একসঙ্গে নাচের তালিম নিচ্ছে ক্যাটরিনা-আমির!

Going by the photo shared by Katrina Kaif, she And Aamir Khan are preparing for a dance sequence choreographed by Prabhu Deva for Thugs Of Hindostan.

Glimpse-Katrina-Kaif-And-Aamir-Khan-Thug-Life

'ধুম থ্রি' ছবিতে ক্যাটরিনা-আমিরের 'কমলি' নাচটা মনে পড়ছে? ওই গানে ক্যাটের নাচের জাদুতে মাতোয়ারা হয়েছিলেন দর্শকরা।


 স্বয়ং আমিরও প্রশংসা করেছিলেন ক্যাটরিনার নাচের। ফের সেই জুটি একসঙ্গে। যদিও এ বার শুধু ক্যাটরিনা নন, নাচের তালিম নিচ্ছেন আমিরও।

তবে কি একসঙ্গে কোনও স্টেজ পারফরম্যান্স, নাকি ছবির কোনও গান?

হ্যাঁ, ঠিকই ধরেছেন। স্টেজ পারফরম্যান্সের অবকাশ নেই। কারণ, আমির সে সবের ধারে-কাছেও ঘেঁষেন না। এ সব প্রস্তুতিই হচ্ছে আমির খান(Aamir Khan ) ও ক্যাটরিনা কইফের(Katrina Kaif) আগামী ছবি 'ঠগস অব হিন্দোস্তান'র জন্য।

নয়াদিল্লির একটি ডান্স স্টুডিওতে প্রভু দেবার কাছে নাচ তুলছেন দুই তারকা। ছবির একটি গানের জন্যই এই প্রস্তুতি।

 'ধুম থ্রি'র পর ফের আমির-ক্যাটরিনা জুটির একটি ডান্স নম্বর রয়েছে এই ছবিতে।

ছবিটিতে আমির ধরা দিয়েছেন, 'ঠগস অব হিন্দোস্তান'র লুকেই। পাশে দাঁড়িয়ে রয়েছেন ক্যাটরিনা ও প্রভু দেবা। ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ক্যাটরিনা। ক্যাপশনে শুধু লিখেছেন, 'ঠগস'।

'টাইগার জিন্দা হ্যায়'র অভাবনীয় সাফল্যের পর স্বাভাবিক ভাবেই খুশি ক্যাটরিনা। গত বছর আমিরের 'সিক্রেট সুপারস্টার' ও বক্স অফিসে ভালো ব্যবসা করেছে।

 যশরাজ ফিল্মসের ব্যানারে এই প্রথম 'ঠগস অব হিন্দোস্তান'(Thugs Of Hindostan)-এ অমিতাভ বচ্চনের সাথে কাজ করছেন আমির ও ক্যাটরিনা।

 ছবিতে দেখা যাবে ফতিমা সানা শেখকেও। এ বছর দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা বিজয় কৃষ্ণ আচার্যের এই ছবির।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget