তরুণের সঙ্গে এষার 'ঘনিষ্ঠ' ছবি ভাইরাল!

Esha Gupta made her debut in 2012 with Jannat 2 opposite Emraan Hashmi.Esha Gupta gets her selfie game on point in latest click Esha Gupta gives us an important style lesson on thematic dressing with her risque emerald gown

Esha Gupta made her debut in 2012 with Jannat 2 opposite Emraan Hashmi.
বিভিন্ন সময় নগ্ন ছবি শেয়ার করে আলোচনার শীর্ষে উঠে এসেছেন তিনি। কখনও আবার সাহসি ফটোশুট করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন।

 তিনি এষা গুপ্তা(Esha Gupta)। বলিউডের অন্যতম সাহসি অভিনেত্রী। 


আর এবার ১৮ বছরের এক যুবকের সঙ্গে ছবি শেয়ার করলেন বলিউডের এই মডেল অভিনেত্রী। যেখানে ১৮ বছরের সেই যুবককে ‘মাই বয়’ বলেও মন্তব্য করেন এষা গুপ্তা। 

কিন্তু, যাঁর সঙ্গে ওই ছবি তুলেছেন এষা, তার পরিচয় কী, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য মেলেনি।
পাশাপাশি সেই যুবককে স্নেহ করেন, না তার সঙ্গে অন্য কোনও সম্পর্ক রয়েছে, সে বিষয়েও কিছু খোলসা করেননি এই অভিনেত্রী।

 তবে ১৮ বছরের যুবকের সঙ্গে ৩২ বছরের অভিনেত্রীর সেই ছবি প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল সাইটে। 

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget