প্রতিবছর তাদের পেছনে কাড়ি কাড়ি টাকা ব্যয় করে ফুটবল ক্লাব গুলো চলুন জেনে নেওয়া যাক আয়ের শীর্ষে থাকা পাঁচ ফুটবল কোচ সম্পর্কে-
১. চীনা কোচ মার্সেলো লিপ্পি: ফুটবল বিশ্বে সবচেয়ে বেশি আয় করা কোচের তালিকায় শীর্ষে রয়েছেন চীন জাতীয় দলের বর্তমান কোচ মার্সেলো লিপ্পি। তার বার্ষিক আয় ১ কোটি ৮০ লাখ ইউরো।
সালে চীনের জাতীয় দলে যোগদান করা এই ইতালীয় নাগরিক যদিও এখন পর্যন্ত চীনের জাতীয় দলকে কোন ট্রফি এনে দিতে পারেননি।
২. পেপ গার্দিওলা: বিশ্বের অন্যতম ধনী ও জনপ্রিয় ফুটবল ক্লাব বার্সেলোনার সাবেক ও ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ পেপ গার্দিওলা বার্ষিক আয়ের দিক থেকে রয়েছেন দ্বিতীয় স্থানে।
তার বার্ষিক আয়ের পরিমাণ ১ কোটি ৫০ দশমিক ৩ লাখ ইউরো। সম্প্রতি ম্যানচেস্টার সিটিতে যোগদান করা গার্দিওয়ালা এখন পর্যন্ত দলকে কোন ট্রফি এনে দিতে পারেন নি।
৩. হোসে মোরিনহো: ফুটবল বিশ্বে আলোচনায় সবচেয়ে যে ফুটবল কোচের নাম আসে তিনি হচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড দলের বর্তমান কোচ হোসে মোরিনহো। বার্ষিক ১ কোটি ৫০ লক্ষ ইউরো আয় করে তিনি রয়েছেন তালিকার তৃতীয় স্থানে।
৪. কার্লো আনচেলত্তি: জার্মানির সবচেয়ে সফল দল বায়ার্ন মিউনিখ থেকে বরখাস্ত হওয়া সাবেক কোচ কার্লো আনচেলত্তি রয়েছেন চতুর্থ স্থানে। তার বার্ষিক আয় ১ কোটি ২০ দশমিক ৬ লাখ ইউরো।
৫. আন্দ্রে ভিয়াস-বোয়াস: পর্তুগালে জন্মগ্রহণকারী এই কোচ চীনের সাংহায় এসআইপিজি দলের হয়ে বার্ষিক ১ কোটি ১০ লাখ ইউরো আয় করে রয়েছেন তালিকার পঞ্চম স্থানে।
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.