General Bipin Rawat warns Pakistan: Don’t compel us to resort to ‘other action’
Army chief General Bipin Rawat Monday warned Pakistan not to test the patience of the Indian armed forces and said they might resort to “other action” if compelled by Pakistan Army, which has been helping terrorists to infiltrate into the Indian territory.
“We will keep effectively retaliating to any provocative action by Pakistan. If we are forced, then we may resort to ‘other action’ by stepping up military offensive,” he was quoted by PTI as saying.
Speaking after reviewing the Indian Army parade on the occasion of 70th Army Day at Cariappa Parade Ground, General Rawat said, “Pakistan Army has been continuously trying to help terrorists sneak into India along LoC in Jammu and Kashmir. We are using our might to teach them a lesson.”
আবারও উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তান-ভারত সীমান্ত। চলছে বাকযুদ্ধ। আর তারই জেল ধরে পাকিস্তানের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত।
তিনি জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের ভূখণ্ড থেকে ভারতে অনুপ্রবেশ বন্ধ না হলে ‘অন্য ব্যবস্থা’ নেওয়া হবে। তবে ‘অন্য ব্যবস্থা’ কী হবে, সে বিষয়ে ব্যাখ্যা দেননি তিনি। সোমবার সেনা দিবসের অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধান এই হুঁশিয়ারি বার্তা দেন।
এ ব্যাপারে ভারতের সংবাদমাধ্যম বলছে, সেনাপ্রধানের বার্তা- পাকিস্তান যদি অনুপ্রবেশে মদদ দেওয়া বন্ধ না করে, সে ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে ঘটনাচক্রে সোমবারই ভারতীয় সেনাদের পাল্টা হামলায় নিহত হয় সাত পাকিস্তানি সেনা। জইশ-ই-মোহাম্মদের পাঁচ জঙ্গিও নিহত হন।
অভিযানের সাফল্যের জন্য সেনাবাহিনীকে অভিনন্দন জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
Post a Comment