পাওয়ার ব্যাঙ্ক কেনার আগে যে বিষয়ে নজর রাখবেন!
স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও যেন ভাবতে পারে না আজকের প্রজন্ম ৷ সবাই এখন নিজের স্মার্টফোনে ব্যস্ত ৷ শপিং থেকে ডেটিং সব কিছুই স্মার্টফোনের এক ক্লিকে সম্ভব ৷
আর তার জেরে চার্জও শেষ হয়ে যায় তাড়াতাড়ি ৷ তাই ফোনের পাশাপাশি পাওয়ার ব্যাঙ্ক এখন সকলের কাছে অত্যন্ত জরুরি ৷
ফোনের চার্জ ফুরিয়ে গেলে আর চিন্তা নেই ৷ পাওয়ার ব্যাঙ্কের সাহায্যে যে কোনও সময় চার্জ দিয়ে নিতে পারবেন আপনার ফোন ৷ পাওয়ার ব্যাঙ্কের চাহিদা এখন বাজারে তুঙ্গে ৷ কিন্তু পাওয়ার ব্যাঙ্ক কিনতে গিয়ে নকলের থেকে সাবধান ৷ তাই কেনার আগে এই কয়েকটি বিষয়ে নজর রাখুন-
১। পাওয়ার ব্যাঙ্ক কিনতে গিয়ে খেয়াল রাখবেন মোবাইল ফোনের ব্যাটারির থেকে পাওয়ার ব্যাঙ্কের ব্যাটারির ক্যাপাসিটি দ্বিগুণ ৷
২। পাওয়ার ব্যাঙ্কে USB চার্জিং কানেক্টিভিটি রয়েছে কিনা দেখে নিন ৷
৩। এলইডি ইন্ডিকেটর লাইটের মাধ্যমে পাওয়ার ব্যাঙ্কের ব্যাটারির লেবেল বোঝা যাবে ৷
৪। লিথিয়ম-পলিমার ব্যাটারির পাওয়ার ব্যাঙ্কই সব থেকে সেরা ৷
৫। কমপক্ষে ২.১ অ্যাম্পিয়ার কাউন্টের পাওয়ার ব্যাঙ্ক কিনুন ৷
Power Bank to take note of before buying!
Not a single day without a smartphone can think of today's generation. Everyone is busy now on their own smartphones. Everything from shopping to shopping is possible only with one click of the smartphone
And the charge is over soon. So in addition to the phone, Power Bank is now very important to everyone.
Do not worry when the phone is out of circulation. With power bank, you can charge your phone at any time. Power demand is now on the market. But beware of counterfeiting when buying Power Bank. So keep an eye on these few things before buying-
1. When buying Power Bank, note that the power bank's battery capacity doubles from the mobile phone's battery.
2. Please see if the power bank has USB charging connectivity.
3. Power board's battery label can be understood through LED indicator lights.
4. The power bank of lithium-polymer batteries is the best.
5. Buy Power Bank at Ampere Count of at least 2.1
পাওয়ার ব্যাঙ্ক কেনার আগে যে বিষয়ে নজর রাখবেন!
স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও যেন ভাবতে পারে না আজকের প্রজন্ম ৷ সবাই এখন নিজের স্মার্টফোনে ব্যস্ত ৷ শপিং থেকে ডেটিং সব কিছুই স্মার্টফোনের এক ক্লিকে সম্ভব ৷
আর তার জেরে চার্জও শেষ হয়ে যায় তাড়াতাড়ি ৷ তাই ফোনের পাশাপাশি পাওয়ার ব্যাঙ্ক এখন সকলের কাছে অত্যন্ত জরুরি ৷
১। পাওয়ার ব্যাঙ্ক কিনতে গিয়ে খেয়াল রাখবেন মোবাইল ফোনের ব্যাটারির থেকে পাওয়ার ব্যাঙ্কের ব্যাটারির ক্যাপাসিটি দ্বিগুণ ৷
২। পাওয়ার ব্যাঙ্কে USB চার্জিং কানেক্টিভিটি রয়েছে কিনা দেখে নিন ৷
৩। এলইডি ইন্ডিকেটর লাইটের মাধ্যমে পাওয়ার ব্যাঙ্কের ব্যাটারির লেবেল বোঝা যাবে ৷
৪। লিথিয়ম-পলিমার ব্যাটারির পাওয়ার ব্যাঙ্কই সব থেকে সেরা ৷
৫। কমপক্ষে ২.১ অ্যাম্পিয়ার কাউন্টের পাওয়ার ব্যাঙ্ক কিনুন ৷
Post a Comment