শেরিডানের সাথে রহস্যময় পুরুষটি কে!

Sheridan Smith cuddles up to a mystery man as she lets her hair down in Mexico;

Sheridan Smith cuddles up to a mystery man as she lets her hair down in Mexico;
বাবার শরীরে ক্যান্সার ধরা পড়াটা কিছুই মানতে পারছিলেন না ব্রিটিশ অভিনেত্রী শেরিডান স্মিথ। সমস্ত কাজকর্ম থেকেই নিজেকে গুটিয়ে নেন।

 'ফানি গার্ল' শোটিও ছেড়ে দিয়েছিলেন। 


গত ডিসেম্বরে বাবার মারা যাওয়াটা সবচেয়ে বড় ধাক্কা হয়ে আসে শেরির জীবনে। তার মতে, '২০১৭ সালটা আমার জন্য খারাপ ছিল।'


সেই মানসিক বিপর্যয় থেকে কিছুটা স্বাভাবিক হতে মেক্সিকোতে বেড়াতে গেছেন শেরিডান। নতুন বছরটা সেখানেই পালন করেছেন।

 পার্টি করেছেন, নেচেছেন। স্বল্প পোশাকে এক পুরুষের সঙ্গে কিছুটা অন্তরঙ্গ অবস্থায় ক্যামেরাবন্দীও হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম এবার তার পরিচয় বের করতে উঠে পড়ে লেগেছে। সংবাদমাধ্যম মিরর বলছে, সেই সুদর্শন পুরুষটি মেক্সিকোর রিসোর্টের কোনো কর্মী হতে পারেন।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget