শচীন টেন্ডুলকারের মেয়ে সারাকে বিয়ের প্রস্তাব দেয়ায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাতে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর থেকে দেবকুমার মাইতি নামের ওই যুবককে গ্রেফতার করে মুম্বাই পুলিশ।
দেবকুমার মাইতির পরিবারের দাবি, সে মানসিকভাবে অসুস্থ।
১৫-২০ দিন আগে সারাকে ফোন করে বিয়ের প্রস্তাব দেয় দেবকুমার মাইতি। শচীনের অফিসেও সে ফোন করেছিল সে।
এর পরেই মুম্বাইয়ের বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেন শচীন।
আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে দেবকুমার মাইতি মুম্বাই নিয়ে যাওয়ার আবেদন জানাবে পুলিশ। কীভাবে দেবকুমার সারার মোবাইল নম্বর পেল, তাও খতিয়ে দেখা হবে।
Post a Comment