মা হতে যাচ্ছেন প্রীতি জিনতা!

Preity Zinta pregnant with her first child? These PICS of the actress hiding her BABY BUMP sparks speculations.Is Preity Zinta Pregnant

Preity Zinta pregnant with her first child? These PICS of the actress hiding her BABY BUMP sparks speculations

বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা (Preity Zinta)মা হতে যাচ্ছেন বলে বলিউডে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। 


তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভারতের বেশ কিছু গণমাধ্যমেও প্রকাশ করা হয়েছে। তবে বিষয়টি প্রীতি জিনতা বা তার পরিবারের কেউই এখনও নিশ্চিত করেননি।


২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের অধিবাসী প্রেমিক জিন গুড এনাফকে বিয়ে করেন লাস্যময়ী নায়িকা প্রীতি জিনতা।
প্রকাশিত খবর থেকে জানা যায়, সম্প্রতি প্রীতি জিনতা মুম্বাইয়ে ঘুরতে বের হয়েছিলেন। দীর্ঘদিন পর জনসম্মুখে আসার পর থেকেই তার মা হবার সম্ভাবনার গুজব ডালপালা ছাড়াতে শুরু করে।
Is Preity Zinta Pregnant
গণমাধ্যমের খবরে আরও বলা হয়, প্রীতির বিয়ের খবর যেমন প্রথমে জানাজানি হয়নি, তেমনই কি তিনি আরও একটি খবর গোপন করে চলছেন! 
অন্যদিকে প্রীতিকে সেদিন ঢিলেঢালা পোশাক, কালো স্কার্ফে পেটের বেশ কিছুটা ঢাকা অবস্থায় দেখা গেছে।

 আর এ কারণেই নাকি প্রশ্ন উঠেছে, তিনি কি গর্ভাবস্থার কথা লুকনোর চেষ্টা করছেন?



Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget