রাতে আলাদা ঘরে থাকেন ট্রাম্প-মেলানিয়া !

Melania Trump and Donald Trump take in a Capitals-Rangers game at Madison Square Garden

Donald Trump and Melania married
রাতে একঘরে থাকেন না ডোনাল্ড ট্রাম্প-মেলানিয়া ট্রম্প!‌ কিন্তু কেন?‌ এ ঘটনা প্রকাশ্যে আসতেই নানা কানাঘুষো শুরু হয়ে গেছে।

মাইকেল উলফের নতুন বইয়ে দাবি করা হয়েছে- রাতে আলাদা বিছানায় শুয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ও তার স্ত্রী মেলানিয়া।


 ৪৭ বছরের প্রাক্তন মডেল আর স্বামীর সঙ্গে এক বিছানায় ঘুমান না। দু'জনেই নিজেদের ঘরে দরজা বন্ধ করে দেন। যাতে রাতে কেউ কাউকে বিরক্ত করতে না পারেন।

বইটিতে বলা হয়েছে, মেলানিয়াই নাকি স্বামীর সঙ্গে ঘুমাতে অনাগ্রহী। কারণ?‌ রাতে বিছানায় বসে চিজবার্গার খান ট্রাম্প। 


যা মোটেই পছন্দ নয় মেলানিয়ার। শুধু তাই নয়, ঘরে একসঙ্গে তিনটি টিভি চলে। ভোরের দিকে ঘুমতে যান ট্রাম্প। স্বামীর এই রুটিন অপছন্দ মেলানিয়ার।

গোটা বিশ্ব জানে যে ম্যাকডোনাল্ডসের খাবার ভীষণ পছন্দ ট্রাম্পের। কিন্তু সেটাই যে মেলানিয়ার ভীষণ অপছন্দের তা এবার প্রকাশ্যে এসেছে।-আজকাল।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget