নগ্ন হয়ে সবার বা প্রচার মাধ্যমের নজর কেড়ে নেওয়া বর্তমানে নতুন কিছু নয়। কিন্তু সাইবেরিয়ায় এক রাশিয়ান মডেল নগ্ন হয়ে তুলে ধরলেন এমন এক বার্তা, যার জন্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার বেশ কয়েকটি ছবি।
শীতের মৌশুমকে উপভোগ করতে এবং তার পাশাপাশি বৃক্ষ সংরক্ষণের বার্তাও উঠে এসেছে ২১ বছর বয়সী লিয়ানা ক্লেভসোভার এই ফটোশ্যুটে। সোশ্যাল নেটওয়ার্কে নিজের পেজে লিয়ানা লেখেন-
Post a Comment