এখান থেকে এক বছর আগে কথা। নারীদের উদ্দেশ্যে একটি বার্তা দেন সাবেক পর্নস্টার ব্রি অলসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সেই বার্তাটি আবারও ভাইরাল।
পর্ন'র খারাপ দিকের নানা উদাহরণ দিলেও এটা খারাপ পেশা নয় বলেও দাবি করেন তিনি। তার দাবি, এই পেশায় থাকলে বাকিরা তোমার সঙ্গে কীভাবে আচরণ করছে, সেটাই তোমার জীবনের প্রধান বিষয়। যদি মনে কর মেয়েদের কোনো আড্ডায় যোগ দেবে, তাহলে স্রেফ পেশার জন্যই তুমি সেখানে ঠাঁই পাবে না।'
এর পরেই ব্রি অলিসন লেখেন, 'তোমরা কি চাও, তোমাদের সন্তানরা স্কুলে যাক আর সর্বদা তাদের খুঁচিয়ে খুঁচিয়ে শৈশবটাই কেড়ে নেওয়া হোক? বাড়িতে তোমার সঙ্গে বাচ্চাদের থাকতে দেওয়া হবে না।
মনে করা হবে, একবার যখন পর্নস্টারের তকমা তোমার গায়ে লেগেছে, তখন তুমি বাড়িতেও যৌনতার হাট খুলে বসেছ। আর এ সমস্যাটা এককভাবে মেয়েদের ক্ষেত্রেই হয়।' সূত্র: ইন্টারনেট
সেখানে তিনি নারীদের বেশ কিছু পরামর্শ দিয়েছেন। দিয়েছেন পর্ন জগতের খারাপ দিকের নানা উদাহরণ।
ব্রি অলসন লেখেন, 'পর্ন ছবিতে কাজ করলে তুমি সমাজ থেকে বিচ্যুত হয়ে পড়বে। তোমার মানবাধিকার রয়েছে। কিন্তু সেটিকে একপাশে সরিয়ে রেখেই সমাজ তোমার মানবাধিকার কেড়ে নিতে উদ্যত হবে।'
পর্ন'র খারাপ দিকের নানা উদাহরণ দিলেও এটা খারাপ পেশা নয় বলেও দাবি করেন তিনি। তার দাবি, এই পেশায় থাকলে বাকিরা তোমার সঙ্গে কীভাবে আচরণ করছে, সেটাই তোমার জীবনের প্রধান বিষয়। যদি মনে কর মেয়েদের কোনো আড্ডায় যোগ দেবে, তাহলে স্রেফ পেশার জন্যই তুমি সেখানে ঠাঁই পাবে না।'
এর পরেই ব্রি অলিসন লেখেন, 'তোমরা কি চাও, তোমাদের সন্তানরা স্কুলে যাক আর সর্বদা তাদের খুঁচিয়ে খুঁচিয়ে শৈশবটাই কেড়ে নেওয়া হোক? বাড়িতে তোমার সঙ্গে বাচ্চাদের থাকতে দেওয়া হবে না।
মনে করা হবে, একবার যখন পর্নস্টারের তকমা তোমার গায়ে লেগেছে, তখন তুমি বাড়িতেও যৌনতার হাট খুলে বসেছ। আর এ সমস্যাটা এককভাবে মেয়েদের ক্ষেত্রেই হয়।' সূত্র: ইন্টারনেট
Post a Comment