May 2018

Priyanka Chopra gratitude to Sheikh Hasina,Bangladesh PM Sheikh Hasina 30th Most Powerful Woman According,Priyanka Chopra Trolled For Visiting Refugee Camps In Bangladesh,Trolling Priyanka Chopra for visiting Rohingya camp is deplorable,Priyanka Chopra Trolled by Twitterati For her Visit to Bangladesh,Priyanka Chopra Visit to Rohingya Refugee Camp Draws Flak From

Priyanka Chopra gratitude to Sheikh Hasina

প্রধানমন্ত্রীর প্রতি প্রিয়াঙ্কার কৃতজ্ঞতা! 

মিয়ানমারের ১২ লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয়প্রার্থীর মানবেতর জীবনযাপনে বাংলাদেশের মাটিতে প্রতিদিন গড়ে ৬০ রোহিঙ্গা শিশুর জন্মের মত জটিল সংকট নিরসনে বিশ্ববাসীর জোরাল অবস্থান চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)-এর শুভেচ্ছা দূত হিসেবে বাংলাদেশে সফররত প্রিয়াঙ্কা চোপড়া গণভবনে দেখা করতে এলে প্রধানমন্ত্রী এই বার্তা দেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে রোহিঙ্গা শিশুদের জন্য সোচ্চার হতে জাতিসংঘের হয়ে বিশ্ববাসীর প্রতি আবেদন রেখে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, বিশ্বের কোন শিশুরই যেন রোহিঙ্গা শিশুদের মত অবস্থা না হয়।

এসময় মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা শিশুদের আশ্রয় ও শিক্ষার সুযোগ দেয়ায় ইউনিসেফের হয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রিয়াঙ্কা। 

ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রগুলো থেকে ফিরে বাংলাদেশে চার দিনের সফরের শেষ দিনে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের এ বার্তা দেন বলিউড অভিনেত্রী ও শিশু অধিকারে আন্তর্জাতিক খ্যাতিমান কর্মী প্রিয়াঙ্কা চোপড়া।

Priyanka Chopra visited the Rohingya camp in Ukhia of Cox Bazar,Priyanka Chopra visits Rohingya camps in Cox Bazar,Priyanka Chopra Visits Rohingya Camps In Bangladesh,Priyanka Chopra reaches Cox Bazar to visit Rohingya refugee camps,Priyanka Chopra visits Rohingya camps at Cox Bazar in Bangladesh,Priyanka talks to Rohingya in Cox Bazar,Trolling Priyanka Chopra for visiting Rohingya camp,currentbdnewsforall,metronews24

Priyanka Chopra visited the Rohingya camp in Ukhia of Cox Bazar


কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া!

তৃতীয় দিনের মতো কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আজ বুধবার সকাল ৯টার দিকে তিনি প্রথমে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

 এরপর বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কুতুপালং ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় ইউনিসেফ কর্তৃক পরিচালিত শিশুবান্ধব বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং রোহিঙ্গা শিশুদের সাথে কথা বলে তাদের খোজঁ খবর নেন।

প্রিয়াঙ্কা চোপড়া গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিমান যোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে বলিউড অভিনেত্রী সড়কপথে গিয়ে ইনানীর হোটেল রয়েল টিউলিপে যান।

সেখান থেকে ওইদিন বিকেল ৪টায় তিনি মেরিনড্রাইভ সড়ক হয়ে টেকনাফের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এরপর গতকাল মঙ্গলবার টেকনাফের সাবরাং ও উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প এবং লেদা মেকসিফট সেটেলমেন্ট ক্যাম্প পরিদর্শন করেন।

উল্লেখ্য, জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এর শুভেচ্ছা দূত হিসেবে ‘ফ্যাশন’ খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ইনানীর হোটেল রয়েল টিউলিপে অবস্থান করবেন। আগামীকাল বৃহস্পতিবার কক্সবাজার ত্যাগ করবেন তিনি।

Home Minister Asaduzzaman Khan Kamal,Need more evidence against Bodi,Home Minister Asaduzzaman Khan Kamal said Need more evidence against Bodi,Asaduzzaman Khan Kamal- Home Minister Government,home minister of bangladesh,asaduzzaman khan state minister,all minister name of bangladesh,foreign minister of bangladesh,prothom alo,bangla news,bd news,bangladesh,bangladesh newspaper,bangladesh newspapers,banglanews24,all bangla newspaper,bdnews24 bangla,bd news 24,bd newspaper,bangla,bdnews24,Asia

Home Minister Asaduzzaman Khan Kamal said Need more evidence against Bodi


বদির বিরুদ্ধে তথ্যের আরও প্রমাণ দরকার:স্বরাষ্ট্রমন্ত্রী 

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে মাদক বিক্রির সংশ্লিষ্টতার তথ্যের আরও প্রমাণ দরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মাদকের বিরুদ্ধে সরকারের অভিযান শুরুর পর গত কয়েকদিন ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতারা নিহত হচ্ছেন।

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত র‌্যাব ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কুমিল্লায় ২, নীলফামারীতে ২, চট্টগ্রামে ১, নেত্রকোনায় ১, দিনাজপুরে ১, নারায়ণগঞ্জে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১ ও চুয়াডাঙ্গায় ১ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই মাদক বিক্রেতা বলে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগের দিনও বন্দুকযুদ্ধে নিহত ৯ জনকেও মাদক বিক্রেতা বলে দাবি করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মাদক বিক্রির সঙ্গে সব সময়ই কক্সবাজারের আওয়ামী লীগের সংসদ সদস্য বদির নাম আসে, তার বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা যেভাবে বলছেন, আমরা সেভাবে কাজ করছি। আমরা কাউকে ছাড় দিচ্ছি না।

 আপনারা এটাও দেখেছেন আমাদের একজন সংসদ সদস্য কত বছর ধরে জেলে আছেন, সে জামিনও পাননি সেটাও আপনারা দেখেছেন। আইন সবার জন্য সমান। আমরা আইনের বাইরে কাউকে আশ্রয়-প্রশ্রয় দেই না। আপনারা সেটা নিশ্চিত থাকুন।’

‘আপনারা যার (বদি) নাম বলেছেন তিনি একবার জেলে গেছেন, তার বিষয়ে আমরা জানার চেষ্টা করছি, জানছি। আপনারাও তথ্য আমাদের দিন। কেউ আইনের ঊর্ধ্বে নন।’

ইয়াবার রুট হচ্ছে টেকনাফ। ২০১৪-১৫ সালে যতগুলো গোয়েন্দা রিপোর্ট আছে, সেখানে বদির নাম রয়েছে। সবাই মনে করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলে দৃশ্যমান বড় একটি অগ্রগতি আসবে- এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা কাউকে ছাড় দিচ্ছি না প্রথম কথা হলো এটি।

 সে বদি হোক, সংসদ সদস্য হোক, আর যেই হোক। শুধু বললেই তো হবে না, সঠিক প্রমাণটি যার বিরুদ্ধে পাচ্ছি, তাকেই অ্যারেস্ট করছি। তথ্য যেগুলো আসছে এর সঙ্গে প্রমাণাদি না যোগাড় করে আমরা কাউকে নক করছি না।’

বদির বিরুদ্ধে কি কোনো প্রমাণ নেই- একজন সাংবাদিক জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আপনার কাছে যদি কিছু থাকে পাঠিয়ে দেবেন।

সবার কাছে আহ্বান কারো বিরুদ্ধে যদি কোনো প্রমাণ থাকে আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিন। আমাদের কাছে যাদের প্রমাণ আছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।’

তবে সংসদ সদস্য বদির বিরুদ্ধে কোনো তথ্য আপনাদের কাছে নেই- এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবশ্যই আছে। আমাদের আরও প্রমাণের দরকার। প্রমাণ না পেলে আমরা কারো কাছে যাচ্ছি না।’

গোয়েন্দা সংস্থার আগের তালিকায় বদির নাম ছিল কিন্তু সম্প্রতি তালিকায় তার নাম নেই- এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘আপনারা শুনেছেন, আমরা তো দেখছি। আপনারা তো শুনে শুনে অনুমানভিত্তিক কথা বলছেন। আমরা বলছি তথ্য ভিত্তিক, প্রমাণ ভিত্তিক। এই জায়গাটিতেই কথার পৃষ্ঠে কথা এসে যাচ্ছে।’,

Minister,State Ministers will get mobile phone worth 75 thousand,Ministers, State Ministers, Deputy Ministers, Secretaries and Acting Secretaries will get,Ministers, secretaries to get Tk 75,000 for mobile set,Ministers, state ministers, and secretaries to get Tk75,000 to buy phones,Ministers, secretaries to get cell worth Tk 75,000,75 thousand taka mobile phone sets for ministers, secretaries,Ministers, secretaries to get Tk 75,000 for mobile

Minister-State Ministers will get a mobile phone worth 75 thousand


মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ৭৫ হাজার টাকার মোবাইল ফোন পাবেন!

মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব ও ভারপ্রাপ্ত সচিবেরা মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা করে পাবেন। এত দিন এ জন্য তাঁরা ১৫ হাজার টাকা পেতেন।

এ ছাড়া তাঁদের ফোন ব্যবহারের কোনো নির্ধারিত সীমা রাখা হচ্ছে না। যত খরচ হবে, তত টাকা সরকার থেকে দেওয়া হবে। এই সুবিধা রেখে সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা-২০১৮-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।


আজ সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই মন্ত্রিসভায় বৈঠক হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। মন্ত্রিপরিষদ সচিব জানান, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিবসহ যেসব কর্মকর্তা সার্বক্ষণিকভাবে মোবাইলের সুবিধা পান না, তাঁরা মোবাইল ফোন ব্যবহার ভাতা হিসেবে মাসে ১ হাজার ৫০০ টাকা করে পাবেন। এত দিন তাঁরা ৬০০ টাকা করে পেতেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০০৪ সাল থেকে এই নীতিমালাটা কার্যকর ছিল। এখন এটাকে যুগোপযোগী করা হলো। তবে মন্ত্রিসভায় কয়েকটি অনুশাসন দিয়েছে।

এর মধ্যে উচ্চ আদালতের বিচারপতিদের বিষয়টিও এখানে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার-প্রধানকে রোমিং সুবিধাসহ এখানে অন্তর্ভুক্ত করার অনুশাসন দিয়েছে।

আজকের সভায় হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইনের খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনটি ১৯৭৭ সালে অধ্যাদেশ আকারে করা হয়েছিল। মূলত, সেটাকে রেখে এটাকে আইন আকারে করা হচ্ছে।

Bangabandhu satellite,Bangabandhu-1,How will Bangladesh be benefited by the Bangabandhu satellite,Falcon 9,Bangabandhu-1,Launching of Bangabandhu satellite once again deferred,Bangabandhu Satellite-1 Mission,bangladesh satellite map,bangla news papers,bangladesh newspaper,bangladesh news papers,newspaper bangladesh,newspaper in bangladesh,taylor swift,prothom alo,bangla news,bd news,bangladesh,bangladesh newspaper,bangladesh newspapers,banglanews24,all bangla newspaper,bdnews24 bangla,bd news 24,bd newspaper,bangla,bdnews24,Asia

Bangabandhu satellite


বঙ্গবন্ধু স্যাটেলাইটের সুবিধা পেতে আরও তিন মাস লাগবে !

বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু -১ এর সুবিধা পেতে আরও তিনি মাস লাগবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, আমরা এটিকে তিন মাসের মধ্যে কার্যকর অবস্থায় নিয়ে যেতে পারব। 


এটি ব্যবহারে দেশের প্রতি অগ্রাধিকার দিচ্ছি। বিশেষ করে যারা স্যাটেলাইট চ্যানেল চালান তাদের প্রতি। এরপর আমরা আন্তজার্তিকভাবে এটি ব্যবহার করব।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৪ তম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্যে মোস্তাফা জব্বার বলেন, আমরা আপনাদের সুসংবাদ দিতে চাই। আপনারা জানেন, বাংলাদেশি সময় ১২ মে বঙ্গবন্দু স্যাটেলাই-১ উৎক্ষেপণ করা হয়। সফলভাবে উৎক্ষেপণের পর আমরা অপেক্ষা করেছিলাম এটি কখন সুনির্দিষ্ট কক্ষপথে দাঁড়াবে।
আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে গত (সোমবার ) রাত্রে নির্দিষ্ট যে কক্ষপথ ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, সেই জায়গাতে স্থাপিত হয়েছে। এটিই তার দুনির্দিষ্ট জায়গা। সবচেয়ে বড় সুখবর হলো- এখন পর্যন্ত আমরা এর মধ্যে কোনো ত্রুটি পাইনি।

বৈঠকে সংসদে উত্থাপিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ নিয়ে আলোচনা হয়। কমিটির সদস্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মোয়াজ্জেম হোসেন রতন, শওকত হাচানুর রহমান (রিমন), কাজী ফিরোজ রশীদ, হোসনে আরা লুৎফা ডালিয়া এবং বিশেষ আমন্ত্রণে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার ও আইনমন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশ নেন।

 এ ছাড়া কমিটির আমন্ত্রণে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের প্রেসিডেন্ট সালমান এফ রহমান, ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হক বাবু, বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, সম্পাদক পরিষদের সভাপতি দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার এবং দি ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম বৈঠকে যোগ দেন।

Media Speculates About Possible Death of Saudi Crown Prince Mohammed bin Salman

সৌদি প্রিন্স সালমানের মৃত্যু নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে তোলপার!

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জীবিত আছেন কিনা তা নিয়ে কয়েকদিন ধরেই নানান কানাঘুষা চলছে। বিভিন্ন ধরনের খবর প্রকাশ হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে। সন্দেহের শুরু করেছে ইরানের গণমাধ্যমগুলো।


 প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দীর্ঘদিন ধরে জনসম্মুখে না আসা এই বিতর্কে ঘি ঢেলেছে। বাড়ছে আলোচনার নানান ডালপালা। সুযোগ তৈরি করেছে পাল্টাপাল্টি ধারণা পোষণের। ইরানি গণমাধ্যমগুলোর ধারণা, গত মাসের শেষ দিকে এক ‘অভ্যুত্থানচেষ্টায়’ গুলিবিদ্ধ হওয়ার পর মোহাম্মদ মারা গেছেন।

 অবশ্য পাল্টা খবরে রাশিয়ার বার্তা সংস্থা বলছে, সৌদি রাজপ্রাসাদে গোলাগুলির সপ্তাহখানেক পরের এক অনুষ্ঠানেও মোহাম্মদকে দেখা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর, গত ২১ এপ্রিল রিয়াদের রাজপ্রাসাদ থেকে তুমুল গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায়।

সম্ভাব্য কোনো অভ্যুত্থানচেষ্টার ফল ওই গোলাগুলি, এমনটাও ধারণা করেছিলেন অনেকেই।

 ঘটনার সময় সৌদি বাদশাহ সালমান প্রাসাদ ছেড়ে কাছাকাছি একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছিলেন বলে দাবি করেছিল স্থানীয় বেশকটি গণমাধ্যম। বাদশা সে সময় কিং খালিদ ঘাঁটিতে আশ্রয় নেন এমন খবরও আছে।

যদিও সৌদি সরকারের দাবি রাজ প্রাসাদের খুব কাছ দিয়ে উড়ে যাওয়া একটি ড্রোন ভূপাতিত করতেই নিরাপত্তা রক্ষীরা গুলি ছুড়েছিল। সৌদি আরবের সঙ্গে মুখোমুখি বিরোধে থাকা ইরানের রক্ষণশীল দৈনিক কায়হানের দাবি, গত ২১ এপ্রিল রিয়াদের রাজপ্রাসাদে হওয়া অভ্যুত্থানচেষ্টার ঘটনায় সৌদি ক্রাউন প্রিন্সের গায়ে অন্তত দুটি গুলি লেগেছে।

এর পর থেকে মোহাম্মদকে আর জনসম্মুখে দেখা যায়নি জানিয়ে ওই গুলির ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা তেহরানের শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সংবাদমাধ্যমটির।

 অন্য গণমাধ্যম প্রেস টিভিও একই শঙ্কা প্রচার করেছে, কারণ এপ্রিলের শেষ ভাগ থেকে সৌদি যুবরাজের নতুন কোনো আলোকচিত্র কিংবা ভিডিও প্রকাশিত হয়নি।

এ ছাড়া নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এপ্রিলের শেষ সপ্তাহে রিয়াদ সফরের সময়ও মোহাম্মদকে দেখা না যাওয়ায় সন্দেহের মাত্রা তীব্রতর হচ্ছে বলে দাবি তাদের। ইরানি বার্তা সংস্থা ফারস বলছে, মোহাম্মদ বিন সালমান এমন একজন ব্যক্তি যাকে প্রায়ই গণমাধ্যমে দেখা যেত কিন্তু রিয়াদের ওই গোলাগুলির পর ২৭ দিন ধরে অনুপস্থিতি তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

তবে, গোলাগুলির ঘটনার পরও মোহাম্মদ বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলে দাবি অনেকেরই। এমন দাবি করে রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক বলেছে, অভ্যুত্থানচেষ্টার সপ্তাহখানেক পরে কয়েকশ কোটি ডলারের একটি এন্টারটেইনমেন্ট রিসোর্ট কিদিয়ার উদ্বোধনী অনুষ্ঠানেও বাদশাহ সালমানের পাশে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দেখা গেছে।

নানান আলোচনার পরিপ্রেক্ষিতে শুক্রবার সৌদি ক্রাউন প্রিন্সের ব্যক্তিগত দফতরের পরিচালক বাদের আল-আসাকের টুইটারে সৌদি যুবরাজের সঙ্গে আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, বাহরাইনের বাদশাহ বিন ইসা ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির একটি গ্রুপ ছবি পোস্ট করেছেন।

ক্যাপশনে লিখেছেন, ‘কয়েক দিন আহে দুই ভাইয়ের এক বন্ধুত্বপূর্ণ বৈঠক আয়োজন করেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। তবে ছবিটি কত তারিখের তা জানাননি ওই কর্মকর্তা।’

অন্যদিকে, সৌদি ক্রাউন প্রিন্স নিয়ে ইরানের খবরকে সন্দেহের চোখে দেখছে পুরো বিশ্বই। কারণ মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়ানোকে কেন্দ্র করে সুন্নি প্রধান সৌদি আরবের সঙ্গে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের মতবিভেদ কয়েক দশক ধরেই।

 সর্বশেষ ইয়েমেন ও সিরিয়া যুদ্ধেও তাদের অবস্থান একে অপরের বিপক্ষে। এ ছাড়া রিয়াদে হুতিদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলাও দুই দেশের টানাপড়েন আরও বাড়িয়েছে। ইরানের অভিযোগ সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেছে।

এরই মধ্যে গত মার্চে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালে দেওয়া সাক্ষাৎকারে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, ১০ থেকে ১৫ বছরের মধ্যে ইরানের সঙ্গে যুদ্ধ বেধে যেতে পারে।

তাই সংঘর্ষ এড়াতে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স। এসব বিরোধের কারণেই খবরকে পুরোপুরি বিশ্বাস করছে না বিশ্ব। কিন্তু ক্রাউন প্রিন্সের গণমাধ্যমে অনুপস্থিতি সবাইকে ফেলেছে দোটানায়।

আরও পড়ুলঃ অভ্যুত্থান চেষ্টার সময় সৌদির ক্রাউন প্রিন্স সালমান নিহত!

Sridevi death not an accident, it is a planned murder,Boney Kapoor reveals what happened before Sridevi death,Sridevi death in Dubai, Bathtub deaths not as uncommon as you think,Sridevi Death, an Accident or Murder,Sridevi Death News & Funeral Update,Sridevi death after accidental drowning in hotel bathtub raises,Sridevi Death Controversy,Superstar, death a planned murder,sridevi death mystery,sridevi death reason,sridevi death cause,sridevi death youtube,sridevi death pic,sridevi death photo last,sridevi death video full,sridevi death latest news

Sridevi death not an accident, it is a planned murder

 'শ্রীদেবীর মৃত্যু পরিকল্পিত'

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী ভারতের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী(Sridevi ) ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হোটেলে ৫৪ বছর বয়সে মারা যান।
তার মৃত্যু নিয়ে ইতোমধ্যে নানা ধরনের রহস্য সৃষ্টি হয়েছে। মৃত্যুটি স্বাভাবিক না অস্বাভাবিক তা নিয়ে চলছে জল্পনা কল্পনা।

প্রথমে শোনা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে হোটেলের বাথটাবের পানিতে ডুবে মারা যান শ্রীদেবী। পরে দুবাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিলো, হৃদরোগে নয় দুর্ঘটনাবশত বাথটাবের পানিতে ডুবে মৃত্যু হয় তার।

তবে শ্রীদেবীর মৃত্যু নিয়ে এবার প্রশ্ন তুলেছেন দিল্লি পুলিশের অবসরপ্রাপ্ত এসিপি বেদ ভূষণ।  'শ্রীদেবীর মৃত্যু পরিকল্পিত'।শ্রীদেবীকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

বেদ বলেন, কাউকে চাইলেই তো জোর করে বাথটাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যায়। পানিতে ডুবিয়ে রেখে তার নিঃশ্বাস বন্ধ করে তাকে হত্যা করা সম্ভব। এতে করে কোনো প্রমাণ ছাড়াই একজন মানুষকে মেরে ফেলা যায়। শ্রীদেবীকেও পরিকল্পনা করেই হত্যা করা হয়েছে।

এক সাক্ষাৎকারে বেদ ভূষণ শ্রীদেবীর মৃত্যু নিয়ে দুবাই পুলিশের ময়নাতদন্তের প্রতিবেদন বিষয়ে জানান, আরব আমিরাতের আইন ব্যবস্থার প্রতি আমাদের সম্মান রয়েছে।

 কিন্তু তারা শ্রীদেবীর ময়নাতদন্তের যে প্রতিবেদনটি জমা দিয়েছেন সেটি নিয়ে আমরা সন্তুষ্ট নই। ঠিক কি হয়েছিলো তার সঙ্গে আমরা সেটি জানতে চাই। এখনও অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি রয়েছে। আমরা দুবাই যাবো এবং সবকিছু পুনরায় তদন্ত করবো।’

শ্রীদেবীর মৃত্যুর তদন্ত করার জন্য তিনি দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ার্সে গিয়েছিলেন। কিন্তু হোটেলের ওই ঘরে তাকে ঢুকতে দেওয়া হয়নি। তাই তিনি পাশের ঘর থেকে সম্পূর্ণ ঘটনাটি বোঝার চেষ্টা করেছেন এবং সিদ্ধান্তে এসেছেন যে, 'শ্রীদেবীর মৃত্যু পরিকল্পিত'।

এর আগে, শ্রীদেবীর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছিলেন আইনজীবী সুনীল সিংহও। তিনি বলেছিলেন, ৫.৭ ফুট উচ্চতাবিশিষ্ট একজন কী করে ৫.১ লম্বা বাথটাবে ডুবে যাবেন!

Saudi Arabia crown prince,Where is Mohammad bin Salman,Where is Mohammad bin Salman

Mohammad bin Salman

অভ্যুত্থান চেষ্টার সময় সৌদির ক্রাউন প্রিন্স  সালমান নিহত!

সৌদির প্রভাবশালী যুবরাজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বেশ কিছুদিন ধরে জনসম্মুখে অনুপস্থিত ইরানের বেশ কিছু গণমাধ্যমকে বিস্মিত করেছে। 
তাদের ধারণা, গত মাসে এক অভ্যুত্থান চেষ্টার সময় তিনি নিহত হন। খবর স্পুটনিক নিউজের।

ইরানের গণমাধ্যমগুলোর দাবি, গত ২১ এপ্রিল রিয়াদের রাজপ্রাসাদে এক হামলার ঘটনা ঘটে। এ সময় গোলাগুলিতে সৌদি যুবরাজ সালমান নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে আরব রাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্তকর্তার কাছে আসা গোপন প্রতিবেদনের বরাত দিয়ে ইরানের কাইহান পত্রিকা দাবি করছে, সৌদির রাজপ্রাসাদে হামলার সময় যুবরাজ সালমানের শরীরে দু'টি বুলেট আঘাত হানে। তিনি হয়তো মারা গেছেন। কারণ ওই ঘটনার পর যুবরাজকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

এদিকে, প্রেস টিভি বেশ কিছু বিষয়ের উপর নজর দিয়ে জানিয়েছে, ওই ঘটনার পর থেকে সৌদি কর্তৃপক্ষ যুবরাজ সালমানের কোনো ছবি বা ভিডিও প্রকাশ করেনি। এপ্রিলের শেষের দিকে যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সৌদি সফরে গেলে তখনও যুবরাজ সালমানকে কোনো ছবিতে দেখা যায়নি।

প্রেস টিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, গণমাধ্যমে যুবরাজ সালমানকে প্রায়ই দেখা যায়। কিন্তু রিয়াদে ওই গোলাগুলির পর গত ২৭ দিন ধরে তাকে আর গণমাধ্যম দেখা যাচ্ছে না। ফলে দীর্ঘ সময় যুবরাজ সালমানের এমন অনুপস্থিতি তার বেঁচে থাকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

Gaza protests: Eight-month-old Palestinian baby dies from tear gas inhalation after ‘massacre’ at border

Eight-month-old Palestinian baby 'dies from tear gas inhalation' after 'massacre' at border

ইসরায়েলি বর্বরতায় রক্ষা পায়নি  ৮ মাসের শিশুটিও !

গাজা সীমান্তে ইসরায়েলি সেনাদের হত্যাকাণ্ডের ঘটনায় ৮ মাসের শিশুটিও রেহাই পেল না! এক ফিলিস্তিনি মা প্রাণহীন শিশুকন্যাকে বুকে নিয়ে অঝোরে কাঁদছিলেন। 

বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যমে বলা হয়, ইসরায়েলি সেনাদের কাঁদানে গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারায় শিশুটি।

জানা যায়, ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত নিরপরাধ ফিলিস্তিনির মধ্যে ১৬ বছরের কম ৮টি শিশুও রয়েছে। যাদের মধ্যে সবচেয়ে কম বয়স ছিল লাইলার। শিশুটি সবে আট মাসে পা দিয়েছিল।
Eight-month-old Palestinian baby 'dies from tear gas inhalation' after 'massacre' at border

এদিকে, গতকাল মঙ্গলবার জাতিসংঘে এ ঘটনায় নিন্দা জানিয়েছে রাশিয়াও চীন। তাছাড়া, ইসরাইলি সেনাদের এ হত্যাকাণ্ড মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন এবং তা যুদ্ধাপরাধ বলে জানিয়েছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
শিশু লাইলার'র ব্যাপারে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তেলআবিব থেকে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তর উদ্বোধনের সময় বিক্ষোভে ইসরাইলি কাঁদানে গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে শিশুটি মারা গেছে।

ইসরায়েলি সৈন্যদের গুলিতে ফিলিস্তিনিদের নিহত হওয়ার পর তুরস্ক এ ঘটনাকে হত্যাযজ্ঞ বলে বর্ণনা করেছে। আর মিশর অভিযোগ করেছে, ইসরায়েল ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের টার্গেট করছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার জেইদ বিন রাদ জেইদ আল হুসেইন বলেছেন, যারা এ জঘন্য মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।

এ ব্যাপারে ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুসালেমে সরিয়ে নেওয়ার ঠিক কয়েক ঘণ্টা আগে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের উপর ইসরায়েলি বাহিনী গুলি চালায়। গত কয়েক সপ্তাহ ধরেই গাজা-ইসরায়েল সীমান্তে ফিলিস্তিনিদের বিক্ষোভ চলছে।

তবে যুক্তরাষ্ট্রের দূতাবাস সরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। কিন্তু ইউরোপসহ সারা বিশ্বের বিভিন্ন দেশ এর তীব্র নিন্দা জানিয়েছে।

 তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুসালেমে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হওয়ার পর থেকেই ফিলিস্তিনিরা এর বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে

আরও পড়ুণঃ"তাসফিয়া"র মৃত্যুতে এখন সন্দেহের তীর আদনানের বন্ধু সোহেলের দিকে!


bangabandhu satellite bangladesh,bangabandhu satellite benefits,bangabandhu-1 launch,bangabandhu satellite launch date,bangladesh satellite news,bangabandhu-1 launch date,bangabandhu satellite company,bangabandhu satellite ground control station
Satellite Bangabandhu-1

স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য!


