এই মুহূর্তে ক্রিকেট ও সিনেমাপ্রেমীদের সব থেকে বড় আলোচনার বিষয় বিরাট(virat kohli)-আনুশকার (Anushka Sharma)বিয়ে। তাদের বিয়ের ভেনু থেকে শুরু করে খাবারের মেনু সবই ছিল চমকদার।
তবে সব থেকে চমকে দেওয়ার বিষয় আনুশকা শর্মার বিয়ের লেহেঙ্গার দাম। যার অঙ্কটা জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।
ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রীর আনুশকা শর্মার বিয়ের ছবি এখন ইন্টারনেটে ভাইরাল। শেরওয়ানিতে অধিনায়ক কোহলিকে যেমন মানিয়েছে, তেমনভাবেই আনুশকাকে দেখে চোখ জুড়িয়েছেন অনেকে।
ক্রিকেট-বলিউড যোগসূত্রকে আরও জোরদার করলেন বিরুষ্কা। তবে, সাধারণ মানুষ তাদের বিয়ের থেকেও বেশি অবাক হয়েছেন অনুষ্কা শর্মার লেহেঙ্গার দাম শুনে। জানা গেছে, বিয়ের দিন কনের বেশে যে ফ্লোরাল পিঙ্ক লেহেঙ্গায় মোহময়ী রূপে সেজেছিলেন আনুশকা শর্মা, তার দাম ২৫ থেকে ৩০ লক্ষ টাকা। যা একটি বিলাসবহুল গাড়ির থেকেও বেশি।
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.