ইসাবেলা খায়ের হাদিদ ও টেইলর মেরি হিল দুজনেই মার্কিন ফ্যাশন মডেল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো ও বিশ্বখ্যাত ম্যাগাজিন 'ভোগ' এর ফটো শ্যুটে অংশ নিয়েছেন।
আর ওই ফটোশ্যুটে এই মডেল দুজনের কাণ্ড ঝড় তুলেছে নেট দুনিয়ায়। ইসাবেলা ও টেইলর দুজনেই পুরোপুরি নগ্ন হয়ে ফটোশ্যুট করেছেন। তাদের শরীরে একটা সুতোও নেই! তবে তাঁদের দু’জনের শরীরই ঢাকা সুতোর মত কিছু কৃত্রিম নুডলসে।
একটা আকর্ষণীয় ও আবেদনময়ী শটের জন্য খাবারের উপর গড়াগড়িও করেছেন দু’জনে। ইসাবেলার শরীরে নেই কোনও পোশাক। কেবলমাত্র একজোড়া হিল জুতো। পিঠ ফ্যানদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন তিনি। হাত দিয়েই ঢেকেছেন বক্ষযুগল। কোমর ঢেকেছেন আঙুর ফল দিয়ে।
টেইলরের শরীরে নেই কোনও পোশাক। হাত দিয়ে দুটো ক্রস করে রেখেছেন। হাতে রয়েছে একটা সি ফিশ।
আর ওই ফটোশ্যুটে এই মডেল দুজনের কাণ্ড ঝড় তুলেছে নেট দুনিয়ায়। ইসাবেলা ও টেইলর দুজনেই পুরোপুরি নগ্ন হয়ে ফটোশ্যুট করেছেন। তাদের শরীরে একটা সুতোও নেই! তবে তাঁদের দু’জনের শরীরই ঢাকা সুতোর মত কিছু কৃত্রিম নুডলসে।
একটা আকর্ষণীয় ও আবেদনময়ী শটের জন্য খাবারের উপর গড়াগড়িও করেছেন দু’জনে। ইসাবেলার শরীরে নেই কোনও পোশাক। কেবলমাত্র একজোড়া হিল জুতো। পিঠ ফ্যানদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন তিনি। হাত দিয়েই ঢেকেছেন বক্ষযুগল। কোমর ঢেকেছেন আঙুর ফল দিয়ে।
টেইলরের শরীরে নেই কোনও পোশাক। হাত দিয়ে দুটো ক্রস করে রেখেছেন। হাতে রয়েছে একটা সি ফিশ।
Post a Comment