অভিমানে ট্রাম্পের ঘর ছেড়ে হোটেলে মেলিয়ানা!

White House sources told that, before her mysterious trip to Florida, Melania spent a number of nights at a posh D.C. hotel away from the president following the Stormy Daniels allegations. The first lady opted for time away from her husband since news of a possible $130,000 payoff from barron trump donald trump donald trump wife melania melania trump age melania trump news melanie trump trump trump daughter trump melania trumps wife

White House sources told DailyMail.com that, before her mysterious trip to Florida, Melania spent a number of nights at a posh D.C. hotel away from the president following the Stormy Daniels allegations. The first lady opted for time away from her husband since news of a possible $130,000 payoff from

ক্ষমতায় আসার আগে থেকেই বহু বিতর্কে জড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ তার অনেক মন্তব্যই বিতর্কের ঝড় তুলেছে৷ কিন্তু আমেরিকার বিখ্যাত পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলের একটি মন্তব্য ব্যাপক সমস্যায় ফেলে দিয়েছে মেলানিয়া(Melania ) ও ডোনাল্ড ট্রাম্পের(Trump) বৈবাহিক সম্পর্ককে৷

আরও পড়ুণঃনিজের পোষা কুকুরের সঙ্গে যৌনতায় জড়িয়ে আটক !

সূত্রের খবর, পরিস্থিতি এতটাই খারাপ যে ট্রাম্প-ঘরণী নাকি হোয়াইট হাউস ছেড়ে থাকতে শুরু করেছেন ওয়াশিংটন ডিসি’র এক দামী হোটেলে৷ 


অভিমানেই নাকি একা একা থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেলিয়ানা৷ অবশ্য হোয়াইট হাউজ এ ব্যাপারে কোন মন্তব্য করেনি৷

সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে ট্রাম্প ও স্টর্মির যৌন সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশ পায়৷ ঘটনাটি প্রেসিডেন্ট নির্বাচনের আগের৷

 সেখানে লেখা হয়েছিল, নির্বাচনের ঠিক আগে ১ লক্ষ ৩০ হাজার ডলারের চেক স্টিফানি নামে সেই পর্নস্টারের কাছে পৌঁছে দিয়ে আসেন ডনের আইনজীবী মাইকেল কোহেন৷

আসলে ট্রাম্প চাননি এই সম্পর্কের কথা নির্বাচনের সময় ফাঁস হোক৷ সেই ভয়ে ট্রাম্প সেই পর্নস্টারের সঙ্গে এই চুক্তি করেন বলে শোনা যাচ্ছে৷

যদিও গোটা বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন সেই আইনজীবী৷ একই দাবি সেই পর্নস্টারেরও৷ পর্ন দুনিয়ায় তাকে সবাই স্টোর্মি ড্যানিয়েল নামে চেনে৷ ডনের সঙ্গে যৌন সম্পর্ক নিয়ে তার প্রতিক্রিয়া ছিল, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যদি আমার যৌন সম্পর্ক থাকত তাহলে এতদিনে লোকে আমার বই পড়ে জানতে পারত৷

একটি মার্কিন ম্যগাজিনে ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে সেই পর্নস্টারের যৌন সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে৷ তারা নাকি লেক তাহোয়ের একটি ক্যাসিনো হোটেল রুমে যৌনতায় মেতেছিলেন৷ গত সপ্তাহের এই নতুন ঝড়ে ধৈর্যের বাঁধ ভেঙেছে ট্রাম্প স্ত্রীর৷

সূত্রের খবর পর্নস্টার ও ট্রাম্পের এই সম্পর্ক যে বেশ পুরনো ও রগরগে তা তিনি বুঝে গিয়েছেন৷ স্বাভাবিকভাবেই আর বিষয়টি মেনে নিতে পারেননি মেলিয়ানা৷ ছেড়েছেন হোয়াইট হাউস৷ সময় কাটাচ্ছেন বিলাসবহুল হোটেলে৷ 

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget