মৃত প্রেমিকের সঙ্গে যৌনতায় লিপ্ত হলেন প্রেমিক। তার উদ্দেশ্য, বেঁচে উঠবেন তার প্রেমিকা। শেষ পর্যন্ত যখন তেমন কিছুই ঘটেনি, তখন তিনি ভয় পেয়ে প্রতিবেশীকে ডাকেন।
এরপর পুলিশ এসে তাকে আটক করে।
জানা যাচ্ছে, সেই যুবকের নাম অ্যারন গ্রেসার। মার্কিন আমেরিকার কানেক্টিকাটের বাসিন্দা ৩৯ বছরের অ্যারন জানিয়েছেন, তার বান্ধবী তার সঙ্গে মিলিত হতে মোটেই পছন্দ করতেন না। তাই অ্যারনের ধারণা হয়েছিল, মিলিত হতে গেলেই জেগে উঠবেন সদ্যমৃত বান্ধবী।
অ্যারনের দাবি, মৃত্যুর পরে তার প্রেমিকার শরীর থেকে অদ্ভুত শব্দ আসছিল। তার মনে হয়েছিল হয়তো দৈহিক মিলন করলে তিনি বেঁচে উঠবেন। ময়না তদন্তের পরে অ্যারনের বান্ধবীর শরীর থেকে নানা রকম মাদক পাওয়া গিয়েছে।
Post a Comment