ন্যুড ফটোগ্রাফির নিজস্ব চাহিদা রয়েছে। তবে অংশ নিলেও, সবাই তাতে মানিয়ে নিতে পারে না।
বহু ম্যাগাজিন কভারের শ্যুটিংয়ে বিভিন্ন দেশে ঘুরতে হয়েছে তাকে। মোট ৩২টি দেশ ঘুরেছেন সিয়েনা।
তাও থামতে চাননা। 'কখনও ভাবিনি, আমি এটা করতে পারব। এখন জানি, আমি এটাই করতে পারব।'
সম্প্রতি কুইনসল্যান্ডে ন্যুড ফটোগ্রাফির শ্যুট করেছেন সিয়েনা। সমুদ্র সৈকতে বালি-পাথরের মাঝে উন্মুক্ত সিয়েনা। মডেল বলেন, পোশাক ছাড়াই নগ্ন অবস্থাতেই ক্যামেরার সামনে বেশি পছন্দ করি আমি।
সামাজিক বিজ্ঞানে স্নাতক পাশ এই মডেল নগ্ন ছবির মাধ্যমেই কিন্তু নিজের আত্মবিশ্বাস বাড়িয়েছেন।
সম্পূর্ণ নগ্ন অবস্থায় ক্যামেরার সামনে নিজের সেরা অভিব্যক্তি সবার পক্ষে সম্ভব নয়। তবে সিয়েনা হ্যায়েস (Sienna Hayes)-এর পক্ষে সম্ভব।
২৪ বছরের এই মডেল ২০১১ সালে প্রথম ন্যুড ফটোগ্রাফির দুনিয়ায় প্রবেশ করেন। সাদা-কালো থেকে রঙিন, নগ্ন ছবির দুনিয়ায় তখন থেকেই মাতিয়ে এসেছেন সিয়েনা। হয়েছেন বহু ফটোগ্রাফারের লেন্সবন্দি।
বহু ম্যাগাজিন কভারের শ্যুটিংয়ে বিভিন্ন দেশে ঘুরতে হয়েছে তাকে। মোট ৩২টি দেশ ঘুরেছেন সিয়েনা।
তাও থামতে চাননা। 'কখনও ভাবিনি, আমি এটা করতে পারব। এখন জানি, আমি এটাই করতে পারব।'
সম্প্রতি কুইনসল্যান্ডে ন্যুড ফটোগ্রাফির শ্যুট করেছেন সিয়েনা। সমুদ্র সৈকতে বালি-পাথরের মাঝে উন্মুক্ত সিয়েনা। মডেল বলেন, পোশাক ছাড়াই নগ্ন অবস্থাতেই ক্যামেরার সামনে বেশি পছন্দ করি আমি।
সামাজিক বিজ্ঞানে স্নাতক পাশ এই মডেল নগ্ন ছবির মাধ্যমেই কিন্তু নিজের আত্মবিশ্বাস বাড়িয়েছেন।
Post a Comment