ছাত্রকে নিয়ে হোটেলে রাত্রি যাপন করে চাকরিচ্যুত শিক্ষিকা!

Rebecca Lacey Teacher, 28, took a Year 11 pupil back to her hotel room and spent the night with him after his school prom. ... A female teacher took a pupil back to her hotel room and spent the night with him hours after being seen hugging and dancing with other teenagers at a school prom

Rebecca Lacey, 28, an ICT teacher at Downend School in Bristol for five years
ছাত্রকে নিয়ে হোটেলে রাত্রি যাপনের পর বিপাকে পড়েছেন এক নারী শিক্ষিকা। লন্ডনের  ব্রিস্টলের ডাউন্ড স্কুলের আইসিটির শিক্ষক ছিলেন ২৮ বছর বয়সী সেই নারী।

 ঘটনাটি কয়েক বছর আগের হলেও এতদিন নিজের পদে বহাল ছিলেন তিনি। প্রায় দেড় বছর পর গত রবিবার সেই শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করে স্কুল কর্তৃপক্ষ।

জানা গেছে, ২০১৬ সালের শেষ দিকের ঘটনা। সেই দিন ডাউন্ড স্কুলে ছাত্রদের নাচের ক্লাস ছিল।

রেবেকা লেসি(Rebecca Lacey) (২৮) ক্লাসে সেদিন ১১জন ছাত্র উপস্থিত ছিল। ক্লাস শেষে সবাই চলে যাওয়ার পর এক ছাত্রকে নিয়ে তার হোটেলের রুমে যান রেবেকা। 


এরপর সেই ছাত্রের সঙ্গে সারা রাত ছিলেন তিনি। ঘটনার পরদিন ভোরে সেই ছাত্রকে গাড়িতে করে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে যান।

এই ঘটনা সবার চোখে পড়ে। এরপরই ঘটনাটি স্কুল কর্তৃপক্ষের নজরে আসে।

তদন্তে সেই ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কের কোনও অভিযোগ না পাওয়া গেলেও এই ঘটনাকে অপ্রত্যাশিত বলেছে স্কুল কর্তৃপক্ষ।

 আর এই কারণেই তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তবে রেবেকার দাবি, ছাত্ররা চলে যাওয়ার সময় স্বাভাবিকভাবেই তাকে জড়িয়ে ধরেছে।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget