নিজ এপার্টমেন্ট থেকে বিখ্যাত পর্নতারকার লাশ উদ্ধার

Porn star Yuri Luv found dead aged 31 in drug overdose

Porn star Yuri Luv found dead aged 31 in 'drug overdose'
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইউরিজানের নিজ এপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে বিখ্যাত পর্নতারকা ইউরি লুভের মরদেহ। সেসময় তার মৃতদেহের পাশেই পড়ে ছিল বেশ কিছু নেশা জাতীয় ট্যাবলেট এবং পিল।

৩১ বছর বয়সী এই পর্নতারকার সহকর্মী নিক মিলো জানান, ‘ব্যক্তিগত ভাবে ইউরিজান ছিলেন ভীষণ রকমের উদার মনের মানুষ। ইউরিজান ছিলো আমার দেখা সবচেয়ে মিষ্টি একটি মেয়ে।’

মাত্র ১৮ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের লোরিডার ম্যাগাজিনের একটি নগ্ন ফটোশুটের মাধ্যমে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেন এই জনপ্রিয় পর্নতারকা। খ্যাতিমান এই পর্নতারকার আসল নাম ইউরিজান বেলট্রান।

উল্লেখ্য গত সপ্তাহের মঙ্গলবার ২৩ বছর বয়সী পর্নতারকা আগস্ট আমেস এর মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। পরে জানা যায় অনলাইন সোশ্যাল মিডিয়ায় হয়রানির শিকার হয়ে আত্মহত্যা করেন আগস্ট আমেস।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget