নারীর শরীরের চেয়ে বেশি সুন্দর কিছু নেই:রাম গোপাল ভার্মা

Ram Gopal Varma has signed and shot with adult star, Mia Malkova for his upcoming feature film, God, Sex and Truth. The actress announced and shared

Ram Gopal Varma has signed and shot with adult star, Mia Malkova for his upcoming feature film, God, Sex and Truth. The actress announced and shared a ...

যুক্তরাষ্ট্রের পর্নস্টারের সঙ্গে কাজ শুরুর পর থেকেই আলোচনায় ভারতীয় নির্মাতা রাম গোপাল ভার্মা(Ram Gopal Varma)। 


বিতর্ক তৈরিতে জুড়ি নেই সবসময়ে আলোচনার শিরোনামে থাকা এ নির্মাতার। মার্কিন পর্নস্টার মিয়া মালকোভা(Mia Malkova)র সঙ্গে কাজ শুরুর পর আরও বেশি আলোচিত হচ্ছেন তিনি।


মার্কিন ওই তারকার সঙ্গে 'গড, সেক্স অ্যান্ড ট্রুথ' নামে একটি ভিডিও ধারণ করেছেন নির্মাতা রাম গোপাল ভার্মা। এটি ভারতের প্রজাতন্ত্র দিবস ২৬ জানুয়ারি মুক্তি পাবে। ভিডিওর প্রচারণায় নিত্য নতুন টুইট করছেন রাম গোপাল ভার্মা।

সম্প্রতি তার একটি টুইটকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। যাতে তিনি লিখেছেন, 'আমি সত্যি বিশ্বাস করি পৃথিবীর এমন কোনো স্থান নেই যা নারীর শরীরের চেয়ে বেশি সুন্দর ও বৈচিত্র্যময়।' সূত্র: নিউজ এইটিন

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget