Onion & Potato for Dark Spots |
দাগহীন সুন্দর ত্বক পেতে চাইলে সাহায্য নিতে পারেন প্রাকৃতিক উপাদানের। ব্রণ কিংবা মেছতার দাগ দূর করার পাশাপাশি ত্বক উজ্জ্বল ও মসৃণ করবে এসব উপাদান।
আলু
আলুতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান যা ত্বকের দাগ দূর করে। আলুর অ্যাসিডিক উপাদানও ধীরে ধীরে ত্বকের কালচে দাগ বিবর্ণ করে। আলুর রস সংগ্রহ করে রাতে ঘুমানোর আগে দাগের ওপর লাগান। পরদিন সকালে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।
অ্যালোভেরা জেল
অ্যালোভেরা ত্বকের মরা চামড়া ও অতিরিক্ত তেলতেলে ভাব দূর করে। ত্বক পরিষ্কার করে ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিন। অ্যালোভেরা জেল দাগের ওপর লাগিয়ে রাখুন ৩০ মিনিট। সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে সারারাত রেখে দিলে।
পেঁয়াজের রস
চোখ জ্বালা করলেও ত্বকের দাগ দূর করার জন্য পেঁয়াজ খুবই কার্যকর। পেঁয়াজে এমন কিছু উপাদান রয়েছে যা ত্বক দাগহীন করার পাশাপাশি মসৃণ ও উজ্জ্বলও করে।
লেবুর রস
সাইট্রিক অ্যাসিড ও ভিটামিন সি সমৃদ্ধ লেবুর রস দ্রুত দূর করতে পারে ত্বকের কালচে দাগ। ত্বক উজ্জ্বল করতেও প্রাকৃতিক এই উপাদানের জুড়ি নেই। লেবুর রস সরাসরি দাগের উপর লাগিয়ে রাখুন সারারাত। পরদিন ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে ত্বক অতিরিক্ত সংবেদনশীল হলে লেবুর রস সরাসরি ব্যবহার না করে মধু মিশিয়ে ব্যবহার করুন। লেবুর সঙ্গে চিনি মিশিয়ে স্ক্রাব করতে পারেন ত্বক।
দই
দইয়ে থাকা ল্যাক্টিক অ্যাসিড ত্বক দাগহীন ও সুন্দর করে। দই সরাসরি ত্বকে লাগিয়ে রাখুন। সারারাত রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন ত্বক। ২ টেবিল চামচ দইয়ের সঙ্গে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে তৈরি করে ফেলতে পারেন ফেসপ্যাক। ফেসপ্যাকটি ত্বকে না শুকানো পর্যন্ত লাগিয়ে রাখুন।
তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট
Post a Comment