গত বছর এপ্রিলে প্রেমিকের আত্মহত্যার পর পর্ন দুনিয়ায় এসেছিলেন ২০ বছরের অলিভিয়া নোভা।
অল্প সময়ের মধ্যেই পর্নপ্রেমীদের পছন্দের তালিকাতেও নিজের জায়গা করতে সক্ষম হয়েছিলেন নীল ছবির এই নায়িকা।
গত সোমবার মার্কিন দেশের পর্নস্টার অলিভিয়া নোভার নিথর দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য মায়ানগরী লাস ভেগাসে।
কীভাবে মৃত্যু হল অলিভিয়ার, এখনও অজানা পরিবারের। রহস্য মৃত্যুর কিনারা করতে তৎপর মার্কিন প্রশাসন।
উল্লেখ্য, পর্ন দুনিয়ায় ২০ বছর বয়সী অলিভিয়া একজন 'সুন্দরী মডেল' হিসেবেই প্রখ্যাতি অর্জন করেছিলেন।
প্রাপ্ত বয়স্কদের কথা মাথায় রেখে নির্মিত ভিক্সেন, এফটিভি গার্লস, নিউ সেনসেশনস, ব্রাজার্স, গার্লফ্রেন্ড ইত্যাদি ছবিতে দেখা গিয়েছে এই উঠতি তারকাকে।
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.