শতাধিক বিবাহিত পুরুষের সঙ্গে শয্যাসঙ্গী হয়েছি!

A WIDOWED ex-model who has had affairs with over 100 married man reckons she’s saved unhappy marriages by sleeping with cheating husbands. Financial consultant Gweneth Lee

A WIDOWED ex-model who has had affairs with over 100 married man reckons she’s saved unhappy marriages by sleeping with cheating husbands. Financial consultant Gweneth Lee
ব্রিটেনের সাবেক এক মডেল সম্প্রতি দাবি করেছেন, অন্তত ১০০ জন বিবাহিত পুরুষের সঙ্গে নাকি সম্পর্কে লিপ্ত হয়েছেন তিনি। পেশায় ফিনান্সিয়াল কনসালটেন্ট গিনেথ লি জানিয়েছেন, তিনি অনেক বিবাহিত পুরুষকে খুশি করে তাদের বৈবাহিক সম্পর্ক নাকি রক্ষা করেছেন৷ আর এসব করে সামান্য পরিমাণও অনুতপ্ত নন৷

গিনেথ জানান, অনেক বিবাহিত পুরুষের স্ত্রীরা জানতেন যে তারা প্রতারিত হচ্ছেন৷ কিন্তু তাদের যৌনজীবন স্বাভাবিক ছন্দে না থাকায়, সেইসব স্ত্রীরা এই প্রতারণাকে এড়িয়ে যান৷

গিনেথ এক অভিজাত এলাকা চেলসিয়াতে থাকেন৷ তার মতে, অনেক মহিলার জীবন থেকে একসময় যৌনসঙ্গম ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়, তারা বন্ধু-সন্তান এইসব নিয়েই তখন থাকেন৷ সে সময় তাদের স্বামীদের অনেকেরই সমস্যা দেখা দেয়৷ স্বামীদের সেই সব স্ত্রীরা ছাড়তেও চান না আবার পরিস্থিতি স্বাভাবিকও রাখতে চান৷ আর সেখানেই গিনেথ যে বড় ভূমিকরা পালন করেছেন তা তিনি নিজেও মানেন৷

বেশিরভাগ পুরুষ ব্রিটেনের একটি ডেটিং ওয়েবসাইটের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করে৷ প্রায় ১০ বছর আগে গিনেথের স্বামী মারা যান৷ তখনই গিনেথ সেই ওয়েবসাইটে তার একটি অ্যাকাউন্ট খোলেন৷ তার তালিকায় বড় বড় ব্যবসায়ী, ডাক্তার থেকে শুরু করে আরও বহু গন্যমান্য ব্যাক্তি রয়েছেন৷

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget