সস্তা জনপ্রিয়তা পেতে অনেক সময়েই সিনেমায় ধর্ষণ দৃশ্য জুড়ে দেওয়া হয়। অভিনেত্রী সেই দৃশ্য শ্যুট করতে না চাইলেও তাকে ছাড়া হয় না।
তিন দশক আগে এমনই পরিস্থিতির শিকার হয়েছিলেন "মাধুরী দীক্ষিত"।
বাপুর পরিচালনায় একটি সিনেমার শ্যুটিং চলছিল। একটি দৃশ্য ছিল মাধুরীকে ধর্ষণ করবেন সিনেমার খলনায়ক রঞ্জিত। সেই দৃশ্যে অভিনয় করতে চাননি মাধুরী।
পরিচালক জোর দিয়ে বলেছিলেন, 'ধর্ষণ দৃশ্য তো থাকবেই' (রেপ সিন তো হোগা)। পরে সেই দৃশ্য তোলাও হয়।
পরিচালক থেকে ক্রু- সকলেই শ্যুটিংয়ের পরে হাততালি দিয়ে ওঠেন। মাধুরী কথা বলার মতো অবস্থায় ছিলেন না। সেই অভিজ্ঞতার কথাই সম্প্রতি একটি রেডিও চ্যানেলে বর্ণনা করছিলেন অন্নু কাপুর। আর অনুর কথা বলার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের একটি সংবাদপত্র।
সংবাদপত্রের মতে, ঘটনার বর্ণনা রসিয়ে রসিয়ে করেছেন অভিনেতা অন্নু। তাতে নারীদের সম্মানহানি হয়েছে। এতটাই যে 'রেপ সিন তো হোগা' মন্তব্যের পরে ক্যাবের ড্রাইভার হেসে ওঠেন।
কাজমি বলেছেন, তার সহযাত্রী অস্বস্তিতে পড়লে সে কথা চালককে জানান। চালক না হাসার কোনও কারণ দেখেননি। বরং 'রেপ সিন তো হোগা' বলে আবার হেসে ওঠেন।
তিন দশক আগে এমনই পরিস্থিতির শিকার হয়েছিলেন "মাধুরী দীক্ষিত"।
বাপুর পরিচালনায় একটি সিনেমার শ্যুটিং চলছিল। একটি দৃশ্য ছিল মাধুরীকে ধর্ষণ করবেন সিনেমার খলনায়ক রঞ্জিত। সেই দৃশ্যে অভিনয় করতে চাননি মাধুরী।
পরিচালক জোর দিয়ে বলেছিলেন, 'ধর্ষণ দৃশ্য তো থাকবেই' (রেপ সিন তো হোগা)। পরে সেই দৃশ্য তোলাও হয়।
পরিচালক থেকে ক্রু- সকলেই শ্যুটিংয়ের পরে হাততালি দিয়ে ওঠেন। মাধুরী কথা বলার মতো অবস্থায় ছিলেন না। সেই অভিজ্ঞতার কথাই সম্প্রতি একটি রেডিও চ্যানেলে বর্ণনা করছিলেন অন্নু কাপুর। আর অনুর কথা বলার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের একটি সংবাদপত্র।
সংবাদপত্রের মতে, ঘটনার বর্ণনা রসিয়ে রসিয়ে করেছেন অভিনেতা অন্নু। তাতে নারীদের সম্মানহানি হয়েছে। এতটাই যে 'রেপ সিন তো হোগা' মন্তব্যের পরে ক্যাবের ড্রাইভার হেসে ওঠেন।
কাজমি বলেছেন, তার সহযাত্রী অস্বস্তিতে পড়লে সে কথা চালককে জানান। চালক না হাসার কোনও কারণ দেখেননি। বরং 'রেপ সিন তো হোগা' বলে আবার হেসে ওঠেন।
Post a Comment