ক্ষমতায় আসার আগে থেকেই বহু বিতর্কে জড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ তার অনেক মন্তব্যই বিতর্কের ঝড় তুলেছে৷ কিন্তু আমেরিকার বিখ্যাত পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলের একটি মন্তব্য ব্যাপক সমস্যায় ফেলে দিয়েছে মেলানিয়া(Melania ) ও ডোনাল্ড ট্রাম্পের(Trump) বৈবাহিক সম্পর্ককে৷
আরও পড়ুণঃনিজের পোষা কুকুরের সঙ্গে যৌনতায় জড়িয়ে আটক !
সূত্রের খবর, পরিস্থিতি এতটাই খারাপ যে ট্রাম্প-ঘরণী নাকি হোয়াইট হাউস ছেড়ে থাকতে শুরু করেছেন ওয়াশিংটন ডিসি’র এক দামী হোটেলে৷
অভিমানেই নাকি একা একা থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেলিয়ানা৷ অবশ্য হোয়াইট হাউজ এ ব্যাপারে কোন মন্তব্য করেনি৷
সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে ট্রাম্প ও স্টর্মির যৌন সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশ পায়৷ ঘটনাটি প্রেসিডেন্ট নির্বাচনের আগের৷
সেখানে লেখা হয়েছিল, নির্বাচনের ঠিক আগে ১ লক্ষ ৩০ হাজার ডলারের চেক স্টিফানি নামে সেই পর্নস্টারের কাছে পৌঁছে দিয়ে আসেন ডনের আইনজীবী মাইকেল কোহেন৷
আসলে ট্রাম্প চাননি এই সম্পর্কের কথা নির্বাচনের সময় ফাঁস হোক৷ সেই ভয়ে ট্রাম্প সেই পর্নস্টারের সঙ্গে এই চুক্তি করেন বলে শোনা যাচ্ছে৷
যদিও গোটা বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন সেই আইনজীবী৷ একই দাবি সেই পর্নস্টারেরও৷ পর্ন দুনিয়ায় তাকে সবাই স্টোর্মি ড্যানিয়েল নামে চেনে৷ ডনের সঙ্গে যৌন সম্পর্ক নিয়ে তার প্রতিক্রিয়া ছিল, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যদি আমার যৌন সম্পর্ক থাকত তাহলে এতদিনে লোকে আমার বই পড়ে জানতে পারত৷
একটি মার্কিন ম্যগাজিনে ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে সেই পর্নস্টারের যৌন সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে৷ তারা নাকি লেক তাহোয়ের একটি ক্যাসিনো হোটেল রুমে যৌনতায় মেতেছিলেন৷ গত সপ্তাহের এই নতুন ঝড়ে ধৈর্যের বাঁধ ভেঙেছে ট্রাম্প স্ত্রীর৷
সূত্রের খবর পর্নস্টার ও ট্রাম্পের এই সম্পর্ক যে বেশ পুরনো ও রগরগে তা তিনি বুঝে গিয়েছেন৷ স্বাভাবিকভাবেই আর বিষয়টি মেনে নিতে পারেননি মেলিয়ানা৷ ছেড়েছেন হোয়াইট হাউস৷ সময় কাটাচ্ছেন বিলাসবহুল হোটেলে৷
Post a Comment