ইসরায়েলর অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমের সঙ্গে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি করেছিল ভারত। কিছুদিন ধরে এটি বাতিলের গুঞ্জন শোনা গেলেও মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানির মুখপাত্র।
ইসরায়েলি কোম্পানির পক্ষ থেকে বলা হয়, ২ জানুয়ারি ভারত আনুষ্ঠানিকভাবে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার চুক্তিটি বাতিল করেছে। চুক্তি বাতিলে হাতাশা প্রকাশ করে রাফায়েল বলেছে, ‘আমরা এমন সিদ্ধান্তে হতাশ। কারণ বেশকিছু প্রস্তুতি আমরা ইতিমধ্যে নিয়ে রেখেছিলাম।’
বিশ্লেষকদেরা ধারণা, গুরুত্বপূর্ণ চুক্তিটি বাতিলের কারণে উভয় দেশের পারস্পরিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
ভারতের সংবাদমাধ্যম জানাচ্ছে, দিল্লি নিজেই ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নির্মাণ করতে যাচ্ছে। এ কারণেই চুক্তিটি বাতিল করা হয়েছে। দ্য জেরুজালেম পোস্ট।
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.