ধর্ষণ গোপন রাখতে ৫ টাকা হাতে ধরিয়ে দিল বৃদ্ধ!

Just over three weeks after a pregnant woman was held at knife-point by her ride-sharing driver, another similar crime has taken place in the same

Just over three weeks after a pregnant woman was held at knife-point by her ride-sharing driver, another similar crime has taken place in the same
দক্ষিণ-পশ্চিম দিল্লির পালাম এলাকার এবার বৃদ্ধের লালসার শিকার দুই নাবালিকা। জানা গেছে, রবিবার দিল্লির পালাম এলাকায় খেলছিল ক্লাস ফাইভ এবং ক্লাস নাইনের দুই ছাত্রী।

 এসময় তাদের মিষ্টি দেয়ার নাম করে ডেকে নিয়ে যান বছর ৬০-এর এক বৃদ্ধ।

পরে নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাদের উপর অত্যাচার করা হয় বলে অভিযোগ উঠেছে। ওই সময় আচমকাই কাঁদতে শুরু করে ক্লাস ফাইভের ওই ছাত্রী।

 তার জন্য ২ পড়ুয়াকে ৫ টাকা করে হাতে ধরিয়ে দেয় ওই বৃদ্ধ। কিন্তু, ক্লাস ফাইভের ওই ছাত্রীর কান্না বন্ধ হয়নি।

এদিকে মেয়েকে কাঁদতে দেখে সন্দেহ হওয়ায়, তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তাদের মা। এরপরই সামনে আসে বছর ষাটের ওই বৃদ্ধের কাণ্ড। শুধু তাই নয়, ওই দু’জনের গোপনাঙ্গে আঘাতের চিহ্নও চোখে পড়ে বলে খবরে জানা গেছে।

এরপর ডাক্তারি পরীক্ষার জন্য ওই দু’জনকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।

সূত্র: জি নিউজ

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget