Woman, 23, who used a rubber penis to have sex with teenage girls - and was so convincing one victim STILL doesn't accept she was duped - is jailed
Jennifer Staines set up social media profiles as 'Jason' to befriend girls
One of the relationships with the teenagers lasted for more than a year and 'Jason' even went on holiday with the girls
But one mother then called police after suspecting 'Jason' was a woman
Staines, 23, has been sentenced to three years and three months in prison
A woman who posed as a man named Jason online to dupe teenage girls into having sex with her using a rubber penis has been jailed.
Jennifer Staines, 23, was so convincing that one of her three young victims still doesn't fully accept that her 'boyfriend' was in fact a woman.
Today, Staines, from Preston, Lancashire, was jailed for three years and three months after she admitted a string of sex offences against the girls, who were aged between 12 and 17 at the time.
Bristol Crown Court heard that over the course of five years, manipulative Staines tricked the three young women into having sex with her, by posing as a man named Jason Spiller.
She groomed her victims using fake social media profiles, which she created under the name of Jason, because she was looking for 'love'.
The teenage girls she contacted believed they were talking to a man, and online conversations led to them meeting up and becoming romantically involved with Staines.
One of those relationships lasted for more than a year, the court heard, while the twisted fraudster even went on holidays with the young girls, changing in toilets to disguise the fact that she was really a woman.
To stop her victims from discovering the truth, Staines would not allow the girls who fell in love with her to touch her body, though she could touch them, the court heard.
পুরুষের নাম ও বেশ ধরে একাধিক নারীর সঙ্গে ঘনিষ্ঠতায় জড়িয়েছেন জেনিফার স্টেইনস নামের এক নারী। তবে তিনি নারী সমকামী নন।
পুরোটাই পরিকল্পিত। জেনিফার যাদের সঙ্গে সহবাস করেছেন, তারা কেউই বুঝতে পারেননি তিনি পুরুষ নন। প্রতারণা করার দায়ে জেনিফারকে তিন বছর তিন মাসের কারাবাসের সাজা শুনিয়েছে ব্রিস্টলের ক্রাউন আদালত।
রায় জানিয়ে বিচারক ব্যারি কটার বলেন, আপনি পরিকল্পিত ভাবে প্রতারণা করেছেন। কিশোরীরা যাতে আপনাকে বিশ্বাস করে আপনার সঙ্গে সম্পর্কে জড়ায় তার জন্য সব কিছু করতেন আপনি। আমি জানি না সেটা ভালবাসার জন্য, নাকি ভালবাসা ও যৌনতার জন্য, অথবা শুধুই শারীরিক টানে।
ছেলে সেজে মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া ২৩ বছর বয়সী মার্কিন এই নারীর নেশা। তার জন্য তিনি রবারের পুরুষাঙ্গ ব্যবহার করতেন।
যেগুলি পুলিশ উদ্ধার করেছে তার বাড়ি থেকে। তবে শুধু যৌনমিলন নয়। মেয়েদের উপর যৌন নির্যাতনও করত সে। জেরার মুখে একথা স্বীকার করেছেন জেনিফার।
১২ থেকে ১৭ বছরের নাবালিকা নারীরা ছিল জেনিফারের শিকার। তদন্তকারী অফিসার নাদিন পার্টরিজ জানান, জেনিফারের এই সত্য জানার পর থেকে নির্যাতিতা ও তাদের পরিবার ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে।
আশা করছি জেনিফারের সাজার কথা শুনে তাঁরা দ্রুত এর মধ্যে থেকে বেরিয়ে আসতে পারবেন’।
Post a Comment