অবশেষে বাংলাদেশের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বিশ্বের ৫৭তম দেশ হিসেবে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে মহাকাশে যাচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১(Satellite Bangabandhu-1)।

 বাংলাদেশের প্রথম স্যাটেলাইট নিয়ে সাধারণ মানুষের জানার আগ্রহ চোখে পড়ার মতো। চলুন জেনে নেয়া যাক এর কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। খবর-বিবিসি'র।


স্যাটেলাইটের ধরণ : মহাকাশে প্রায় ৫০টির বেশি দেশের দুই হাজারের উপর স্যাটেলাইট বিদ্যমান। এগুলোর মধ্যে রয়েছে-আবহাওয়া স্যাটেলাইট, পর্যবেক্ষক স্যাটেলাইট, ন্যাভিগেশন স্যাটেলাইট ইত্যাদি। তবে বিএস-ওয়ান হল যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইট।

কর্মপরিধি : টিভি চ্যানেলগুলোর স্যাটেলাইট সেবা নিশ্চিত করাই বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রধান কাজ। এর সাহায্যে চালু করা যাবে ডিটিএইচ বা ডিরেক্ট টু হোম ডিশ সার্ভিস।

এছাড়া যেসব জায়গায় অপটিক কেবল বা সাবমেরিন কেবল পৌঁছায়নি সেসব জায়গায় এ স্যাটেলাইটের সাহায্যে নিশ্চিত হতে পারে ইন্টারনেট সংযোগ।

স্যাটেলাইটের ফুটপ্রিন্ট : বঙ্গবন্ধু স্যাটেলাইটের অবস্থান ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমার কক্ষপথে। এর ফুটপ্রিন্ট বা কভারেজ হবে ইন্দোনেশিয়া থেকে তাজিকিস্তান পর্যন্ত বিস্তৃত।

শক্তিশালী কেইউ ও সি ব্যান্ডের মাধ্যমে এটি সবচেয়ে ভালো কাভার করবে পুরো বাংলাদেশ, সার্কভুক্ত দেশসমূহ, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া।

স্যাটেলাইট অপারেশন : আর্থ স্টেশন থেকে ৩৫ হাজার ৭৮৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্যাটেলাইটটির কক্ষপথে যেতে সময় লাগবে ৮-১১ দিন। আর পুরোপুরি কাজের জন্য প্রস্তুত হবে ৩ মাসের মধ্যে।

এরপর প্রথম ৩ বছর থ্যালাস অ্যালেনিয়ার সহায়তায় এটির দেখভাল করবে বাংলাদেশ। পরে পুরোপুরি বাংলাদেশি প্রকৌশলীদের হাতেই গাজীপুর ও রাঙামাটির বেতবুনিয়া আর্থ স্টেশন থেকে নিয়ন্ত্রিত হবে এটি।

স্যাটেলাইট নির্মাণ : ৩.৭ টন ওজনের বঙ্গবন্ধু স্যাটেলাইটটির ডিজাইন। এটা তৈরি করেছে ফ্রান্সের কোম্পানি থ্যালাস অ্যালেনিয়া স্পেস। আর যে রকেট এটাকে মহাকাশে নিয়ে যাচ্ছে সেটি বানিয়েছে যুক্তরাষ্ট্রের স্পেসএক্স।

উৎক্ষেপণ হচ্ছে ফ্লোরিডার লঞ্চপ্যাড থেকে।

বঙ্গবন্ধু স্যাটেলাইটের ৪০টি ট্রান্সপন্ডার রয়েছে। এর মধ্যে ২০ দেশে ব্যবহারের জন্য এবং ২০টি ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা আয় সম্ভব। এ ছাড়া নিজস্ব স্যাটেলাইট থাকায় বৈশ্বিক টেলিযোগাযোগের ক্ষেত্রে পরনির্ভরশীলতার অবসান হবে। টেলিমেডিসিন, ই-লার্নিং, ই-গবেষণা, ভিডিও কনফারেন্স, প্রতিরক্ষা ও দুর্যোগপূর্ণ অবস্থায় জরুরি যোগাযোগের ক্ষেত্রেও ভূমিকা রাখবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।

Chattogram schoolgirl Tasfia murder Amin murder Prime suspect

Tasfia Amin 

"তাসফিয়া"র মৃত্যুতে এখন সন্দেহের তীর আদনানের বন্ধু সোহেলের দিকে!

চট্রগ্রাম নগরীর সানশাইন গ্রামার স্কুলের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়া আমিনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এখন সন্দেহের তীর আদনানের বন্ধু সোহেলের দিকে।
তাসফিয়া ও আদনান দু’জনের পরিবারই জানিয়েছে, সোহেলকে গ্রেফতার করতে পারলে ঘটনার প্রকৃত রহস্য উম্মোচন হবে। দুই পরিবারই তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিন  বলেন, ‘সোহেল সবসময় আদনানের সঙ্গে থাকতো। ঘটনার দিন তার কাছ থেকেই আমরা জানতে পারি তাসফিয়া আদনানের সঙ্গে রেস্টুরেন্টে গিয়েছে।
সোহেলের কাছ থেকে নম্বর নিয়ে ওইদিন তাসফিয়ার আম্মু আদনানকে ফোন করে তাসফিয়াকে বাসায় পাঠিয়ে দিতে বলেন। সোহেলকে গ্রেফতার করতে পারলে প্রকৃত ঘটনা জানা যাবে।’


তবে আদনানকেই তিনি প্রধান সন্দেহভাজন মনে করছেন। মোহাম্মদ আমিন বলেন, ‘আদনানই তার বন্ধুদের মাধ্যমে আমার মেয়েকে খুন করেছে। আমি আমার মেয়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।’

তাসফিয়া হত্যার ঘটনায় মোহাম্মদ আমিন পতেঙ্গা থানায় আদনানসহ ছয়জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। ওই মামলায় সোহেলকে দুই নম্বর আসামি করা হয়েছে।

মামলার এজাহারে মোহাম্মদ আমিন উল্লেখ করেন, ‘আদনান মির্জার সঙ্গে গত দুই/তিন মাস আগে আমার মেয়ের বন্ধুত্ব হয়। একপর্যায়ে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মনোমালিন্য সৃষ্টি হয়।

তাই আমার মেয়ের প্রতি আক্রোশের বশবর্তী হয়ে তাকে বাসা থেকে ডেকে নিয়ে আদনান মির্জা মামলার অপরাপর আসামিদের সহায়তায় তাকে নেভাল বিচ এলাকায় নিয়ে অজ্ঞাত আসামিদের পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে।’
 আরও পড়ুণ ঃ


আদনানের বাবা ইস্কান্দার মির্জা বলেন, ‘সোহেলের মাধ্যমে আদনানের সঙ্গে তাসফিয়ার পরিচয় হয়। আদনান গতবছর সানশাইন স্কুল থেকে অষ্টম শ্রেণি পাস করার পর এবার তাকে বাংলাদেশ এলিমেন্টারি স্কুলে ভর্তি করা হয়।

অন্যদিকে, তাসফিয়ার এই বছর সানশাইন গ্রামার স্কুলে ভর্তি হয়। তাই তাসফিয়ার সঙ্গে আদনানের পরিচয় হওয়ার সুযোগ নেই। সোহেলই তাসফিয়াকে আদনানের সঙ্গে একমাস আগে পরিচয় করিয়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘আমরাও চাই তাসফিয়ার মৃত্যু রহস্য উন্মোচন হোক। যত তাড়াতাড়ি তার মৃত্যুর রহস্য উম্মোচন হবে, তত তাড়াতাড়ি আমার ছেলে ছাড়া পাবে। কারণ, আমার ছেলে নির্দোষ। ঘটনার দিন বিকাল ৫টায় সে বাসা থেকে বের হয়।

 সন্ধ্যায় তাসফিয়াকে রেস্টুরেন্ট থেকে সিএনজিতে তুলে দিয়ে সন্ধ্যা ৭টার দিকে তার ফুফুর বাসায় যায়।

পরে সেখান থেকে তাসফিয়ার বাবার কল পেয়ে আবার ওই রেস্টুরেন্টে যায়। রাত সাড়ে ১১টা পর্যন্ত তাসফিয়ার বাবার সঙ্গে থাকার পর রাত পৌনে ১২টার দিকে বাসায় আসে। এরপর পরদিন বিকাল ৫টা পর্যন্ত সে বাসায় ছিল। তাহলে সে কীভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে?’

তিনি আরও বলেন, ‘আমি আজ  শনিবার (৫ মে) দুপুরে কারাগারে আমার ছেলের সঙ্গে কথা বলেছি। সে জানিয়েছে তাসফিয়ার মৃত্যুর সঙ্গে তার কোনও সম্পৃক্ততা নেই। শুধু রেস্টুরেন্টে খেতে গেছে, এর বাইরে সে কিছু জানতো না।

 রিচ কিডস গ্রুপ নামে কোনও গ্রুপের সঙ্গে তার সম্পৃক্ততা নেই বলে সে আমাদের জানিয়েছে এবং পুলিশও তাকে এ ধরনের কোনও বিষয়ে জিজ্ঞাসাবাদ করেনি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সোহেলের মাধ্যমে আসিফ মিজানের সঙ্গে আদনানের পরিচয়। সেই সূত্র ধরে ফিরোজের সঙ্গে (যুবলীগ নামধারী অস্ত্র মামলার আসামি) পরিচয় হয়।’

ইস্কান্দর মির্জা বলেন, ‘ঘটনার দিন রাত থেকে পরদিন বিকাল পর্যন্ত সে আমাদের বাসায় ছিল। আমরা তার মধ্যে কোনও অস্বাভাবিক আচরণ দেখিনি। পরদিন বিকালে আসিফ মিজানই তাকে কল করে পুলিশের হাতে ধরিয়ে দেয়।’

তিনি বলেন, কারাগারে দেখা করতে গেলে আদনান আমাদের জানিয়েছে বুধবার বিকাল সোয়া ৫টার দিকে আসিফ মিজান মোবাইল ফোনে কল করে তাকে বাসা থেকে বের করে।

বাসার একটু সামনে থেকে প্রাইভেট কারে করে আসিফ মিজান প্রথমে তাকে মুরাদপুর নিয়ে যায়। পরে সেখানে আকরাম নামে একজন আসে। আকরাম আদনানকে জানায় একজন বড় ভাই (পুলিশ) আসবেন, উনি তোকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাবে।

জিজ্ঞাসাবাদ শেষে তোকে আবার বাসায় পৌঁছে দেবে। পরে ওই গাড়িতে করে তারা দুজন আদনানকে নাছিরাবাদ এলাকায় নিয়ে যায়।

 সেখানে আসাদ নামে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তারা চলে যায়। আসাদ মির্জাপুল এলাকায় নিয়ে তাকে পুলিশের একটি কালো হাইয়েস গাড়িতে তুলে দেয়।

ওই গাড়িতে তাসফিয়ার চাচা নুরুল আমিনও ছিলেন। যদি আদনান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতো তাহলে সে আসিফ মিজানের কথায় বাসা থেকে বের হতো না।’

ইস্কান্দার মির্জা আরও বলেন, ‘ঘটনার পর থেকে সোহেলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, সে বাসায়ও নেই। সে আত্মগোপনে। আমাদের ধারণা এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা থাকতে পারে। তাকে গ্রেফতার করতে পারলে ঘটনার রহস্য উন্মোচিত হবে।’

এ বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার (কর্ণফুলী জোন) জাহেদুল ইসলাম  বলেন, ‘আমরা সোহেলসহ অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছি। শুক্রবার রাতে সবার বাসায় অভিযান চালানো হয়েছে। কাউকে পাওয়া যায়নি।’

তাসফিয়ার মৃত্যু রহস্য উন্মোচনে পুলিশ কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা তাসফিয়ার মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করে যাচ্ছি। আমাদের একটু সময় দিন। খুব শিগগির আমরা প্রকৃত ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে পারবো।’
সূত্র: বাংলা ট্রিবিউন

Police find out answers of several questions over the mysterious death of Tasfia Amin

"তাসফিয়া"কে বহনকারী সেই সিএনজি অটোরিকশাটি সনাক্ত!

নগরের গোলপাহাড় মোড়ের চায়নাগ্রিল রেস্টুরেন্ট থেকে বেরিয়ে স্কুলছাত্রী তাসফিয়া আমিনকে বহনকারী সেই সিএনজি অটোরিকশাটির খোঁজ মিলেছে। একাধিক সিসিটিভি ফুটেজ দেখে অটোরিকশাটি সনাক্ত করেছে পুলিশ।

নগর পুলিশের কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ‘স্কুলছাত্রী তাসফিয়া হত্যাকাণ্ডের ক্লু উদঘাটনে একাধিক ইস্যু নিয়ে সামনের দিকে এগুচ্ছি। 


নগরের গোলপাহাড় মোড়ের চায়নাগ্রিল রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তাসফিয়া নিজ বাসায় না গিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতের ১৮ নম্বর ব্রিজঘাটে কেন গেলো, কিভাবে গেলো? এবিষয়টি নিয়ে আমরা কাজ করছি।

ইতিমধ্যে চায়নাগ্রিল রেস্টুরেন্ট, জিইসিসহ পতেঙ্গায় যাওয়ার পথে থাকা একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তাসফিয়াকে বহনকারী সেই সিএনজি অটোরিকশাটি আমরা সনাক্ত করেছি।

অটোরিকশা ও চালককে গ্রেফতারে অভিযান চলছে।’পাশাপাশি তাসফিয়া হত্যাকাণ্ডের ঘটনায় অন্যকোন কারণ আছে কিনা, সেই বিষয় নিয়েও তদন্ত চলছে বলেও জানান তিনি।
Police find out answers of several questions over the mysterious death of Tasfia Amin, a ninth grader of Sunshine Grammar School and College in Chittagong


এর আগে বুধবার (০২ মে) সকালে স্থানীয়দের খবরে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতের ১৮ নম্বর ব্রিজঘাটের পাথরের ওপর থেকে সা্নসাইন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়া আমিনের (১৬) মরদেহ উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ।

পরে একই দিন সন্ধ্যায় নগরের খুলশী থানার জালালাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে তাসফিয়ার বন্ধু আদনান মির্জাকে আটক করে। আটক আদনান মির্জা বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের নবম শ্রেণির ছাত্র এবং ব্যবসায়ী ইস্কান্দার মির্জার ছেলে।

এ ঘটনায় বৃহস্পতিবার (০৩ মে) তাসফিয়ার বাবা বাদী হয়ে আটক আদনান মির্জাকে প্রধান আসামি করে পতেঙ্গা থানায় ৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

অন্য এক প্রশ্নের উত্তরে পুলিশের এসি মো. জাহেদুল ইসলাম বলেন, ‘তাসফিয়ার বন্ধু আদনান মির্জা। সেই আদনান মির্জার সাথে চায়নাগ্রিল রেস্টুরেন্টে দেখা করতে আসে স্কুলছাত্রী তাসফিয়া।

আরও পড়ুন ঃ



সেই রেস্টুরেন্টে থাকাবস্থায় তাসফিয়ার মায়ের ফোন পেয়ে দ্রুত বেরিয়ে পড়েন তারা।

আদনান ১০০ টাকা দিয়ে তাসফিয়াকে নগরের ও আর নিজাম রোডের বাসায় দ্রুত যাওয়ার জন্য সিএনজি অটোরিকশায় তুলে দেন।

কিন্তু তাসফিয়া বাসায় ফিরে না গিয়ে পতেঙ্গার ১৮ নম্বর ব্রিজঘাটে চলে যায়। তখন তাসফিয়ার হাতে তেমন কোন টাকা ছিলো না।

তাহলে পতেঙ্গায় পৌঁছে তাসফিয়া সিএনজি অটোরিকশার এতো ভাড়া কিভাবে দিলো। আমাদের ধারণা, তাসফিয়ার হাতে একটি স্বর্ণের আংটি ছিলো।
ভাড়ার বদলে সিএনজি চালককে হয়তো সেই আংটি দিয়েছে তাসফিয়া। নাকি এতে অন্যকোন কারণ জড়িত।

সেই সিএনজি অটোরিকশা চালক ও তাসফিয়ার আংটির সন্ধান পেলে এ আলোচিত হত্যাকাণ্ড তদন্তে অগ্রগতি হবে। ’
‘শিগগিরই ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাবো।  রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
সূত্র :বাংলা নিউজ

Friend Who Has Been Sexually Molested

এবার চট্টগ্রামে বাসে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা!

এবার চট্টগ্রামে বাসে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা সেই বাসের চালক ও হেলপারকে গণপিটুনী দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে।

শনিবার দুপুরে নগরীর ওয়াসার মোড় এলাকায় গণপিটুনীর এ ঘটনা ঘটে। ঘটনাস্থল নগরীর ইপিজেড থানায় হওয়ায় তাদের ওই থানায় সোপর্দ করা হয়েছে। তারা হলেন বাস চালক মো রাসেল ও হেলপার মো. হানিফ।

নগরীর চকবাজার থানার ওসি নুরুল হুদা বলেন, ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকা থেকে বহদ্দারহাটগামী ১০ নম্বর বাসে ওঠে সেই ছাত্রী।

 তখন সেই বাসে যাত্রী ছিল দুই জন। কিছু যাওয়ার পর ছাত্রীর সন্দেহ হলে গাড়ি থেকে নামার চেষ্টা করে। 

তখন বাসের হেলপার শেই ছাত্রীর হাত ধরে নামতে বাঁধা দেয়। সেখানে যানজট থাকায় গাড়ি থামলে হেলপারের হাতে কলম দিয়ে আঘাত করে বাস থেকে নেমে আসেন।
 সেখান থেকে সিএনজি টেক্সি করে ওয়াসার মোড়ে বিশ্ববিদ্যালয়ে এসে সহপাঠিদের ঘটনা বলে। কিছুক্ষণ পর বাসটি শেই এলাকায় আসলে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বাস চালক ও হেলপারকে আটক করে গণপিটুনী দেয়।

পরে চকবাজার থানা পুলিশ তাদের উদ্ধার করে। কিন্তু ঘটনাস্থল ইপিজেড এলাকায় হওয়ায় তাদের ওই থানা পুলিশের কাছে সোপর্দ করে।

ইপিজেড থানার ওসি আহাসানুল ইসলাম বলেন, ‘ছাত্রীকে শ্লীলতাহানির অভিযুক্ত চালক ও হেলপারকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’
সুত্র:বাংলাদেশ প্রতিদিন

Nusrat's 'Pataka' -Porshi's 'Rasta' song in the discussion now! (With video)

আলোচনায় এখন নুসরাতের 'পটাকা'-পড়শীর 'রাস্তা' গান!(ভিডিওসহ)

গত এপ্রিলের শেষ দিকে ইউটিউবে মুক্তি পেয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার 'পটাকা' ও কণ্ঠশিল্পী পড়শীর 'রাস্তা' গানের মিউজিক ভিডিও। তবে পছন্দের চেয়ে বিতর্কই বেশি উঠছে গান দুটি নিয়ে।

এরই মধ্যে নেটিজেনদের শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সমালোচকদের দাবি, গানের শিরোনামের সঙ্গে কথা ও ভিডিওর কোনো মিল নেই।

সেই অনুযায়ী অধিকাংশই নেটিজেনই পাস নম্বর দেননি। ইউটিউব চ্যানেল গিয়ে দেখা গেছে নেটিজেনরা গান দুটিতে লাইকের চেয়ে ডিজলাইক বাটনে বেশিবার ক্লিক করেছেন।

অথচ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মিউজিক ভিডিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গানের সাথে দৃশ্যায়ন ভক্তদের বিনোদনের জন্য নতুন মাত্রা হিসেবে যুক্ত হয়েছে। কিন্তু সম্প্রতি দুটি মিউজিক ভিডিও'র ক্ষেত্রে মুদ্রার উল্টো পিঠও দেখা গেল।

 ঢাক-ঢোল পিটিয়ে অভিনেত্রী নুসরাত ফারিয়া আলোচনায় আসলেও 'পটাকা' গান দিয়ে তিনি যে ভক্তদের মন জয় করতে পারেননি তার প্রমাণ পাওয়া গেছে কমেন্ট ও ডিজলাইকে। তবে এটা সত্য বহু নেটিজেনকে তিনি গানটি শোনাতে সক্ষম হয়েছেন।





নুসরাত ফারিয়ার কণ্ঠে গাওয়া প্রথম গান পটাকা। এই গান রিলিজের পর আলোচনা-সমালোচনা শুরু হয়। সাধারণত গানের কথা মুখে মুখে ইদানীং কম ফেরে কিন্তু 'পটাকা' গানটি মানুষের মুখে উঠে এসেছে।

যদিও অনেকের মতে অভিনেত্রী হয়েও নুসরাত ফারিয়া গেয়েছেন ভালো। গত ২৬ এপ্রিল নুসরাত ফারিয়ার গানটি বাংলাদেশ ও ভারতের ভিন্ন ভিন্ন ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে।

 বাংলাদেশের সিএমভি'র চ্যানেলে আজ শুক্রবার এই রিপোর্ট লেখা পর্যন্ত 'পটাকা'র ভিউ ১৫ লাখ ৮৩ হাজার ৯ শত ৪২ ও ভারতের এসভিএফের চ্যানেলে ৪ লাখ ৯৮ হাজার। অর্থাৎ গানটির মোট ভিউ প্রায় ১৯ লাখ। কিন্তু এই ভিডিওতে লাইকের চেয়ে ডিজলাইকের সংখ্যা বেশি।

বাংলাদেশের সিএমভি'র চ্যানেলে ডিজলাইক ১ লক্ষ ৫৪ হাজার, ভারতের এসভিএফের চ্যানেলে ডিজলাইক ১৮ হাজার। অর্থাৎ শুধু ডিজলাইকই প্রায় ২ লক্ষ।

আর লাইক করেছে সিএমভি'র চ্যানেলে ১০ হাজার এবং এসভিএফের চ্যানেলে সাড়ে ৭ হাজার। মোট লাইক ১৭ হাজার। অর্থাৎ লাইকের চেয়ে ডিজলাইক তিন গুণ বেশি। গানটির সঙ্গীত পরিচালক প্রীতম হাসান, লিখেছেন রাকিব হাসান রাহুল। মিউজিক ভিডিওর পরিচালক ভারতের নির্মাতা বাবা যাদব।

অন্যদিকে, একই দিন প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনে প্রকাশ করা হয়েছে  কণ্ঠশিল্পী পড়শীর ‘রাস্তা’ নামের একটি মিউজিক ভিডিও। এখানেও 'ডিজলাইক' এর পরিমাণ লাইক-এর চেয়ে বেশি। যা দেখে অবাক হয়েছেন স্বয়ং নেটিজেনরা।





কেননা ইতোপূর্বে পড়শীর গানে লাইকের চেয়ে ডিজলাইক-এর সংখ্যা বেশি না দেখা গেলেও এবারই প্রথম তার ব্যতিক্রম ঘটেছে। এই গানের সঙ্গীত পরিচালক জুয়েল মোর্শেদ, কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন ও ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।
শুক্রবার এই রিপোর্ট লেখার সময় পড়শীর গানের 'ভিউয়ার' হয়েছে ৮ লাখ ৬১ হাজার। ২০ হাজার ডিজলাইকের বিপরীতে লাইক পড়েছে ৬ হাজার।

শুধু ডিজলাইক নয়, গান দুটির ভিডিওতে কমেন্টের দিকে তাকালে দেখা যায় নেতিবাচক মন্তব্যের ভিড়ে ইতিবাচক মন্তব্য খুঁজে পাওয়া মুশকিল। তবে গানের ভিডিওতে লাইক-ডিজলাইক কিংবা ভালো-বাজে কমেন্ট গানের মানদণ্ড নির্ধারণ করে না বলে মনে করেন সংগীত সংশ্লিষ্টরা।

তাদের মতে, এটা নেটিজেনদের সাময়িক প্রতিক্রিয়া মাত্র। প্রত্যেক সেলিব্রিটির পক্ষ-বিপক্ষের ভক্তরা ওয়েব জগতে সক্রিয়। তারাই নেতিবাচক-ইতিবাচক প্রতিযোগিতায় অংশ নিয়ে ভিডিও কিংবা ফেসবুক, ইনস্টাগ্রাম পোস্টের এমন হাল করেন।

Marvel's 'Ant-Man and the Wasp' looks fire

ইউটিউবে আরেক চমক ‘অ্যান্টম্যান’র ট্রেলার!

‘অ্যাভেঞ্জারস:ইনফিনিটি ওয়ার’ জ্বর কাটতে না কাটতেই চলে এল আরেক চমক৷ সম্প্রতি মুক্তি পেল আরও এক সুপারহিরো মুভির ট্রেলার ‘অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়্যাস্প’৷
ট্রেলারটি শুরু হয় স্কট ল্যাং এবং তার মেয়ে ক্যাসি কথোপকথনের দৃশ্য দিয়ে৷ সেই কথার মাঝেই দেখা যায় মারপিটের কিছু দৃশ্য৷
অন্যদিকে ট্রেলারে দেখা গেল একজন শেপশিফটার ‘ঘোস্ট’কে৷ এই চরিত্রে অভিনয় করবেন হ্যানাহ জন ক্যামেন৷ ছবির পরিচালক পেইটন রিড৷

Ways to Drop Hints to a Girl That You Like Her

ভালোবাসার আগে মেয়েরা যে ৫ টি ইঙ্গিত দেয়!

প্রেমে হাবুডুবু খাচ্ছেন । কিন্তু আগ বাড়িয়ে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেবেন, সেই সাহস নেই। আবার বুঝবেন কী করে, তারও দুর্বলতা আছে কি নেই।

আসলে মেয়েরা ভালোবাসার কথা কখনও মুখে বলে না। তবে ভালোবাসার আগে মেয়েরা তার পছন্দের মানুষটিকে অনন্ত ৫ টি ইঙ্গিতের মাধ্যেমে বোঝানোর চেষ্ট করে যে, সেও আপনাকে ভালবাসে।

১।  চুল নিয়ে খেলা-

নিরিবিলিতে থাকলে দেখবেন, মেয়েটি একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। আপনার সঙ্গে কথা বলার সময় চুল নিয়ে খেলে যাচ্ছে আনমনে। চোখের দিকে তাকালে বুঝবেন, তার শরীরী ভাষাই বলে দিচ্ছে, কী চায় আর কী চায় না। নির্ভাবনায় তাকে বলতে পারেন।

২। চোখে চোখে কথা বল

আপনাকে যদি অপছন্দ হয়, কোনও মেয়েই আপনার সঙ্গে ঘুরতে যেতে রাজি হবে না। যদি দেখেন মেয়েটি আপনার কথা মন দিয়ে শুনছে, পলক পড়ছে না, একদৃষ্টে আপনার চোখের দিকে তাকিয়ে, বুঝবেন তার মনে আপনার জন্য একটা জায়গা রয়েছে।

৩।  চলও না কাছাকাছি কোথাও ঘুরে আসি-

যদি দেখেন মেয়েটি আপনাকে বারবার বলছে, কোথাও ঘুরতে যাওয়ার জন্য, বুঝবেন, স্বস্তি বোধ না করলে কখনই বলত না। জানবেন, নিরিবিলিতে আপনার সঙ্গ পেতেই এভাবে অনুরোধ করছে।

৪। কথায় কথায় হেসে লুটোপুটি-

ধরুন কলেজ ক্যান্টিনে বা কফিশপে বসে বন্ধুরা চুটিয়ে আড্ডা দিচ্ছেন। সেখানে সেই মেয়েটিও আছে। তার মনোযোগ কাড়তে আপনি হয়তো মজা করে কিছু বলার চেষ্টা করছেন। জানেন যদিও তাতে কারও হাসি পাবে না। দেখলেন কেউ হাসলও না। একমাত্র সে ছাড়া। বুঝবেন, এও প্রেমেরই লক্ষণ।

৫। রেগে আগুন-

মেয়েটির সামনে ভুলেও যদি অন্য মেয়ের প্রশংসা করেছেন বা কিঞ্চিত আগ্রহ দেখিয়েছেন, দেখবেন হাসিখুশি মুখটা কেমন বর্ষার মেঘের মতো কালো হয়ে যায়।

রাগের মাথায়, যা নয় তাই দু-কথা আপনাকে শুনিয়েও দিতে পারে। নিশ্চিত থাকুন, মেয়েটি আপনাকে ভালোবাসে।

Power Bank to take note of before buying!

পাওয়ার ব্যাঙ্ক কেনার আগে যে বিষয়ে নজর রাখবেন!

স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও যেন ভাবতে পারে না আজকের প্রজন্ম ৷ সবাই এখন নিজের স্মার্টফোনে ব্যস্ত ৷ শপিং থেকে ডেটিং সব কিছুই স্মার্টফোনের এক ক্লিকে সম্ভব ৷

 আর তার জেরে চার্জও শেষ হয়ে যায় তাড়াতাড়ি ৷ তাই ফোনের পাশাপাশি পাওয়ার ব্যাঙ্ক এখন সকলের কাছে অত্যন্ত জরুরি ৷ 

ফোনের চার্জ ফুরিয়ে গেলে আর চিন্তা নেই ৷ পাওয়ার ব্যাঙ্কের সাহায্যে যে কোনও সময় চার্জ দিয়ে নিতে পারবেন আপনার ফোন ৷  পাওয়ার ব্যাঙ্কের চাহিদা এখন বাজারে তুঙ্গে ৷ কিন্তু পাওয়ার ব্যাঙ্ক কিনতে গিয়ে নকলের থেকে সাবধান ৷ তাই কেনার আগে এই কয়েকটি বিষয়ে নজর রাখুন-


১। পাওয়ার ব্যাঙ্ক কিনতে গিয়ে খেয়াল রাখবেন মোবাইল ফোনের ব্যাটারির থেকে পাওয়ার ব্যাঙ্কের ব্যাটারির ক্যাপাসিটি দ্বিগুণ ৷

২। পাওয়ার ব্যাঙ্কে USB চার্জিং কানেক্টিভিটি রয়েছে কিনা দেখে নিন ৷

৩। এলইডি ইন্ডিকেটর লাইটের মাধ্যমে পাওয়ার ব্যাঙ্কের ব্যাটারির লেবেল বোঝা যাবে ৷ 

৪। লিথিয়ম-পলিমার ব্যাটারির পাওয়ার ব্যাঙ্কই সব থেকে সেরা ৷

৫। কমপক্ষে ২.১ অ্যাম্পিয়ার কাউন্টের পাওয়ার ব্যাঙ্ক কিনুন ৷

Tasfia Amin buried in Teknaf of Cox's Bazar

কক্সবাজারের টেকনাফে তাসফিয়ার দাফন সম্পন্ন!

কক্সবাজারের টেকনাফে তাসফিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতে টেকনাফ ডিগ্রী কলেজ মাঠে নামাজে জানাযার পর কলেজ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

 জানাযায় আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ছাড়াও শোকাহত শত শত মানুষ অংশ নেন।

এর আগে, বিকালের দিকে চট্রগ্রাম মর্গে ময়নাতদন্ত শেষে তাসফিয়ার লাশ পৈত্রিক নিবাস টেকনাফ পৌরসভার ডেইল পাড়া এলাকায় পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এসময় আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারীতে বাতাস ভারী হয়ে উঠে।

এসময় আত্মীয়-স্বজন ছাড়াও শত শত জনতা বাড়িটিতে ভিড় জমান।

নির্মম হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানিয়েছেন উপস্থিত সবাই।

উল্লেখ্য, ফেসবুকে বন্ধুত্ব গড়ে তুলে এক মাসের মাথায় স্কুলছাত্রী তাসফিয়াকে শবেবরাতের রাতে (১ মে) ডেকে নিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

বুধবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

Casting Couch: Mahi Gill says, A director wanted to see how I look in

সালওয়ার পরে ছবিতে অভিনয়ের সুযোগ পাব না!

নির্ভয়ে যেকোন কথা বলার ক্ষমতা রাখে সে৷ এমনই চরিত্রে অভিনয় করতে দেখা গেছে বলিউড অভিনেত্রী মাহি গিলকে৷ রিল লাইফে যেভাবে তার সাহসীকতা প্রকাশ পায়৷ তেমনই রিয়েল লাইফেও সেই সাহসের দরকার হয়েছে বেশ কয়েকবার৷ 

ইন্ডাস্ট্রিতে আসার পর প্রথমদিকে কাস্টিং কাউচের কয়েকটি ঘটনা সম্প্রতি একটি সাক্ষাৎকারে ব্যক্ত করলেন নায়িকা৷ একবার নয়, মাহি বহুবার কাস্টিং কাউচের নানান ঘটনার শিকার হয়েছেন৷

তিনি জানান, “অনেক পরিচালকরা আমায় এই ধরণের অফার দেওয়ার চেষ্টা করেছেন। একবার আমি একজন পরিচালকের সঙ্গে দেখা করতে যাই৷

 আমি সালোয়ার পরেছিলাম বলে উনি বললেন, সালওয়ার পরে যদি দেখা করতে আসি তাহলে আমি কখনই কোন ছবিতে অভিনয়ের সুযোগ পাব না৷”

সঙ্গে আরও একটি ঘটনার কথা জানান অভিনেত্রী। তিনি বলেন, “আরেকজন পরিচালক আমায় বলেছিল ‘আমি তোমায় নাইটি পরে দেখতে চাই’৷

বুঝতেই পারছেন চারিদিকে কত রকমের লোকজন থাকে৷”

এই ধরণের একের পর এক ঘটনা ঘটতেই থাকে৷ আর এতে মাহির মনবলও ভাঙতে শুরু করে৷ একটা সময় তিনি ভাবছিলেন আদেও ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করবেন কিনা।

ভয়ে ইন্ডাস্ট্রিতে কোন পরিচালক-প্রযোজকের সঙ্গে দেখা করা বন্ধ করে দিয়েছিলেন৷ পরের দিকে তিনি দুরদর্শনে সিরিয়াল করা শুরু করেন আয়ের জন্য৷

Iran's Defense Minister Brigadier General Amir Hatami

যে হুমকিই আসুক তা মোকাবিলায় ইরান প্রস্তুত!

ইসলামি প্রজাতন্ত্র ইরান নিজের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এমনটাই জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।

সেই সঙ্গে তিনি বলেন, ইরানি জাতি বিশেষ করে দেশের সামরিক বাহিনী কোনও শত্রুকেই ভয় পায় না।

প্রতিরক্ষামন্ত্রী হাতামি আরও লেন, শত্রুদের বিরুদ্ধে ইরানি জাতি অত্যন্ত সাহসিকতা এবং দৃঢ়তার সঙ্গে দাড়িয়ে আছে। এসব শত্রু ইরানের কাছ থেকে এখনও পর্যন্ত কোনও দাবিই আদায় করতে পারে নি।

ইরানের সেনাবাহিনীর কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতার কথা উল্লেখ করে হাতামি বলেন, ইরান তরুণ এবং বিশ্বস্ত বিশেষজ্ঞদের ওপর নির্ভর করে নিজের প্রতিরক্ষা শক্তির উন্নয়ন ঘটিয়েছে। জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যে হুমকিই আসুক না কেন তা মোকাবিলার জন্য ইরান প্রস্তুত আছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজেদের সামর্থের দিকটি উপভোগ করেছে সেনাবাহিনী।

আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা একই সুতায় গাঁথা বলে উল্লেখ করে হাতামি বলেন, “নিজেদের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এ অঞ্চলের সব দেশকে অবশ্যই এক সঙ্গে কাজ করতে হবে। 
আঞ্চলিক দেশগুলোর স্থিতিশীলতা এবং নিরাপত্তা রক্ষার জন্য ইরানকে ডাকার জন্য আমরা সম্মানবোধ করছি।”

Gill, Narine star as Kolkata Knight Riders outclass Chennai Super Kings at Eden Gardens

চেন্নাইয়ের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল কেকেআর!

ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে ১৭৮ রান তাড়া করতে নেমে ১৪ বল বাকি থাকতে ৬ উইকেট জয় ছিনিয়ে নিল কেকেআর৷

 দলীয় ৯৭ রানে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারায় কলকাতা। তারপরেও এতটা কলকাতাকে এমন সহজ জয় এনে দিলেন শুভমন গিল।

শুভমন গিল খেললেন অপরাজিত ৫৭ রানের ইনিংস৷ তরুণ এই ক্রিকেটারকে যোগ্য সঙ্গ দিলেন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক৷ ১৮ বলে ৪৫ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন দীনেশ৷

কার্তিকের ইনিংস সাজানো ৭টি চার ও ১টি ছয় দিয়ে৷ শুভমনের দুরন্ত ইনিংসে রয়েছে ৬টি চার ও ২টি ছয়৷ আইপিএলে এটাই শুভমনের প্রথম অর্ধশতরান৷

রান তাড়া করতে নেমে শুরুতে ক্রিস লিন দ্রুত আউট হয়ে ডাগআউটে ফেরেন৷ তবে সেই ধাক্কা বুঝতে দেননি সুনীল নারিন৷ নাইটদের স্কোরবোর্ড সচল রাখার কাজটা চালিয়ে যান এই ‘মিস্ট্রি’ ব্যাটসম্যান৷ 

২০ বলে ৩২ রানের ঝকঝকে ইনিংস খেলেন ভিভ রিডার্সের দেশের টি-টোয়েন্টি স্পেশালিস্ট৷ তার ব্যাটে ভর করেই পাওয়ার প্লে শেষে দুই উইকেট হারিয়ে ৫৬ রান তোলে কেকেআর৷

উথাপ্পা-নারিনরা ডাগআউটে ফিরলে এরপর নাইট ইনিংসের হাল ধরেন শুভমন গিল৷ তৃতীয় উইকেটে নারিনের সঙ্গে ২৪ ও চতুর্থ উইকেটে রিঙ্কু সিংয়কে সঙ্গী করে ৩৩ রানের পার্টনারশিপ গড়েন শুভমন৷

এই দুই পার্টনারশিপই নাইটদের ম্যাচ জয়ের ভিত গড়ে দেয়৷ শেষদিকে অধিনায়ক দীনশের সঙ্গে শুভমনের ৮৩ রানের ম্যাচ উইনিং পার্টনারশিপ নাইটদের সহজ জয় এনে দেয়৷

চেন্নাইয়ের ফিল্ডিং এদিন হতাশ করেছে। ফিল্ডিংয়ের জন্যই ম্যাচের রাশ হাতছাড়া করে সিএসকে৷ পাওয়ার প্লে’র দ্বিতীয় ওভারে আসিফের বলে পরপর দু’বার সুনীল নারিনের ক্যাচ হাতছাডা় করেন জাদেজা৷

১৪বল বাকি থাকতে চেন্নাইয়ের বিরুদ্ধে এই জয়ের ফলে আইপিএল পয়েন্ট তালিকায় এই মুহূর্তে দশ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এল নাইটব্রিগেড৷

অন্যদিকে কেকেআরের কাছে হেরে শীর্ষস্থান খুইয়ে একধাপ নামলেন ধোনিরা৷ ১২ পয়েন্ট নিয়ে তাঁরা এই মুহূর্তে পয়েন্ট টেবলে দু’নম্বরে সিএসকে৷ সমসংখ্যাক পয়েন্ট নিয়ে রান রেটের বিচার এগিয়ে থাকায় এক নম্বরে উঠে এল সানরাইজার্স হায়দরাবাদ৷

ফেসবুকের বন্ধুত্বই কাল হল তাসফিয়ার !

ফেসবুকে বন্ধুত্ব গড়ে তুলে এক মাসের মাথায় এক স্কুলছাত্রীকে শবেবরাতের রাতে ডেকে নিয়ে খুন করেছে ফেসবুক বন্ধু ও তার সহযোগীরা।
Facebook friendship Tashfia AdnanMirza


গতকাল বুধবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় আদনান মির্জা নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। নিহত স্কুলছাত্রীর নাম তাসফিয়া। সে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ডেইলপাড়া এলাকার ব্যবসায়ী মো. আমিনের মেয়ে।

তারা নগরীর খুলশী থানাধীন ও আর নিজাম রোড এলাকার বসবাস করেন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তাসফিয়া সবার বড়। সে নগরীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের নবম শ্রেণিতে লেখাপড়া করত।


স্কুলছাত্রীর পরিবার সূত্র জানায়, ফেসবুক বন্ধু আদনান মির্জা বন্ধুত্বের ‘মাসপূর্তি’ উদযাপনের কথা বলে তাসফিয়াকে মঙ্গলবার শবেবরাতের দিন ডেকে নেয়। নিয়ে যায় একটি চায়নিজ রেস্টুরেন্টে।

এরপর সহযোগীদের নিয়ে আদনান তাসফিয়াকে হত্যা করে লাশ ফেলে দেয় পতেঙ্গা সমুদ্রসৈকতে।

মঙ্গলবার সন্ধ্যায় আদনানকে তাসফিয়ার পরিবারের লোকজন আটকও করেছিল। কিন্তু তাসফিয়াকে ফিরিয়ে দেওয়ার কথা বলে সে (আদনান) কৌশলে সটকে পড়ে।

এদিকে পতেঙ্গা সমুদ্রসৈকতের পাথরের ওপর থেকে উদ্ধার হওয়া স্কুলছাত্রী তাসফিয়ার চোখেমুখে আঁচড়ের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে দেওয়া হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠায়।

পতেঙ্গা থানার ওসি মোহাম্মদ আবুল কাশেম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গতকাল সকালে তার লাশ উদ্ধার করা হয়।

তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার বিকালে কাউকে কিছু না বলেই বাসা থেকে বের হয় তাসফিয়া।

এরপর থেকে সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। গতকাল লাশ উদ্ধার করার পর পরিবার তার লাশ শনাক্ত করে।



According to experts, 'rice is harmful to the body'
বিশেষজ্ঞদের মতে 'ভাত শরীরের পক্ষে ক্ষতিকারক'
দিনে শেষে ভাত ছাড়া বাঙালির খাদ্য তালিকা অসম্পূর্ণ। দেশের একাংশ মানুষই এর উপর নির্ভরশীল। আর সেই ভাতেই নাকি সমস্যা।

 ভাতের মধ্যেই লুকিয়ে এই ক্ষতিকারক উপাদানটি।



ভাত নারীদের মেনোপজকে সময়সীমাকে তরান্বিত করে। গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। ইতিমধ্যেই ওজন বাড়ানোর জন্য ভাতকে দায়ী করেছেন অনেকে।

শুধুমাত্র ভাত নয়, কার্বোহাইড্রেট সমৃদ্ধ যে কোন উপাদানই থাকছে সেই তালিকায়। বাদ যায়নি পাস্তাও। জার্নাল অফ এপিডেমিওলজি অ্যাণ্ড কমিউনিটি হেলথ গবেষণার ফলটি প্রকাশ করে।

১৪,১৫০ জন নারীর উপর পরীক্ষার ফল হিসেবে উঠে এসেছে তথ্যটি। বিষয়টি নিয়ে এক গবেষক মন্তব্য করেন, আর্লি মেনোপজের অনেক কারণ থাকতে পারে। 

তার মধ্যে জেনেটিক কারণ হতে পারে অন্যতম। এবার গবেষকরা আলোকপাত করছেন অন্য দিকে। বিষয়টি ডায়েট।

চার বছর পর একই (১৪,১৫০ জন) নারীদের উপর আবার একটি ফলো-আপ সার্ভে করা হয়। মেনোপজ শুরু হওয়ার স্বাভাবিক সময় ধরা হয় ৫১ কে।

কিন্তু, খাদ্য তালিকায় অতিরিক্ত কার্বোহাইড্রেটের সংযোজন মেনোপজকে তরান্বিত (১ বছর) করতে পারে। 

অন্য এক গবেষক জানান, সঠিক সময়ের পূর্বে মেনোপজ একাধিক শারীরিক সমস্যার কারণ হতে পারে। হাড়ের ক্ষয়জনিত রোগ দেখা দিতে পারে। অন্যদিকে নির্দিষ্ট সময়ের পরে মেনোপজ ক্যান্সারের ঝুঁকিকে বাড়ায়।

একটি সঠিক খাদ্য তালিকা বহু রোগ মুক্তির কারণ হতে পারে বলে জানাচ্ছেন একদল বিশেষজ্ঞ। তারা বেশি পরিমাণে কড়াইশুঁটি, গ্রীণ বীণসহ ওমোগা ৩ সমৃদ্ধ খাবার পরামর্শ দিচ্ছেন।

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget