What happens to your social media after death

মৃত্যুর পর কি হবে আপনার সোশ্যাল মিডিয়ায়র!

আপনি চিরদিন বাঁচবেন না। সেটাই স্বাভাবিক। থেকে যাবে আপনার কীর্তিকলাপ। সোশ্যাল মিডিয়ায় অবশ্যই থেকে যাবে আপনার অনেক কিছু। কিন্তু ঠিক কী হয় যখন কেউ মারা যায় তার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের। বহু মানুষ মারা গেছেন, কিন্তু তাদের ফেসবুক অ্যাকাউন্টগুলি রয়েছে বহাল তবিয়তে। যদিও ইউজারের মৃত্যুর ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে ফেসবুকের। ফেসবুক হয় পাকাপাকিভাবে সেই অ্যাকাউন্ট ডিলিট করে দেয়, নয়তো সেটিকে একটি মেমরিয়াল পেজে পাল্টে দেয়। এ ক্ষেত্রে ফ্রেন্ড এবং ফ্যামিলি লিস্টে যারা রয়েছেন, তারা মৃত ব্যক্তির মেমোরিয়াল পেজে পোস্ট করতে পারেন। তবে ইউজার যদি কাউকে ‘লিগ্যাসি কনট্যাক্ট’ দিয়ে যান, তাহলে তার মৃত্যুর পরে সেই ব্যক্তি আংশিকভাবে সেই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। টুইটারে কোনও ইউজারের মৃত্যুর পরে তিনি যাকে অথরাইজ করে দিয়ে যাবেন, একমাত্র তিনিই ইউজারের মৃত্যুর কথা জানাতে পারবেন। তবে সেই ব্যক্তিকে ইউজারের মৃত্যুর পর্যাপ্ত প্রমাণ দিতে হবে। তবে সেই অ্যাকাউন্টে পরিবারের কোনও অধিকার থাকবে না। ইনস্টাগ্রাম প্রোফাইলটিকে মেমোরিয়াল পেজ করে দেয়। তবে সেই অ্যাকাউন্টে কারও অ্যাকসেস থাকবে না।


আপনি চিরদিন বাঁচবেন না। সেটাই স্বাভাবিক। থেকে যাবে আপনার কীর্তিকলাপ। সোশ্যাল মিডিয়ায় অবশ্যই থেকে যাবে আপনার অনেক কিছু। কিন্তু ঠিক কী হয় যখন কেউ মারা যায় তার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের।

বহু মানুষ মারা গেছেন, কিন্তু তাদের ফেসবুক অ্যাকাউন্টগুলি রয়েছে বহাল তবিয়তে। যদিও ইউজারের মৃত্যুর ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে ফেসবুকের। 

ফেসবুক হয় পাকাপাকিভাবে সেই অ্যাকাউন্ট ডিলিট করে দেয়, নয়তো সেটিকে একটি মেমরিয়াল পেজে পাল্টে দেয়। এ ক্ষেত্রে ফ্রেন্ড এবং ফ্যামিলি লিস্টে যারা রয়েছেন, তারা মৃত ব্যক্তির মেমোরিয়াল পেজে পোস্ট করতে পারেন। 

তবে ইউজার যদি কাউকে ‘লিগ্যাসি কনট্যাক্ট’ দিয়ে যান, তাহলে তার মৃত্যুর পরে সেই ব্যক্তি আংশিকভাবে সেই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।

টুইটারে কোনও ইউজারের মৃত্যুর পরে তিনি যাকে অথরাইজ করে দিয়ে যাবেন, একমাত্র তিনিই ইউজারের মৃত্যুর কথা জানাতে পারবেন।

তবে সেই ব্যক্তিকে ইউজারের মৃত্যুর পর্যাপ্ত প্রমাণ দিতে হবে। তবে সেই অ্যাকাউন্টে পরিবারের কোনও অধিকার থাকবে না।
ইনস্টাগ্রাম প্রোফাইলটিকে মেমোরিয়াল পেজ করে দেয়। তবে সেই অ্যাকাউন্টে কারও অ্যাকসেস থাকবে না।

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget