ছবিকে কমলা রঙের একটি পোশাক পরে পোজ দেন কারিনা। শরীরে মেদের চিহ্নমাত্র নেই। সদ্য মা হওয়া কারিনার পেটে কোনও 'স্ট্রেচ মার্কস' (গর্ভকালীন সময়ে হওয়া দাগ) নেই। আর তাই নিয়েই তোলপাড় সোশ্যাল মিডিয়া।
অনেকেরই দাবি ফটোশপে কারিনার পেটের স্ট্রেচ মার্কস মুছে দেওয়া হয়েছে। কারণ মাত্র ১ বছর বয়স হয়েছে কারিনার ছেলে তৈমুরের।
এরই মধ্যে কোনও ভাবেই মায়ের শরীর থেকে স্ট্রেচ মার্কস মুছে যেতে পারে না। তাই কারিনার সেই ছবিতে কৃত্রিমভাবে সেটি মুছে ফেলা হয়েছে। এটা একেবারেই কাম্য নয় বলে অনেকেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন।
অনেকের আবার দাবি বেবি বাম্প দেখাতে যখন সেলিব্রিটিরা দ্বিধা করেন না। তখন স্ট্রেচ মার্কস নিয়ে এত লুকোচুরি কেন! আর কারিনার মতো একজন স্বাধীনচেতা অভিনেত্রীর এমন মানসিকতা একেবারেই কাম্য নয়।
এরকম একাধিক মন্তব্য পাল্টা মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। তবে কারিনা তাতে আমল দিতে নারাজ। এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.