ভারতের কর্ণাটকের দুই বছরের শিশু সমর্থ। তাকে ঘিরে রাখে হনুমানের দঙ্গল। পুরো এলাকা রীতিমতো ভক্ত হয়ে উঠেছে এই আশ্চর্য শিশুটির।
মানুষের ভাষা এখনও তার পুরো আয়ত্ত্বে আসেনি। কেননা তার বয়স যে মাত্র দুই বছর। কিন্তু এই বয়সেই হনুমানদের কাছে সে পৌঁছে দিয়েছে তার ভালবাসার ভাষা।
সমর্থ কিন্তু জঙ্গলে থাকে না। সে বাবা-মার সঙ্গে গ্রামেই থাকে। তার সঙ্গে দেখা করতে হাজির হয় হনুমানের দল। কোনদিনই সেই হাজিরা দিতে ভুল হয় না তাদের। এমনই সম্পর্ক গড়ে উঠেছে তাদের মধ্যে।
তবে প্রথম প্রথম সকলেরই ভয় হয়েছিল দৃশ্যটা দেখে। এক খুদেকে ঘিরে রেখেছে প্রায় দুই ডজন হনুমান। যদি আঁচড়ে কামড়ে দেয়! কিন্তু আশ্চর্যের বিষয়, সে সব কিছুই ঘটেনি।
বরং ধীরে ধীরে তারা হয়ে ওঠে ছোট্ট সমর্থের বন্ধু। মা-বাবা মাঠে কাজে গেলে দিনের বেশ খানিকটা সময় এই হনুমানদের সঙ্গেই কাটে সমর্থের। নিজের খাবারের অংশ সে তুলে দেয় হনুমানদের হাতে। দূর থেকে মুগ্ধ হয়ে সে দৃশ্য দেখেন গ্রামবাসীরা।
মানুষের ভাষা এখনও তার পুরো আয়ত্ত্বে আসেনি। কেননা তার বয়স যে মাত্র দুই বছর। কিন্তু এই বয়সেই হনুমানদের কাছে সে পৌঁছে দিয়েছে তার ভালবাসার ভাষা।
সমর্থ কিন্তু জঙ্গলে থাকে না। সে বাবা-মার সঙ্গে গ্রামেই থাকে। তার সঙ্গে দেখা করতে হাজির হয় হনুমানের দল। কোনদিনই সেই হাজিরা দিতে ভুল হয় না তাদের। এমনই সম্পর্ক গড়ে উঠেছে তাদের মধ্যে।
তবে প্রথম প্রথম সকলেরই ভয় হয়েছিল দৃশ্যটা দেখে। এক খুদেকে ঘিরে রেখেছে প্রায় দুই ডজন হনুমান। যদি আঁচড়ে কামড়ে দেয়! কিন্তু আশ্চর্যের বিষয়, সে সব কিছুই ঘটেনি।
বরং ধীরে ধীরে তারা হয়ে ওঠে ছোট্ট সমর্থের বন্ধু। মা-বাবা মাঠে কাজে গেলে দিনের বেশ খানিকটা সময় এই হনুমানদের সঙ্গেই কাটে সমর্থের। নিজের খাবারের অংশ সে তুলে দেয় হনুমানদের হাতে। দূর থেকে মুগ্ধ হয়ে সে দৃশ্য দেখেন গ্রামবাসীরা।
Post a Comment