হঠাৎ 'ওয়ান্ডার ওম্যান'র পর্ন ভিডিও ভাইরাল!

Wonder Woman Getaway VirtualRealPorn Alexia Loewe Juan Lucho vr porn video vrporn.com virtual reality

Despite studios seemingly not believing in female led superhero films, Wonder Woman has become one of the Summe
'জাস্টিস লিগ' ছবিটি করার পর থেকেই আলোচনায় ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাডট। তার 'ওয়ান্ডার ওম্যান' ছবিটিও বেশ আলোচিত হয়েছে।

এরপর থেকে নানা কারণে খবরের শিরোনাম হচ্ছেন তিনি।

কিন্তু এবার যে কারণে গ্যাল গ্যাডট আলোচনায় সেটি শুধু তার নয়, সবার কাছেই অপ্রত্যাশিত। তার পর্ন ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে।

এর আগে হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন ও গায়িকা টেইলর সুইফটেরও পর্ন ভিডিও ভাইরাল হয়েছিল।

গ্যাল গ্যাডটের ওই পর্ন ভিডিও নকল। তার মুখ কেটে লাগিয়ে দিয়ে হয়েছে। 'ডিপফেইকস' নামের এক রেডিট ইউজার এ জঘন্য কাজটি করেছে।

 গুগলে ওপেন সোর্স ম্যাশিন লার্নিং টুল সবার জন্য উন্মুক্ত হওয়ায় চাইলে সহজেই নকল পর্ন ভিডিও বানানো যায়। আর এতে বিব্রত হচ্ছেন নামীদামি তারকারা।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget