর্কের মাধ্যমে কী ভাবে খবরে থাকতে, সেই ব্যাপারে বিপুল জ্ঞান রাখির।

 এবারে নিজের কনডমের ব্র্যান্ড লঞ্চ করলেন তিনি। ব্র্যান্ডটির নাম ‘বি-বয়’ কনডম।

এখানেই শেষ নয়। কনডমের ব্র্যান্ড লঞ্চ করার সঙ্গে সঙ্গে এক বিস্ফোরক মন্তব্য করেছেন রাখি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, রাখি চান নবদম্পতি বিরাট কোহলি এবং অানুশকা শর্মাই প্রথম তার লঞ্চ করা কন্ডোম ব্যবহার করুক।

রাখির কথায়, ‘‘বিরাট কোহলি আর অানুশকা শর্মা সব থেকে সুন্দর যুগল। তারা সদ্য বৈবাহিক জীবনে পা রেখেছেন।

আমি চাই, তারা প্রথম এই কনডম ব্যবহার করুন এবং তার ফিডব্যাক জানান। আমি মনে করি, আমার ব্র্যান্ডের কনডম বিশেষ মানের। এই প্রথম এতগুলো ফ্লেভার নিয়ে কোনও কনডম ব্র্যান্ড বাজারে এল।’’

নিজের কনডম-কে কেন্দ্র করে বাবা রামদেবকেও ছাড়েননি রাখি। তিনি রামদেবের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। রাখির চ্যালেঞ্জ, রামদেবও বাজারে পতঞ্জলি কনডম নিয়ে আসুন। তা হলে তিনি একজন যোগ্য প্রতিযোগী পাবেন।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget