সৌদি প্রিন্স সালমানের মৃত্যু নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে তোলপার!

A few days ago, there is a lot of confusions about whether Saudi Prince Crown Prince Mohammad bin Salman is alive. Various news releases in international media Iran's media has started suspicion.  Prince Mohammed bin Salman's long-publicity debate has sparked controversy Different branches of discussion are growing. Opportunity has created a counter-concept. The Iranian media speculates that Mohamed died after a 'coup attempt' was shot last month.  However, the Russian news agency reported on counter-news that Mohammad was seen in a ceremony at the next week's shootings in the Saudi palace. International media reported that on 21 April, the royal palace of Riyad heard the sound of fierce shoots. Many people thought that these shootings were the result of a possible coup attempt.  During the incident, the Saudi king claimed that he had taken shelter from the palace and had taken shelter in a military base nearby, local local media claimed. There is also news that the king took shelter at King Khalid Base at that time. Although the Saudi government claimed that the security guards had fired to land a drone flying near the Raj Palace. Iran's conservative daily Kaehan, who has been in dispute with Saudi Arabia, claimed that at least two bullets were taken by the Saudi Crown Prince on April 21 in the royal palace attempt. The media, which is known to be close to Tehran's regime, said Mohamed could not have been seen in public since his death in the incident.  Another media press TV has also expressed similar concerns, since no new photograph or video of Saudi King's photograph was released from the end of April. In addition, during the last week of April in New York, Mike Pompey, during his visit to Riyadh, the suspicion levels are intensified due to not being seen. Iranian news agency Fars said that Mohammad bin Salman was a person who was often seen in the media but after 26 years of absence from Riyadh, the absence of his health increased concerns. However, many of the claims that Mohamed has appeared in various events after the shootout. The Russian news agency Sputnik said that Crown Prince Muhammad bin Salman was seen beside King Salman at the inauguration ceremony of Kidiaa, an entertainment resort worth hundreds of dollars a week after the coup attempt. In connection with the discussion, on Friday, Saudi King Crown Prince Sheikh Mohammed bin Zayed Al Nahyan, Abu Dhabi's Crown Prince, Badshah bin Isa and Egyptian President Abdel Fattah al-Sisi have posted a group picture on Twitter with Badr al-Asak, the private office director of Saudi Crown Prince on Twitter. In a caption, "For several days Ahh and two brothers arranged a friendly meeting, Egypt's President Abdel Fattah al-Sisi said. However, the date of the picture did not tell the officer. On the other hand, the whole world is suspecting Iran's news of Saudi crown prince. For the Sunni major, Saudi Arabia, the majority of Shiite-majority Iran has been divided over the decades by increasing influence in the Middle East.  In the last Yemen and Syria war, their positions are against each other. In addition, the series of missile strikes in Hiyadh in Riyadh also increased the tension of the two countries. Iran's accusation that Saudi Arabia is protecting relations with Israel In the interview with Wall Street Journal, Saudi Crown Prince Mohammad bin Salman has already said that in 10 to 15 years war with Iran can be fought. The Saudi Crown Prince had urged the international community to strictly ban Tehran to avoid the conflict. Because of these disputes, the world is not fully confident about the news. But Crown Prince's media absence has left everyone down in Dotana. Saudi Prince Crown Prince Mohammed bin Salman is alive,Saudi Crown Prince Mohammed bin Salman, power behind the throne,Crown Prince Mohammed bin Salman,Saudi Arabian Crown Prince Mohammed bin Salman Interview,Iranian Media Speculates About Possible Death of Saudi Crown Prince,Saudi Crown Prince MBS posts recent photo on social media after,Media speculates about 'possible death' of Saudi crown prince

Media Speculates About Possible Death of Saudi Crown Prince Mohammed bin Salman

সৌদি প্রিন্স সালমানের মৃত্যু নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে তোলপার!

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জীবিত আছেন কিনা তা নিয়ে কয়েকদিন ধরেই নানান কানাঘুষা চলছে। বিভিন্ন ধরনের খবর প্রকাশ হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে। সন্দেহের শুরু করেছে ইরানের গণমাধ্যমগুলো।


 প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দীর্ঘদিন ধরে জনসম্মুখে না আসা এই বিতর্কে ঘি ঢেলেছে। বাড়ছে আলোচনার নানান ডালপালা। সুযোগ তৈরি করেছে পাল্টাপাল্টি ধারণা পোষণের। ইরানি গণমাধ্যমগুলোর ধারণা, গত মাসের শেষ দিকে এক ‘অভ্যুত্থানচেষ্টায়’ গুলিবিদ্ধ হওয়ার পর মোহাম্মদ মারা গেছেন।

 অবশ্য পাল্টা খবরে রাশিয়ার বার্তা সংস্থা বলছে, সৌদি রাজপ্রাসাদে গোলাগুলির সপ্তাহখানেক পরের এক অনুষ্ঠানেও মোহাম্মদকে দেখা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর, গত ২১ এপ্রিল রিয়াদের রাজপ্রাসাদ থেকে তুমুল গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায়।

সম্ভাব্য কোনো অভ্যুত্থানচেষ্টার ফল ওই গোলাগুলি, এমনটাও ধারণা করেছিলেন অনেকেই।

 ঘটনার সময় সৌদি বাদশাহ সালমান প্রাসাদ ছেড়ে কাছাকাছি একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছিলেন বলে দাবি করেছিল স্থানীয় বেশকটি গণমাধ্যম। বাদশা সে সময় কিং খালিদ ঘাঁটিতে আশ্রয় নেন এমন খবরও আছে।

যদিও সৌদি সরকারের দাবি রাজ প্রাসাদের খুব কাছ দিয়ে উড়ে যাওয়া একটি ড্রোন ভূপাতিত করতেই নিরাপত্তা রক্ষীরা গুলি ছুড়েছিল। সৌদি আরবের সঙ্গে মুখোমুখি বিরোধে থাকা ইরানের রক্ষণশীল দৈনিক কায়হানের দাবি, গত ২১ এপ্রিল রিয়াদের রাজপ্রাসাদে হওয়া অভ্যুত্থানচেষ্টার ঘটনায় সৌদি ক্রাউন প্রিন্সের গায়ে অন্তত দুটি গুলি লেগেছে।

এর পর থেকে মোহাম্মদকে আর জনসম্মুখে দেখা যায়নি জানিয়ে ওই গুলির ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা তেহরানের শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সংবাদমাধ্যমটির।

 অন্য গণমাধ্যম প্রেস টিভিও একই শঙ্কা প্রচার করেছে, কারণ এপ্রিলের শেষ ভাগ থেকে সৌদি যুবরাজের নতুন কোনো আলোকচিত্র কিংবা ভিডিও প্রকাশিত হয়নি।

এ ছাড়া নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এপ্রিলের শেষ সপ্তাহে রিয়াদ সফরের সময়ও মোহাম্মদকে দেখা না যাওয়ায় সন্দেহের মাত্রা তীব্রতর হচ্ছে বলে দাবি তাদের। ইরানি বার্তা সংস্থা ফারস বলছে, মোহাম্মদ বিন সালমান এমন একজন ব্যক্তি যাকে প্রায়ই গণমাধ্যমে দেখা যেত কিন্তু রিয়াদের ওই গোলাগুলির পর ২৭ দিন ধরে অনুপস্থিতি তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

তবে, গোলাগুলির ঘটনার পরও মোহাম্মদ বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলে দাবি অনেকেরই। এমন দাবি করে রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক বলেছে, অভ্যুত্থানচেষ্টার সপ্তাহখানেক পরে কয়েকশ কোটি ডলারের একটি এন্টারটেইনমেন্ট রিসোর্ট কিদিয়ার উদ্বোধনী অনুষ্ঠানেও বাদশাহ সালমানের পাশে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দেখা গেছে।

নানান আলোচনার পরিপ্রেক্ষিতে শুক্রবার সৌদি ক্রাউন প্রিন্সের ব্যক্তিগত দফতরের পরিচালক বাদের আল-আসাকের টুইটারে সৌদি যুবরাজের সঙ্গে আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, বাহরাইনের বাদশাহ বিন ইসা ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির একটি গ্রুপ ছবি পোস্ট করেছেন।

ক্যাপশনে লিখেছেন, ‘কয়েক দিন আহে দুই ভাইয়ের এক বন্ধুত্বপূর্ণ বৈঠক আয়োজন করেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। তবে ছবিটি কত তারিখের তা জানাননি ওই কর্মকর্তা।’

অন্যদিকে, সৌদি ক্রাউন প্রিন্স নিয়ে ইরানের খবরকে সন্দেহের চোখে দেখছে পুরো বিশ্বই। কারণ মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়ানোকে কেন্দ্র করে সুন্নি প্রধান সৌদি আরবের সঙ্গে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের মতবিভেদ কয়েক দশক ধরেই।

 সর্বশেষ ইয়েমেন ও সিরিয়া যুদ্ধেও তাদের অবস্থান একে অপরের বিপক্ষে। এ ছাড়া রিয়াদে হুতিদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলাও দুই দেশের টানাপড়েন আরও বাড়িয়েছে। ইরানের অভিযোগ সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেছে।

এরই মধ্যে গত মার্চে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালে দেওয়া সাক্ষাৎকারে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, ১০ থেকে ১৫ বছরের মধ্যে ইরানের সঙ্গে যুদ্ধ বেধে যেতে পারে।

তাই সংঘর্ষ এড়াতে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স। এসব বিরোধের কারণেই খবরকে পুরোপুরি বিশ্বাস করছে না বিশ্ব। কিন্তু ক্রাউন প্রিন্সের গণমাধ্যমে অনুপস্থিতি সবাইকে ফেলেছে দোটানায়।

আরও পড়ুলঃ অভ্যুত্থান চেষ্টার সময় সৌদির ক্রাউন প্রিন্স সালমান নিহত!

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget