শীতে কাঁপছে দেশ!

Mild to moderate cold wave is sweeping over Rangpur, Rajshahi, Dhaka, Mymensingh and Khulna divisions and the region of Srimangal, the Meteorological Department said on Thursday. According to its forecast, the cold wave may continue and spread over adjacent areas. Moderate to thick fog may

Mild to moderate cold wave is sweeping over Rangpur, Rajshahi, Dhaka, Mymensingh and Khulna divisions and the region of Srimangal, the Meteorological Department said on Thursday. According to its forecast, the cold wave may continue and spread over adjacent areas. Moderate to thick fog may
তীব্র শীতে কাঁপছে দেশ। ছয় বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেপে থাকছে পুরো দেশ।

এরই মধ্যে তীব্র ঠাণ্ডায় কুড়িগ্রামে ডায়রিয়ায় এক শিশুর মৃত্যুও হয়েছে।

এ ব্যাপারে আবহাওয়াবিদরা বলছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত হওয়ায় বাংলাদেশে শীত বেড়েছে। এই শৈত্য প্রবাহ আরও দুই-এক দিন চলতে পারে।

আবহাওয়া অফিস বলছে, শ্রীমঙ্গল এলাকাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে চলা শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং আশপাশের এলাকায় বিস্তৃত হতে পারে। শুক্রবার দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।


এদিকে শুক্রবারের আবহাওয়ার বুলেটিনে শীত মৌসুমে প্রতিদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকার আভাস দেওয়া হয়েছে। 


পাশাপাশি আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে একটি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) বা তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) এবং ২-৩টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি  শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।
Labels:

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget