ঘরেই মেয়েকে আটকে রাখতেন বাবা-মা,অতঃপর...!

Daughter freezes to death in locked chamber

Daughter freezes to death in locked chamber
মেয়ে মানসিক ভারম্যহীন। তাই তাকে ঘরেই আটকে রাখতেন বাবা-মা। গত ১৫ বছর বাড়ির বাইরে বের হতে দেননি তারা।

আর তাই কাল হয়ে দাঁড়াল। শেষ পর্যন্ত মৃত্যু হয়েছে সেই যুবতীর। ঘটনাটি ঘটেছে জাপানের টোকিও শহরে। 


খবর অনুযায়ী, সেই যুবতীর নাম আইরি। তার বাবা ইয়াসাতুকা কাকিমোতো এবং মা ইউকারিকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের দাবি, আইরি মানসিকভাবে অসুস্থ ছিলেন।

হিংস্র আচরণ করতেন। সে কারণেই ১৫-১৬ বছর বয়স থেকে তাঁকে ঘরে আটকে রাখতেন বাবা-মা। দিনে মাত্র ১ বার খাবার পেতেন আইরি। 


বছরের পর বছর বাইরের আলো-হাওয়া থেকে দূরে থাকার ফলে অসুস্থ হয়ে পড়েছিলেন আইরি। বিভিন্ন রোগ ও অপুষ্টির কারণে তার ওজন কমে ১৯ কেজি হয়ে গিয়েছিল। শেষে অতিরিক্ত ঠান্ডা লেগে তার মৃত্যু হয়।

আইরির মৃত্যু হওয়ার পর প্রথমে বেআইনিভাবে দেহ লোপাটের চেষ্টার অভিযোগে তার বাবা-মাকে গ্রেফতার করে পুলিশ। 


পরে তদন্তে জানা যায়, ইচ্ছের বিরুদ্ধেই সেই ঘরে আটকে রাখা হত আইরিকে। তাই আইরির বাবা-মার বিরুদ্ধে আরও জোরদার মামলা করার পরিকল্পনা করেছে টোকিও পুলিশ।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget