সবার আগে ‘হ্যাপি নিউ ইয়ার’ বলার অধিকারী কিরিবাতি!

Kiribati dancers perform to welcome the first sunrise of the new

Kiribati dancers perform to welcome the first sunrise of the new
বাংলাদেশে ২০১৭ সাল শেষ হতে আরও কয়েক ঘণ্টা বাকি। এরই মধ্যে বিশ্বের প্রথম দেশ হিসেবে ইংরেজি নববর্ষ ২০১৮ কে স্বাগত জানালেন দ্বীপরাষ্ট্র কিরিবাতির জনগণ।

নারকেল ফুলের মালা, প্রবাল শুভেচ্ছা আর সামুদ্রিক উত্তাল হাওয়ায় ভর করে আরও একটি নতুন বছরে পৌঁছে গেল দুনিয়া।

বাংলাদেশ সময় রবিবার বিকাল ৪টায় কিরিবাতির ঘঁড়ির কাটা ৩১ ডিসেম্বর ২০১৭ (রাত ১২টা) পেরিয়ে ১ জানুয়ারি ২০১৮-কে বরণ করে নেয়।


প্রথা হিসেবে নারকেল ফুল, ঝিনুক ও প্রবালের শুভেচ্ছায় বর্ষ বরণ করেছেন কিরিবাতির দ্বীপবাসী। ঝিনুকে ঘেরা ছোট্ট একরত্তি দেশ কিরিবাতি। ৩৮৮ বর্গ কিলোমিটারের কিছু বেশি এলাকা নিয়ে ক্ষুদে এক দেশ কিরিবাটি।


 অক্ষাংশ, দ্রাঘিমাংশ, কৌণিক অবস্থান, চাঁদ-সূর্যের ওঠা নামা সব মিলিয়ে বিশ্ববাসীর পক্ষ থেকে সবার আগে ‘হ্যাপি নিউ ইয়ার’ বলার অধিকারী এই দেশটি।

নববর্ষ আনুক অনেক শান্তি। কল্যাণ হোক সকলের। ঝিনুক ঘেরা সুন্দর ছোট্ট কিরিবাতি থেকে এমনই মঙ্গল বার্তা ছড়িয়ে পড়েছে দুনিয়ার সর্বত্র।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget