CT man pleads guilty to having sex with dead girlfriend

যৌনতায় লিপ্ত হলেই জেগে উঠবেন সদ্যমৃত বান্ধবী!

A man has been locked up after pleading guilty to having sex with his dead girlfriend because he thought it would wake her up, new court documents show. Aaron Graser, from Willimantic, Connecticut, pleaded guilty to fourth-degree sexual assault on a corpse and violation of probation and was sentenced

মৃত প্রেমিকের সঙ্গে যৌনতায়  লিপ্ত হলেন প্রেমিক। তার উদ্দেশ্য, বেঁচে উঠবেন তার প্রেমিকা। শেষ পর্যন্ত যখন তেমন কিছুই ঘটেনি, তখন তিনি ভয় পেয়ে প্রতিবেশীকে ডাকেন। 


এরপর পুলিশ এসে তাকে আটক করে।


জানা যাচ্ছে, সেই যুবকের নাম অ্যারন গ্রেসার। মার্কিন আমেরিকার কানেক্টিকাটের বাসিন্দা ৩৯ বছরের অ্যারন জানিয়েছেন, তার বান্ধবী তার সঙ্গে মিলিত হতে মোটেই পছন্দ করতেন না। তাই অ্যারনের ধারণা হয়েছিল, মিলিত হতে গেলেই জেগে উঠবেন সদ্যমৃত বান্ধবী।

অ্যারনের দাবি, মৃত্যুর পরে তার প্রেমিকার শরীর থেকে অদ্ভুত শব্দ আসছিল। তার মনে হয়েছিল হয়তো দৈহিক মিলন করলে তিনি বেঁচে উঠবেন। ময়না তদন্তের পরে অ্যারনের বান্ধবীর শরীর থেকে নানা রকম মাদক পাওয়া গিয়েছে।

অতিরিক্ত মাদক সেবনের ফলেই তার মৃত্যু হয়েছে। আপাতত অ্যারন শ্রীঘরে। ১ বছরের জন্য তাকে হাজতবাসের সাজা শুনিয়েছে পুলিশ। 

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget