এক সময় গিনেস বুকে ‘বিশ্বের সবচেয়ে লোমশ মেয়ে’(WORLDS HAIREST GIRL) হিসেবে নাম তুলেছিলেন ব্যাংককের বাসিন্দা সুপাত্র সুসুফান(Sasuphan)।
তবে সবকিছু ছাপিয়ে আবারও শিরোনামে এলেন ১৭ বছর বয়সী এই কন্যা। এবার তার বিয়ের খবর এসেছে। খবর দ্য ডেইলি মেইলের।
এরই মধ্যে তিনি শরীরের লোমগুলো ছেঁটে ফেলেছেন। ছবি তুলেছেন নিজের হবু স্বামীর সঙ্গে। আর সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায়ও পোস্ট করেছেন।
ছবি পোস্ট করে সুসুফান লিখেন, 'তুমি শুধু আমার প্রথম প্রেমই নও, তুমি আমার জীবনের ভালবাসা।'
এর আগে সুসুফান বলেছিলেন, তিনি তার এই অবস্থা নিয়ে মোটেও বিচলিত নন। চুলওয়ালা বলেই তিনি বিশেষ।
উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে চুলওয়ালা মেয়ে হিসেবে ২০১০ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস নাম ওঠে সুসুফানের। সুসুফানের চেহারা, কান, বগল, পা ও পিঠে অনেক লোম ছিল।
এমনকি লেজার ট্রিটমেন্ট দিয়েও তার চুলের এই বৃদ্ধি রোধ করা যাচ্ছিল না।
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.